Smartphones

১৩ হাজার টাকায় মিলবে Samsung Galaxy F14 4G, না কিনলেই মিস

সম্প্রতি Samsung Galaxy F14 4G নামে স্যামসাং নতুন একটি স্মার্টফোন বাজারে নিয়ে এসেছে। যদিও মোবাইলটি অফিসিয়ালি বাংলাদেশের বাজারে এখনও লঞ্চ হয়নি তবে আনঅফিসিয়াল ভাবে বাংলাদেশ মোবাইলটির ব্যাপক চাহিদা রয়েছে। ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর তারিখে মোবাইলটি অফিশিয়ালি আন্তর্জাতিক বাজারে ও ভারতে লঞ্চ হয়। মোবাইল থেকে রয়েছে লেটেস্ট অপারেটিং সিস্টেম অর্থাৎ অ্যান্ড্রয়েড ১৪। ধারণা করা যাচ্ছে মোবাইলটিতে দুইটি মেজর আপডেট অপারেটিং সিস্টেমে থাকবে। ডিসপ্লের ক্ষেত্রেও পাওয়া যাবে এই ফোনটিতে ৬.৭ ইঞ্চি বড় একটি ডিসপ্লে। ৫০ মেগা পিক্সেলের দুর্দান্ত ক্যামেরা ও ৪ জিবি র‍্যাম ও স্ন্যাপড্রাগন চিপসেটে মোবাইলটি গ্রাহকের মন কেড়েছে। এছাড়া ফোন দিতে ৫০০০ মিলি এম্পিয়ারের বড় ব্যাটারী রয়েছে, যা লম্বা সময় ধরে মোবাইলটির ব্যাকআপ প্রদান করবে।

১৩ হাজার টাকায় মিলবে Samsung Galaxy F14 4G, না কিনলেই মিস
Samsung Galaxy F14 4G

মোবাইলটি বাংলাদেশের বাজারে যদিও বর্তমানে অফিশিয়ালি পাওয়া যাচ্ছে না তবে বাংলাদেশে মোবাইলটির আনঅফিসিয়াল দাম ১৩ হাজার টাকা। তবে প্রত্যাশা করা যাচ্ছে যে মোবাইলটির অফিশিয়াল টা আমার ১৭ হাজার টাকার আশেপাশে থাকবে।

Samsung Galaxy F14 4G

সুবিধা

  • মোবাইলটি একটি 4G স্মার্টফোন
  • ৬.৭ ইঞ্চি বড় ডিসপ্লে
  • Snapdragon 680 4G chipset
  • ৫০০০ মিলি এম্পিয়ারের বড় ব্যাটারি রয়েছে সাথে ফার্স্ট চার্জিং সুবিধা হিসেবে রয়েছে ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা
  • মোবাইলটির পিছনে ক্যামেরা রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ

অসুবিধা

  • NFC নেই
  • IPS LCD ডিসপেনের প্যানেল ব্যবহার করা হয়েছে এই ফোনটিতে।
  • এফএম রেডিও নেই
  • বর্তমান সময় অনুযায়ী ফোনটি ৫জি নয়

Samsung Galaxy F14 4G এর দুর্দান্ত স্পেসিফিকেশন

  • প্রধানত স্মার্টফোনটি 4G স্মার্টফোন।
  • মোবাইলটির ওজন ১৫৪ গ্রাম।
  • স্মার্টফোনের পিছনের অংশ প্লাস্টিকের তৈরি ও প্লাস্টিক ফ্রেম রয়েছে।
  • মোবাইলটিতে দুইটি ন্যানো আকৃতির সিম কার্ড ব্যবহার করা যাবে।
  • স্মার্টফোনটিতে IPS LCD ডিসপ্লে প্যানেল রয়েছে ও ডিসপ্লেতে 90Hz রিফ্রেশ রেট হয়েছে। মোবাইলটি ডিসপ্লে আকার ৬.৭ ইঞ্চি। মোবাইলটি ডিসপ্লে রেজুলেশন 1080×2400 পিক্সেল।
  • স্মার্টফোনটি পরিচালিত হবে অ্যান্ড্রয়েড ১৪ এর অপারেটিং সিস্টেমে ও অপারেটিং সিস্টেমে দুইটি মেজর আপডেট আসবে। ৬ ন্যানোমিটার Snapdragon 680 4G chipset থাকার ফলে স্মার্টফোনটি দুর্দান্ত কাজ করবে ।
  • স্মার্টফোনের রয়েছে ৪ জিবি র‍্যাম ও ৬৪ জিবি রম। তবে গ্রাহক যদি চান অতিরিক্ত মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন এই ফোনটিতে।
  • স্মার্টফোনটি পিছনে ক্যামেরা রয়েছে ট্রিপল ক্যামেরা সেটাপ যা যথাক্রমে ৫০ মেগাপিক্সেল +২ মেগাপিক্সেল +২ মেগাপিক্সেল ও সেলফি ক্যামেরা হিসেবে রয়েছে ১৩ মেগাপিক্সেলের একটি ক্যামেরা। 1080p  ভিডিও ধারণ করা যাবে এই স্মার্টফোনটি ব্যবহার করে।

এই স্মার্টফোনটির সময়ের জন্য সেরা একটি স্মার্টফোন হিসেবে বাজারে আসতে চলেছে যদিও এই বাজেটে বাজারে অন্য যে সকল ফোন রয়েছে যা আরো আধুনিক ফিচার প্রধান করছে। তবে Samsung এর স্মার্টফোন হিসেবে মোবাইলটি বেশ প্রশংসনীয়।

আরো জানতে পারেন: Snapdragon 7+ Gen 3 চিপসেটে কাপ্পাচ্ছে OnePlus Nord 4

(সব খবর প্রতি মুহূর্তে পেতে ফলো করুন আমাদের Google News পেজ)

5/5 - (1 vote)

Mobile Dokan Price

This profile publishes articles from the Mobile Dokan Price editorial team and its own correspondents All the details of the technology world are verified and published from here.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *