ইন্টারনেট ছাড়াই চলবে হোয়াটসঅ্যাপ অ্যাপ
আমাদের সব সময় ইন্টারনেট থাকে না এজন্য প্রয়োজনের সময় আমরা ছবি ও গুরুত্বপূর্ণ ফাইল পাঠাতে পারিনা হোয়াটসঅ্যাপ ব্যবহার করে। সম্প্রতি একটি নিউজ প্রকাশিত হয়েছে যে এই সমস্যার সমাধান হিসেবে খুব দ্রুতই মেটা একটি বিশেষ ফিচার লঞ্চ করতে চলেছে। ইন্টারনেট ছাড়াই ব্যবহার করা যাবে হোয়াটসঅ্যাপে ছবি ও গুরুত্বপূর্ণ ফাইল আদান প্রদান।
এই ফিচারটি কবে থেকে চালু হবে এ সম্পর্কে মেটা কোন তথ্য প্রকাশ করেনি। তারা জানিয়েছে যে এই ফিচারটি বর্তমানে অ্যান্ড্রয়েড ও আইওএস ফোনে পরীক্ষারত অবস্থায় রয়েছে। তবে খুব দ্রুত ও ক্রমান্বয়ে সারা পৃথিবীতে এই ফিচারটি করা হবে।
তবে এই ফিচারটি কোন গ্রাহক যদি পেতে চান তাহলে অবশ্যই তার হোয়াটসঅ্যাপ অ্যাপটি আপডেটেট হতে হবে। অফলাইনে ফাইল ও ছবি ট্রান্সফার করার জন্য ইন্টারনেট প্রয়োজন না হলেও প্রয়োজন হবে ব্লুটুথ সংযোগ। ব্লুটুথ সংযোগের মাধ্যমে স্ক্যান করে ছবি ও গুরুত্বপূর্ণ ফাইল আধান প্রদান করা সম্ভব হবে। তবে হোয়াটসঅ্যাপের শর্ত থাকবে যে, হোয়াটসঅ্যাপে অবশ্যই পারমিশন হিসেবে ফোনের ফাইল গ্যালারি ও ডকুমেন্ট এর অনুমতি প্রদান করতে হবে না হলে এই ফিচারটি আপনার ফোনে কাজ করবে না।
এই ফিচারটি যদি খুব দ্রুত লঞ্চ হয় তাহলে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের বেশ উপকার হবে। কারণ বর্তমান সময়ে ফাইল ও গুরুত্বপূর্ণ ছবি ইন্টারনেট না থাকলে অন্য ফোনে ট্রান্সফার করতে বেশ সমস্যার সম্মুখীন হতে হয়।
আমাদের এই ওয়েবসাইটে প্রতিনিয়ত মোবাইল সম্পর্কিত সকল তথ্য প্রকাশ করা হয়। প্রতিদিন লেটেস্ট আপডেট পেতে আমাদের ওয়েবসাইটের সাথেই থাকুন।
আরো জানতে পারেন: কম দামে 4G স্মার্টফোন এনেছে গ্রামীণফোন ও সিম্ফনি
(সব খবর প্রতি মুহূর্তে পেতে ফলো করুন আমাদের Google News পেজ)