Smart Brands
Trending

রাউটারের দাম ২০২৩।। আজকে রাউটারের দাম কত

Router price in Bangladesh 2024

রাউটারের দাম ২০২৪ সম্পর্কে জানতে চাচ্ছেন? বর্তমান সময়কে ইন্টারনেট যুগ বলা হয়। বর্তমানে সবকিছু হয়ে উঠেছে এই নেটওয়ার্ক নির্ভর। রাউটারের দাম সম্পর্কে জানার আগে আপনাকে সর্বপ্রথম জানতে হবে রাউটার কি? রাউটার মূলত এক ধরনের ইলেকট্রনিক্স যন্ত্র যাকে হার্ডওয়ার সফটওয়্যার এর সমন্বয়ে তৈরি করা হয়েছে। রাউটার মূলত নেটওয়ার্ক সুবিধা প্রদান এর ক্ষেত্রে ব্যবহার করা হয়। রাউটার মূলত কোন দূরত্ব এলাকার মধ্যে ব্যবহার করা হয় নির্দিষ্ট নেটওয়ার্ক সুবিধা ব্যবস্থা প্রদান করার জন্য। তবে রাউটারের দাম নির্ভর করে রাউটারের উপর নির্ভর করে। ২০২৪ সালে এসে আমরা কিছু রাউটারের দাম নিচে উপস্থাপন করেছি যা আপনার পছন্দ হতে পারে। 

রাউটারের দাম ২০২৪

রাউটারের দাম মূলত রাউটারের ধারণক্ষমতা ও রাউটারের ব্র্যান্ডের উপর নির্ভর করে। আমরা চেষ্টা করেছি বাজারের সেরা রাউটার এর দাম উপস্থাপন করতে। নিচে ৩টি ব্র্যান্ডের সেরা রাউটারের দাম উল্লেখ করা হয়েছে।

রাউটারের দাম ২০২৩

Xiaomi রাউটারের দাম ২০২৪

  1. বর্তমান সময় গ্রাহকদের পছন্দের তালিকায় যে রাউটারটি রয়েছে সে রাউটারটির নাম হল Xiaomi। নিচে কিছু Xiaomi  রাউটারের দাম উল্লেখ করা হলো। 
রাউটারের মডেল এর নাম রাউটারের বর্তমান দাম 
Xiaomi MI 4C R4CM ১১৪০ টাকা মাএ
Xiaomi Mi 4A ১৯৫০ টাকা মাএ
Xiaomi Mi 4A ২৯৫০ টাকা মাএ

TP-Link রাউটারের দাম ২০২৪

TP-Link বলতে গেলেন বর্তমানে গ্রাহকদের কাছে প্রিয় রাউটার। আপনি এই এটি লক করে দেখতে পাবেন যে প্রায় ঘরে টিপি লিংকের রাউটার রয়েছে যারা মূলত  তো ওয়াইফাই ব্যবহার করে। নিচে TP-Link এর রাউটারের দাম উল্লেখ করা হলো:

TP-Link রাউটারের মডেল নম্বর  TP-Link রাউটারের দাম 
TP-Link Deco M4  ১৫, ৩০০ টাকা মাএ 
TP-Link Archer Deco M5 ১২,৭০৫ টাকা মাএ 
TP-Link Deco M5 AC1300 ৬৫০০ টাকা মাএ
TP-Link Archer C64 AC1200 ৩৩৫০ টাকা মাএ 
TP-Link Archer C80 AC1900 ৪৭০০ টাকা মাএ
TP-Link Deco E4 ৯৯০০ টাকা মাএ 
TP-Link Deco E4  ৩৬৫০ টাকা মাএ
TP-Link Deco M4  ৫৩০০ টাকা মাএ 
TP-Link Deco M4  ১০,৩৪০ টাকা মাএ 
TP-Link Deco E4  ৬৯০০ টাকা মাএ 
TP-Link Archer AX23 AX1800 ৬৫০০ টাকা মাএ 
TP-Link Deco M5 AC1300 ১৮,৫০০ টাকা মাএ 
TP-Link TL-WR820N ১১৪৭ টাকা মাএ 
TP-Link TL-WR850N ১৬৫০ টাকা মাএ 
TP-Link TL-WR840N ১৪২০ টাকা মাএ 
Tp-link TL-WR845N  ১৭৫০ টাকা মাএ 
TP-Link TD-W8961ND 300 ১৯৯৯ টাকা মাএ 
TP-Link Archer C24  ২০৬০ টাকা মাএ 
TP-Link TL-WR940N ২১৪৫ টাকা মাএ 

 ASUS রাউটারের দাম ২০২৪

কম্পিউটারের বিভিন্ন হার্ডওয়্যার সফটওয়্যারের পাশাপাশি ও বিভিন্ন ইলেকট্রনিক্স পণ্য ছাড়াও বর্তমানে asus রাউটার বিক্রি করছে। asus কোম্পানির রাউটারের দাম একটু বেশি হলেও তা মানে যথেষ্ট ভালো। নিচে পিছন অ্যাসোসের রাউটার দাম কত বাংলাদেশ উপস্থাপন করা হলো:

asus রাউটারের মডেল এর নম্বার  বর্তমান asus  রাউটারের দাম 
ASUS RT-N12+  ২২০০ টাকা মাএ 
ASUS RT-AC53 AC750 ৪০৫০ টাকা মাএ 
Asus RT-AC750L ৪২৯০ টাকা মাএ 
Asus RT-AC1200 ৬২০০ টাকা মাএ 
Asus RT-AC59U V2 AC1500 ৮৫৫০ টাকা মাএ 
Asus RT-AX53U AX1800 ৯৫৭০ টাকা মাএ 

মন্তব্য

আশা করি আমরা আপনাকে রাউটার দাম ২০২৪ সম্পর্কে যানাতে পেয়েছি।  আমাদের ওয়েবসাইটে বিভিন্ন ইলেকট্রনিক্স পণ্য সমূহ সম্পর্কে আলোচনা করা হয়। এ সকল ইলেকট্রনিক্স পণ্য দেখতে দেখতে আপনি আমাদের ওয়েবসাইট ঘুরে দেখতে পারেন। 

আরো পড়তে পারেন:

( আপনি সব খবর প্রতি মুহূর্তে পেতে ফলো করুন আমাদের Google News পেজ)

4.9/5 - (68 votes)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *