Smart BrandsSmartphones
Trending

মোবাইল বাজার কাপাতে এসেছেন নতুন স্মার্টফোন ZTE Nubia Neo 5G

ZTE Nubia Neo 5G price in Bangladesh

ZTE Nubia Neo 5G যাকে বলা হয় আগামীর সময়ে সেরা ফোন। ২০২৩ সালের  জুলাই মাসে এটি অফিসিয়ালি বাংলাদেশের বাজারে আসে। আমরা কিছুদিন মোবাইলটি ব্যবহার করার পরে আজকে এই ফোনটির ZTE Nubia Neo 5G সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি যে এই ফোনটি আপনার জন্য কেমন হবে ও মোবাইল থেকে কি দুর্বলতা রয়েছে। নিচে ZTE Nubia Neo 5G সম্পর্কে বিস্তারিত আলোচনা উপস্থাপন করা হলো:

ZTE Nubia Neo 5G এর দাম বাংলাদেশে

ZTE Nubia Neo 5G বর্তমানে বাংলাদেশে পাওয়া যাচ্ছে ২৮ হাজার ৫০০ টাকা মাএ।  

Design

ZTE Nubia Neo 5G এর দাম বাংলাদেশে
ZTE Nubia Neo 5G

অসাধারণ ডিজাইনের ডুয়েল ক্যামেরা সেটআপ যেকোনো মোবাইল প্রেমী মানুষের নজর করবে। ফোনটি মোবাইল বাজারে কালো, হলুূদ রং এ আপনি পাবেন। আমাদের কাছে অবশ্য কালো রং বেশি পছন্দ হয়েছে।

Network

ZTE Nubia Neo 5G একটি 5G ডিভাইস। প্রয়োজনে আপনি 4G,3G,2G সেটাপ করে ব্যবহার করতে পারবেন। আপনি ZTE Nubia Neo 5G মোবাইলটিতে দুইটি ন্যানো সিম ব্যবহার করতে পারবেন।  WLAN হিসেবে আপনি Wi-Fi hotspot,Wi-Fi direct,Wi-Fi direct পাবেন। এই মোবাইলে ব্যবহার করা হয়েছে Bluetooth v5.0। মোবাইলটিততে আপনি GPS পাবেন। মোবাইলটিতে রেডিও আছে কিনা সে সম্পর্কে জানা যায় নি। আপনাকে বলা হয়নি যে মোবাইলটিতে USB type -C ও NFC রয়েছে। এছাড়া মোবাইলটিতে USB v 2.0 ও OTG সুবিধা রয়েছে।

Body  

 আপনি যতটা ওজন ভাবছেন মোবাইলটির ততটা ওজন নয় মোবাইলটির ১৯২ গ্রাম। যা  Dimensions রয়েছে মোবাইলটিত 163.7 x 75 x 8 mm। 

Display 

ZTE Nubia Neo 5G মোবাইলটির Display সাইজ ৬.৬ ইঞ্চি। IPS LCD Touchscreen ব্যবহার করা হয়েছে মোবাইলটিতে সেহেতু আপনি বুজতে পারছেন যে এই ডিসপ্লেতে ভিডিও দেখা আরো কালার ফুল হবে মোটামুটি ভালো। 120Hz refresh rate রয়েছে মোবাইলটিতে। হ্যাঁ আপনি ভুল শুনেননি  যে ২৮ হাজার টাকার ৫০০ টাকার মোবাইলে 120Hz refresh rate রয়েছে। Resolution হিসেবে মোবাইলটিতে রয়েছে 1080 x 2408 pixels (400 ppi)

Performance

মোবাইলটির  Operating System হিসেবে রয়েছে  Android 13 । ZTE Nubia Neo 5G মোবাইলটিতে Chipset হিসেবে মোবাইলটিতে রয়েছে  Unisoc T820 (6 nm)। chipset 6nm হওয়াতে চার্জ কম খরচ হবে। মোবাইলটির Ram মূলত 8 GB। Processor হিসেবে রয়েছে Octa core, up to 2.7GHz ও GPU  হিসেবে রয়েছে Mali-G57। 

Camera

মোবাইলটির পিছনের  ডুয়েল ক্যামেরা সেটআপ  50+2 মেগাপিক্সেল। পিছনের ক্যামেরায় Features Featuresহিসেবে রয়েছে LED Flash, Panorama, HDR ও অনান্য সুবিধা রয়েছে।  পিছনের ক্যামেরা দিয়ে আপনি Full HD (1080p) ভিডিও ধারণ করতে পারবেন। মোবাইলটির সামনের ক্যামেরায় 8 Megapixel একটি ক্যামেরা রয়েছে। Features হিসেবে রয়েছে সামনের ক্যামেরায়LED Flash, Panorama, HDR ও  অনান্য। আপন সামনের ক্যামেরা দিয়েও Full HD (1080p) ভিডিও ধারণ করতে পারবেন। বাজেট বিবেচনায় মোবাইলটির ক্যামেরা ঠিকই আছে আমরা মনে করি। যারা ফটোগ্রাফি করত ভালোবাসেন তাদের জন্য ফোনটি ভালো হতে পারে।

Battery

ফোনটিতে রয়েছে 4500mph এর একটি ব্যাটারি। আমরা এই বাজেটে নূন্যতম 5000,mAh ব্যাটারি আশা করেছিলাম। আপনি জেনে খুশি হবেন যে 22.5 W এর চার্জার দেওয়া হয়েছে মোবাইলটিতে। এতে চার্জ হতে বেশি সময়ের প্রয়োজন হবে না। আর এই মোবাইলটি আমাদের কাছে ১ বার চার্জ করে প্রায় ১ দিন ব্যবহার করেছি।

Storage

মোবাইলটিতে ROM হিসেবে  256 GB পাওয়া যাচ্ছে। আপনি প্রয়োজন হিসেবে একটি মেমরি কার্ড ব্যবহার করতে পারবেন না  এই মোবাইলটিতে।

Loudspeaker & Security

মোবাইলটির সাউন্ড কোয়ালিটিও বেশ ভালো। 3.5mm Jack রয়েছে মোবাইলে।  মোবাইলটিতে রয়েছে Side-mounted Fingerprint।Fingerprint খুব ফাস্ট কাজ করে । তবে ইজারদের সুবিধার্থে face unlock সুবিধাও প্রদান করা হয়েছে। এছাড়া প্রয়োজনীয় সকল ধরনের প্রয়োজনীয় সেন্সর রয়েছে এই মোবাইলে।

মোবাইলটি যারা কিনবেন

মোবাইলটি মূলত তারাই  কিনবেন যারা লং টাইম (বেশি দিন ধরে)  ধরে মোবাইল ব্যবহার করতে চান ও যারা এই মোবাইলের মাধ্যমে কাজ করতে চান টুকিটাকি। তবে হাল্কা পাতলা গেমিং করতে পারবেন যা সাধারণ গেম। হাই গ্রাফিক্সের গেমিং যারা করেন তাদের জন্য এই ফোনটি আমরা না বলবো। তবে যারা ফটোগ্রাফি করতে চান তারা এই ফোনটি ক্রয় করতে পারেন।

আপনি আরো পড়তে পারেন:

শেষ কথা

আশা করি আপনি ZTE Nubia Neo 5G মোবাইল সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। পোস্টটি শেষ পর্যন্ত পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ!

(সব খবর প্রতি মুহূর্তে পেতে ফলো করুন আমাদের Google News পেজ)

5/5 - (4 votes)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *