Feature Phones
Trending

মিলছে ৮০০ টাকার মধ্যে বাটন ফোন ২০২৪ সালে

৮০০ টাকার মধ্যে বাটন ফোন ২০২৪ সালে আমরা অনেকেই অনুসন্ধান করে থাকি। পূর্বে কম দামে বাটন মোবাইল পাওয়া গেলেও বর্তমান সময়ে ৮০০ টাকা নিচে বাটন মোবাইল বলতে গেলে পাওয়া যায় না। আজকের এই আর্টিকেলে আমরা আপনাকে দুইটি মোবাইল সম্পর্কে জানাবো যার দাম ৮০০ টাকার মধ্যে ও এর সাথে এই মোবাইল দুটির মধ্যে কোন মোবাইল দিয়ে আপনার জন্য ভালো হবে বর্তমান সময়ে সেটি নিয়ে এই আর্টিকেলে বিস্তারিত আলোচনা করা হবে।

৮০০ টাকার মধ্যে বাটন ফোন ২০২৪

    ৮০০ টাকার মধ্যে বাটন ফোন ২০২৪

৮০০ টাকার মধ্যে বাটন ফোন ২০২৪

Walton Olvio L29 মোবাইল: Walton Olvio L29 মোবাইলটির দাম বাংলাদেশে ৭৬০ টাকা। এতে ১.৭৭ ইঞ্চি ডিসপ্লে এবং ১০০০ এমএএইচ লিথিয়াম ব্যাটারি ব্যবহার করা হয়েছে। এই ফোনটিও দুইটি সিম সাপোর্ট করে এবং একটি মেমোরি কার্ড স্লট আছে, যা সর্বোচ্চ ৩২ জিবি মেমোরি সমর্থন করে। এতে ব্লুটুথ, জিএফএম, এফএমসহ সকল মৌলিক ফিচার উপলব্ধ। Walton Olvio L29 ফোনের সাথে একটি চার্জার এবং একটি ইয়ারফোন ফ্রি দেওয়া হয়।

Symphony B26 মোবাইল: বাংলাদেশে Symphony B26 মোবাইলটির দাম ৭৯০ টাকা। এই ফোনটিতে ১.৭৭ ইঞ্চি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এবং ৮০০ এমএএইচ লিথিয়াম ব্যাটারি রয়েছে। এটি দুইটি সিম সাপোর্ট করে এবং একটি মেমোরি কার্ড স্লট আছে। সর্বোচ্চ ৩২ জিবি মেমোরি ব্যবহার করা যাবে এবং এতে ব্লুটুথ, জিএফএম, এফএমসহ অন্যান্য সাধারণ ফিচার পাওয়া যাবে। Symphony B26 ফোনের সাথে একটি চার্জার এবং একটি ইয়ারফোন ফ্রি দেওয়া হয়।

উপরে উল্লেখিত তথ্য মতে Symphony B26-এর পরিবর্তে Walton Olvio L29 নির্বাচন করা ভালো হবে, কারণ এতে বড় ব্যাটারি রয়েছে, যা দীর্ঘ সময় চার্জ ধরে রাখে। তাছাড়া সকল ফিচার সমপরিমাণ রয়েছে। তবে আপনারা যদি ব্যক্তিগতভাবে কোন কোম্পানির মোবাইল ভালোবাসেন তাহলে উক্ত কোম্পানির মোবাইল করতে পারেন। 

শেষ কথা

আশা করি আমরা আপনাকে, ৮০০ টাকার মধ্যে বাটন ফোন ২০২৪ সালের বাটন মোবাইল সম্পর্কে বিস্তারিত তথ্য জানাতে পেরেছি। বাটন মোবাইল সম্পর্কে আপনার কোন প্রশ্ন থাকলে অবশ্যই আপনি কমেন্ট করে আমাদের জানাতে পারেন। 

আরো জানতে পারেন: ১০ হাজার ৯৯৯ টাকায়, ভিজলেও নষ্ট হয় না এই ফোন

(সব খবর প্রতি মুহূর্তে পেতে ফলো করুন আমাদের Google News পেজ)

5/5 - (1 vote)

Mobile Dokan Price

This profile publishes articles from the Mobile Dokan Price editorial team and its own correspondents All the details of the technology world are verified and published from here.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *