Vivo Y28s 5G মোবাইলটি সম্পর্কে আমাদের অনেকেরই যানার ইচ্ছা রয়েছে। আর বর্তমানে Vivo Y28s 5G এর স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে। প্রত্যাশা করা যাচ্ছে যে মোবাইলটির দাম মিড রেঞ্জের মধ্যে থাকবে। তাহলে দেরি না করে আসুন জেনেনি vivo Y28s এর স্পেসিফিকেশন।
vivo Y28s এর স্পেসিফিকেশন
ভিভো Y28s এর স্পেসিফিকেশন হলঃ
- মোবাইলটি অপারেটিং সিস্টেম Android 14 ও UI Funtouch 14 এ পরিচালিত।চিপসেট হিসেবে থাকবে Mediatek Dimensity 6300 (6 nm)। সিপিইউ থাকছে অর্থাৎ প্রসেসর থাকছে Octa-core (2×2.4 GHz Cortex-A76 & 6x Cortex-A55) ও GPU 57 MC2।
- মোবাইলটিতে বেশ বড় ইন্টারফেস রয়েছে। কার্ড স্লট: microSDXC (শেয়ারড SIM স্লট ব্যবহার করে) ব্যবহার করার সুবিধা আছে। ইন্টারনাল মেমোরি হিসেবে থাকঢ়ে 256GB 8GB RAM, যা eMMC 5.1 প্রযুক্তিতে তৈরি।
- মেইন ক্যামেরায় থাকছে ডুয়াল ক্যামেরা সেটাপ যা 50 MP, f/1.8 (ওয়াইড), PDAF ও 2 MP, f/2.4 (ডেপথ)। মোবাইলটির ফিচারসমূহ এর মধ্যে রয়েছে LED ফ্ল্যাশ, প্যানোরামা। তবে ভিডিও 1080p@30fps ফরমেটে ধারণ করা যাবে। অন্যাদিকে সেলফি ক্যামেরায় থাকছে সিঙ্গেল 8 MP, f/2.0 (ওয়াইড) ক্যামেরা যা ভিডিও 1080p@30fps ফরমেটে ধারণ করতে পারে। মোবাইলটির বডির ডাইমেনশন 163.6 x 75.6 x 8.4 মিমি ও ওজন মাএ 185 গ্রাম, বেশ হালকা একটি স্মার্টফোন। গ্লাস ফ্রন্ট, প্লাস্টিক ফ্রেম, প্লাস্টিক ব্যাক এর দ্বারা তৈরি স্মার্টফোন। হাইব্রিড ডুয়াল SIM (ন্যানো-SIM, ডুয়াল স্ট্যান্ডবাই) রয়েছে ও মোবাইলটি IP64, পানি এবং ধূলা প্রতিরোধী।
- মোবাইলটি ডিসপ্লের টাইপ হচ্ছে IPS LCD যা 90Hz রিফ্রেশ রেট, 840 nits (HBM) উজ্জ্বলতা। মোবাইলটির সাইজ 6.56 ইঞ্চি, 103.4 সেন্টিমিটারস্কোয়ার (~83.6% স্ক্রিন-টু-বডি অনুপাত ও মোবাইলটি রেজুলেশন হচ্ছে 720 x 1612 পিক্সেল, 20:9 অনুপাত (~269 ppi ডেনসিটি)।
- মোবাইলটির সাউন্ড কোয়ালিটি বেশ ভালো মোবাইলটিতে রয়েছে লাউডস্পিকার ও ৩.৫ মিলিমিটার জ্যাক।
- কানেক্টিভিটির দিক থেকে এ মোবাইলটিতে সকল ধরনের ফিচার উপলদ্ধ রয়েছে এমনিকে মোবাইলটিতে NFC সুবিধা রয়েছে।
- ব্যাটারির দিক থেকে মোবাইলটিতে ৫০০০ মিলি এম্পিয়ারের একটি বড় ব্যাটারি পাবেন। তবে মোবাইলটি চার্জ করার জন্য আপনি ১৫ W এর ফাস্ট চার্জিং সুবিধা পাবেন।
- মোবাইলটি আনলক করার ক্ষেত্রে আপনি পাবেন সাইজ মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
আরো জানতে পারেন: vivo iQOO Z9 Lite পারফরম্যান্স সম্পর্কে যে তথ্য উঠে এলো
(সব খবর প্রতি মুহূর্তে পেতে ফলো করুন আমাদের Google News পেজ)