রিয়েলমি ফোনের দাম ২০২৪
রিয়েলমি ফোনের দাম ২০২৪ কত জানেন কি? যদি না জেনে থাকলে সমস্যা নেই কারন আজকের এই আলোচনা থেকে আপনি রিয়েলমি ফোনের দাম ও রিয়েলমি ফোন সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারবেন। তবে শুরুতেই রিয়েলমি ফোনের কোম্পানি সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক।
রিয়েলমি ফোনের সম্পর্কে
রিয়েলমি মূলত একটি চীনা প্রতিষ্ঠান। এই মোবাইল কোম্পানি কম মূল্যে মোবাইল বিক্রয় করে থাকে। বাংলাদেশ সহ পৃথিবীর অধিকাংশ দেশের ব্যবহারকারীরা রিয়েলমি ফোন ব্যবহার করে থাকেন। রিয়েলমি ফোন সাশ্রয় মূল্যের ও বেশ ভালো পারফরম্যান্সের স্মার্টফোন হওয়ায় বেশ জনপ্রিয়তা ধরে রেখেছে। তবে এবার দেরি না করে আসুন আমরা জেনেনি ২০২৪ সালে রিয়েলমি ফোনের দাম কত ও কোন ফোনটি আপনার জন্য সেরা হবে। তবে আমরা প্রথমে আপনাকে ছক আকারে জানাবো তারপর আমরা আপনাকে সেরা ৫ টি লেটেস্ট রিয়েলমি ফোনের দাম ও ফিচার জানাবো।
রিয়েলমি ফোনের দাম ২০২৪
নিন্মে ২০২৪ সালের রিয়েলমি ফোনের দাম উপস্থাপন করা হয়েছে:
শাওমি মোবাইল | দাম |
Realme GT Neo6 | 30,000 |
Realme 12 Pro | 36,000 |
Realme V50s | 27,000 |
Realme C67 | 22,999 |
Realme GT5 Pro | 74,000 |
Realme C55 | 19,999 |
Realme GT 5 Pro | 67,000 |
Realme C55 | 18,999 |
Realme Nazro N53 | 16,999 |
Realme C21Y | 10,000 |
Realme GT Neo6 SE | 30,000 |
Realme P1 | 25,000 |
Realme Narzo 70 Pro | 26,318 |
Realme Note 50 | 10,500 |
Realme C35 | 16,999 |
Realme C67 4G | 22,999 |
Realme C53 | 16,999 |
Realme C30s | 11,999 |
Realme GT5 Pro
Realme GT5 Pro বাজারের বর্তমানে একটি জনপ্রিয় স্মার্টফোন। মোবাইলটির ওজন ২১৮ গ্রাম থেকে ২২৪ গ্রাম ও ডাইমেনশন ১৬১.৭ x ৭৫.১ x ৯.২ মিলিমিটার। ফোনটি গ্লাস ফ্রন্ট ও ব্যাক বা সিলিকন পলিমার ব্যাক এর তৈরি এবং এর ফ্রেম অ্যালুমিনিয়ামের।
Realme GT5 Pro-এর ডিসপ্লে ৬.৭৮ ইঞ্চি LTPO AMOLED, যা ১ বিলিয়ন রঙ প্রদর্শন করতে সক্ষম। এর রেজোলিউশন ১২৬৪ x ২৭৮০ পিক্সেল এবং পিক উজ্জ্বলতা ৪৫০০ নিটস। ফোনটি অ্যান্ড্রয়েড ১৪ ও রিয়েলমি ইউআই ৫.০ অপারেটিং সিস্টেম দ্বারা চালিত। এতে রয়েছে Qualcomm SM8650-AB Snapdragon 8 Gen 3 চিপসেট, অক্টা-কোর প্রসেসর ও Adreno 750 GPU।
ফোনটির প্রধান ক্যামেরা তিনটি লেন্স নিয়ে তৈরি যা, ৫০ মেগাপিক্সেল ওয়াইড, ৫০ মেগাপিক্সেল টেলিফটো, এবং ৮ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড। সেলফি ক্যামেরা ৩২ মেগাপিক্সেল। উভয় ক্যামেরাতেই HDR, প্যানোরামা এবং উন্নত ভিডিও রেকর্ডিং সুবিধা রয়েছে।
সাউন্ড সিস্টেমে স্টেরিও স্পিকার এবং Dolby Atmos সমর্থিত। কানেক্টিভিটির মধ্যে রয়েছে Wi-Fi 802.11 a/b/g/n/ac/6/7, Bluetooth 5.4, NFC, ইনফ্রারেড পোর্ট এবং USB Type-C 3.2। এছাড়াও রয়েছে আন্ডার-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, অ্যাক্সিলোমিটার, গাইরো, প্রক্সিমিটি, কম্পাস ও কালার স্পেকট্রাম সেন্সর।
Realme GT5 Pro-তে ৫৪০০ mAh ব্যাটারি রয়েছে যা ১০০W ওয়্যার্ড ও ৫০W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে, ফলে এটি খুব দ্রুত চার্জ করা যায়। বর্তমানে মোবাইলটির অফিসিয়াল মূল্য বাংলাদেশের ৭৪ হাজার টাকা।
Realme GT Neo6
Realme GT Neo6 একটি অত্যাধুনিক পদ্ধতিতে তৈরি স্মার্টফোন যা ২০২৪ সালের ৯ মে লঞ্চ হয়। মোবািলটির বডির এর মাত্রা বা ডাইমেনশন ১৬২ x ৭৫.১ x ৮.৭ মিমি এবং ওজন ১৯১ গ্রাম। এই ফোনটি ডুয়াল ন্যানো সিম সাপোর্ট করে এবং মোবাইলটি IP65 ধূলা ও জল প্রতিরোধী। Realme GT Neo6 এর ডিসপ্লে ৬.৭৮ ইঞ্চির LTPO AMOLED, যা ১২০ হার্জ রিফ্রেশ রেট এবং HDR সহ ৬০০০ নিটস পর্যন্ত উজ্জ্বলতা দিতে সক্ষম। এর রেজোলিউশন ১২৬৪ x ২৭৮০ পিক্সেল এবং পিক্সেল ডেনসিটি প্রায় ৪৫০ পিপিআই।
Realme GT Neo6 অ্যান্ড্রয়েড ১৪ এবং Realme UI ৫.০ দ্বারা পরিচালিত, মোবাইলটিতে Snapdragon 8s Gen 3 চিপসেট ব্যবহার করা হয়েছে। এর প্রসেসরটি অক্টা-কোর এবং গ্রাফিক্সের জন্য রয়েছে Adreno 735।ফোনটির ইন্টারনাল স্টোরেজ ২৫৬ জিবি থেকে ১ টিবি পর্যন্ত এবং RAM ১২ জিবি থেকে ১৬ জিবি পর্যন্ত পাওয়া যায়। এটি UFS ৪.০ প্রযুক্তি ব্যবহার করে।
Realme GT Neo6 এর প্রধান ক্যামেরা ৫০ মেগাপিক্সেল ও ৮ মেগাপিক্সেল, যা ডুয়াল-এলইডি ফ্ল্যাশ, এইচডিআর এবং প্যানোরামা ফিচার সাপোর্ট করে। সেলফি ক্যামেরা ৩২ এমপি, যা ৪কে ভিডিও ধারণ করতে সক্ষম। Realme GT Neo6-এ স্টেরিও স্পিকার রয়েছে তবে ৩.৫ মিলিমিটার হেডফোন জ্যাক নেই। এতে ৫৫০০ মিলি এম্পিয়ার ব্যাটারি রয়েছে যা ১২০ ওয়াট চার্জিং সাপোর্ট করে, যা ১০ মিনিটে ১-৫০% চার্জ করতে সক্ষম। মোবাইলটির দাম বাংলাদেশে ৩০ হাজার টাকা।
Realme 12 Pro
Realme 12 Pro একটি অত্যাধুনিক স্মার্টফোন যা ২০২৪ সালের ২৯ জানুয়ারি প্রকাশিত হয়েছে। এই ফোনটির ওজন ১৯০ গ্রাম এবং এর বডির পুরুত্ব ৮.৮ মিলিমিটার। এটি অ্যান্ড্রয়েড ১৪ এবং Realme UI ৫.০ অপারেটিং সিস্টেম দ্বারা চালিত। ফোনটি ১২৮ জিবি, ২৫৬ জিবি, এবং ৫১২ জিবি স্টোরেজ অপশনসহ পাওয়া যায় এবং এতে কোন মেমোরি কার্ড স্লট নেই।
Realme 12 Pro তে ৬.৭ ইঞ্চির AMOLED ডিসপ্লে রয়েছে, যা ১০৮০ x ২৪১২ পিক্সেল রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। ডিসপ্লেটি ৯৫০ নিটস পর্যন্ত পিক উজ্জ্বলতা প্রদান করতে সক্ষম।
ফোনটির প্রধান ক্যামেরা ট্রিপল সেটআপ রয়েছে যার মধ্যে একটি ৫০ মেগাপিক্সেল, একটি ৩২ মেগাপিক্সেল টেলিফটো এবং একটি ৮ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স রয়েছে। প্রধান ক্যামেরাটি 4k রেজোলিউশনে ভিডিও ধারণ করতে পারে। সেলফি ক্যামেরাটি ১৬ মেগাপিক্সেলের এবং 1080p ভিডিও রেকর্ডিং সাপোর্ট করে।
Realme 12 Pro তে Snapdragon 6 Gen 1 এর চিপসেট ব্যবহৃত হয়েছে এবং এটি ৮ জিবি বা ১২ জিবি র্যাম সহ । ফোনটির ব্যাটারি ৫০০০ মিলি অ্যাম্পিয়ার আওয়ার ক্ষমতাসম্পন্ন এবং ৬৭ ওয়াট ওয়্যার্ড চার্জিং সাপোর্ট করে, যা মাত্র ১৯ মিনিটে ৫০% পর্যন্ত চার্জ করতে সক্ষম।
ফোনটিতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, অ্যাক্সেলেরোমিটার, জাইরো, প্রক্সিমিটি এবং কম্পাস সহ বিভিন্ন সেন্সর রয়েছে। এটি ডুয়াল সিম সাপোর্ট করে এবং ৫জি প্রযুক্তি সাপোর্ট করে। Realme 12 Pro তে ৩.৫ মিলিমিটার হেডফোন জ্যাক নেই, তবে স্টেরিও স্পিকার এবং উচ্চ মানের অডিও সাপোর্ট রয়েছে।
Realme V50s
Realme V50s, ২০২৩ সালের ১২ ডিসেম্বর ঘোষণা করা হয় ও ২০ ডিসেম্বর লঞ্চ হয়। ডিভাইসটির আকৃতি ১৬৫.৭ x ৭৬ x ৭.৯ মিমি এবং ওজন ১৯০ গ্রাম। এতে ডুয়াল সিম (ন্যানো-সিম, ডুয়াল স্ট্যান্ড-বাই) সাপোর্ট রয়েছে।
ডিসপ্লে সেকশনে, Realme V50s এ রয়েছে ৬.৭২ ইঞ্চি আইপিএস এলসিডি স্ক্রিন যা ১২০ হার্জ রিফ্রেশ রেট সাপোর্ট করে। এর রেজোলিউশন ১০৮০ x ২৪০০ পিক্সেল, ২০:৯ রেশিও, যা প্রায় ৩৯২ পিপিআই ঘনত্ব প্রদান করে।
হার্ডওয়্যার এবং সফটওয়্যারে, এটি অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক Realme UI ৪.০ দিয়ে পরিচালিত এবং মিডিয়াটেক ডাইমেনসিটি ৬১০০+ (৬ এনএম) চিপসেট ব্যবহার করে। সিপিইউতে রয়েছে অক্টা-কোর প্রসেসর (২x২.২ গিগাহার্জ কোর্টেক্স-এ৭৬ এবং ৬x২.০ গিগাহার্জ কোর্টেক্স-এ৫৫) এবং জিপিইউতে মালি-জি৫৭ এমসি২।
মোবাইলটির মেমোরি অপশনে, এটি ১২৮জিবি ইন্টারনাল স্টোরেজের সাথে ৬জিবি র্যাম এবং ২৫৬জিবি ইন্টারনাল স্টোরেজের সাথে ৮জিবি RAM পাওয়া যায়।
মোবাইলটির পিছনের ক্যামেরায় ডুয়াল ক্যামেরা সিস্টেমে রয়েছে ১৩ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং ২ মেগাপিক্সেল ডেপথ সেন্সর। ফ্রন্টে, ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে। উভয় ক্যামেরা 1080p ভিডিও রেকর্ডিং সাপোর্ট করে। মোবাইলটির এর অন্যান্য বৈশিষ্ট্যের মধ্যে আছে লাউডস্পিকার, ৩.৫ মিমি জ্যাক,USB Type-C এবং সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট। বর্তমানে মোবাইলটির অফিশিয়াল দাম বাংলাদেশে ২৭ হাজার টাকা।
Realme C67
Realme C67 একটি নতুন স্মার্টফোন যা ২০২৩ সালের ১৯ ডিসেম্বর। এর মাত্রা ১৬৪.৬ x ৭৫.৪ x ৭.৬ মিমি এবং ওজন ১৮৫ গ্রাম। এই ফোনটি ডুয়াল ন্যানো-সিম সাপোর্ট করে এবং IP54 ধূলা ও পানির ছিটা প্রতিরোধী। ডিসপ্লে হিসেবে এতে ৬.৭২ ইঞ্চির IPS LCD প্যানেল ব্যবহৃত হয়েছে, যা ৯০ হার্টজ রিফ্রেশ রেট এবং ১০৮০ x ২৪০০ পিক্সেল রেজোলিউশন সাপোর্ট করে। ফোনটির স্ক্রিন-টু-বডি রেশিও প্রায় ৮৭.৮%।
Realme C67 অ্যান্ড্রয়েড ১৪ এবং Realme UI এর সাথে আসে। এতে Qualcomm SM6225 Snapdragon 685 (৬ ন্যানোমিটার) চিপসেট ব্যবহৃত হয়েছে, যার অক্টা-কোর CPU এবং Adreno 610 GPU রয়েছে। মেমোরি হিসেবে ফোনটিতে ১২৮ জিবি স্টোরেজ এবং ৬ জিবি অথবা ৮ জিবি RAM রয়েছে, এবং একটি মাইক্রোএসডিএক্সসি কার্ড স্লটও রয়েছে।
মোবাইলটির প্রধান ক্যামেরা হিসেবে ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং ২ মেগাপিক্সেল ডেপথ সেন্সর রয়েছে। এছাড়া, 1080p ভিডিও রেকর্ডিং সাপোর্ট করে। সেলফি ক্যামেরা ৮ মেগাপিক্সেল ও সামনের ক্যামেরাও 1080p ফরমেটের ভিডিও ধারণ করতে পারে।
ফোনটিতে স্টেরিও স্পিকার, ৩.৫ মিমি জ্যাক, Wi-Fi ৮০২.১১ a/b/g/n/ac, ব্লুটুথ ৫.০, GPS, GALILEO, GLONASS, QZSS, BDS এবং NFC সাপোর্ট রয়েছে। এছাড়া, USB টাইপ-সি ২.০ পোর্টও রয়েছে।
ব্যাটারি ৫০০০ মিলিএম্পিয়ার এর একটি বড় ব্যাটারী রয়েছে এই মোবাইলটিতে ও এই মোবাইলটিতে ফার্স্ট চার্জিং সুবিধা রয়েছে। আপনি ৩৩ ওয়াট এর চার্জার দিয়ে ফোনটি চার্জ করতে পারবেন। বর্তমানে এই স্মার্টফোনটি বাংলাদেশ অফিসিয়ালি ২৩ হাজার টাকা থেকে এক টাকা কমে অর্থাৎ ২২ হাজার ৯৯৯ টাকা বিক্রি হচ্ছে।
রিয়েলমি ফোন সেরা কেন?
বেশ কিছু কারণে রিয়েলমি ফোন ব্যবহারকারীদের কাছে প্রিয় একটি মোবাইলের স্থান লাভ করেছে। এ সকল কারণের মধ্যে রয়েছে:
- সাশ্রয়ী মূল্যের একটি বাজেট সমৃদ্ধ স্মার্ট ফোন।
- কম টাকা থেকে বেশি টাকায় সকল ধরনের বাজেটেই রিয়েলমি এর স্মার্টফোন ক্রয় করা যায়।
- বাজেট অনুযায়ী সকল ধরনের ফিচার উপলব্ধ থাকে।
- আকর্ষণীয় ক্যামেরা থাকে।
- কম দামের বেটার পারফরম্যান্স পাওয়া যায়।
শেষ কথা
আশা করি আমরা আপনাকে রিয়েলফি ফোনের দাম ২০২৪ সালে কত এই সম্পর্কে জানাতে পেয়েছি। এই পোস্টটি শেষ পর্যন্ত পড়ার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ।
আরো জানতে পারেন: প্রকাশ্যে Vivo Y28s 5G এর স্পেসিফিকেশন
(সব খবর প্রতি মুহূর্তে পেতে ফলো করুন আমাদের Google News পেজ)