শীঘ্রই আসতে চলেছে OPPO Reno 13 Pro
OPPO Reno সিরিজের নতুন দুটি স্মার্টফোন শীঘ্রই বাজারে আসছে: Reno 13 এবং Reno 13 Pro। যদিও এখনো অফিসিয়াল ঘোষণা আসেনি, তবু লিকের মাধ্যমে তাদের স্পেসিফিকেশন ও বিভিন্ন বৈশিষ্ট্য সম্পর্কে অনেক তথ্য জানা গেছে। যেমন:
ওয়াটারপ্রুফ ফিচার
Reno 13 Pro ফোনটিতে আইপি69 রেটিং থাকবে, যা ফোনটিকে জল এবং ধুলো থেকে সুরক্ষিত রাখবে। এটি Reno 12 Pro এর আইপি65 রেটিং এর তুলনায় একটি উল্লেখযোগ্য আপগ্রেড।
প্রসেসর ও পারফরমেন্স
Reno 13 Pro ফোনটি 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি MediaTek Dimensity 9300 অক্টাকোর প্রসেসর সহ আসবে। এই চিপসেটটি 2গীগাহার্টস থেকে 3.25 গীগাহার্টস ক্লক স্পীডে কাজ করতে সক্ষম, যা ফোনটির পারফরমেন্সকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।
মেমরি ও স্টোরেজ
এই সিরিজের টপ মডেলে থাকবে 16GB RAM এবং 1TB পর্যন্ত স্টোরেজ। অন্যদিকে, ভ্যানিলা মডেলে থাকবে 12GB RAM এবং 256GB স্টোরেজ। এই বিশাল স্টোরেজ এবং মেমরি ফোনটির দ্রুততা এবং বহু কাজ একসাথে করার ক্ষমতাকে আরও বৃদ্ধি করবে।
ডিসপ্লে ও ক্যামেরা
Reno 13 Pro ফোনটি 6.83 ইঞ্চির বড় স্ক্রিন সহ লঞ্চ হবে, যা 1.5কে রেজোলিউশন সমর্থন করে। এই ফোনটিতে কোয়ার্ড কার্ভ স্ক্রিন প্যানেল এবং ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও থাকবে। ক্যামেরা সেকশনে থাকবে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ: 50 মেগাপিক্সেল মেইন সেন্সর, 50 মেগাপিক্সেল টেলিফটো লেন্স, এবং 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। সেলফি এবং ভিডিও কলের জন্য থাকবে 50 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।
ব্যাটারি ও চার্জিং
যদিও ব্যাটারি ক্যাপাসিটি সম্পর্কে নির্দিষ্ট তথ্য এখনো জানা যায়নি, তবে ধারণা করা হচ্ছে এই ফোনটিতে 6,000এমএএইচ ব্যাটারি থাকতে পারে। ফোনটিতে ওয়্যারলেস চার্জিং ফিচারও থাকবে বলে জানা গেছে, যা ব্যবহারকারীদের জন্য আরও সুবিধাজনক হবে।
তবে মোবাইলটি অফিসিয়াল দাম কত হবে এ সম্পর্কে কোন তথ্য জানা যায়নি মোবাইল সম্পর্কে বিস্তারিত তথ্য আমরা আপনাকে আপডেট করে জানাবো।
আরো জানতে পারেন: প্লে স্টোরে নতুন যে সুবিধা আনছে গুগল
(সব খবর প্রতি মুহূর্তে পেতে ফলো করুন আমাদের Google News পেজ)