বর্তমান বাজারে যে স্মার্টফোনটি ব্যাপকভাবে জনপ্রিয়তা লাভ করেছে,সেটি আর অন্য কোন স্মার্টফোন নয় বরং Xiaomi Poco X6 Pro। মোবাইলটি তার ফিচার এর জন্য বর্তমান সময়ে ব্যাপকভাবে জনপ্রিয়তা অর্জন করেছে যা অত্যন্ত প্রশংসনীয়।
6.67”1220x2712p আকারের ডিসপ্লে ব্যবহার করা হয়েছে মোবাইলটিতে যা AMOLED ডিসপ্লে। 256GB/512GB ইন্টারনাল স্টোরেজ ও 8GB/12GB র্যাম মোবাইলটির পারফমেন্স এর দক্ষতা প্রমাণ করে। মোবাইলের পেছনের ক্যামেরায় তিনটি ক্যামেরা পাওয়া যাবে যা যথাক্রমে 64+8+2MP ও সেলফি ক্যামেরায় সিঙ্গেল ক্যামেরা পাওয়া যাবে ফোনটিতে 16MP। তবে Li-Po 5000mAh এর বড় ব্যাটারি থাকছে ফোনটিতে। তাহলে দেরি কেন আসুন আমরা ফোনটির দাম সম্পর্কে এখনই জেনেনি।
Xiaomi Poco X6 Pro এর দাম কত
বাংলাদেশের স্মার্টফোনের বাজারে মোবাইলটি এখনো অফিশিয়ালি পাওয়া যাচ্ছে না তবে মোবাইলটির আন অফিসিয়াল দাম ইতি মধ্যেই প্রকাশ পেয়েছে। দাম নিম্নরূপ:
- ৮ জিবি / ২৫৬ জিবি ভ্যারিয়ান্টের দাম মাএ ৩০,৯৯৯ টাকা।
- ১২ জিবি / ৫১২ জিবি ভ্যারিয়ান্টের দাম মাএ ৩৮,০০০ টাকা।
Xiaomi Poco X6 Pro এর স্পেসিফিকেশন
- ৬.৬৭ ইঞ্চির FHD+ AMOLED ডিসপ্লে, ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ১২০০ নিট ব্রাইটনেস।
- MediaTek Dimensity 8300 Ultra চিপসেট এবং ৮ জিবি LPDDR5X RAM দ্বারা চালিত, যা হাই-এন্ড পারফরম্যান্স নিশ্চিত করে।
- ক্যামেরার জন্য রয়েছে ৬৪ এমপি প্রাইমারি সেন্সর, ৮ এমপি আল্ট্রা-ওয়াইড, এবং ২ এমপি ম্যাক্রো ক্যামেরা।
- সেলফির জন্য রয়েছে ১৬ এমপি ফ্রন্ট ক্যামেরা। ডিভাইসটি ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
- অন্যান্য ফিচারের মধ্যে রয়েছে Android 14 ভিত্তিক HyperOS, অন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, IP54 স্প্ল্যাশ প্রুফ, এবং Dolby Atmos সাউন্ড সাপোর্ট।
- মোবাইলটি Spectre Black, Racing Grey, এবং POCO Yellow রঙে পাওয়া যাচ্ছে।
সুবিধা
- ডাইমেনসিটি 8300-আল্ট্রা চিপসেট।
- 12GB RAM এবং 512GB স্ট্রেজ।
- 64MP সহ ট্রিপল প্রাইমারি ক্যামেরা।
- 6.67-ইঞ্চি, 120Hz AMOLED ডিসপ্লে।
- ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, এআই ফেস আনলক।
অসুবিধা
- এফএম সমর্থিত নয়।
- IP54, ধুলো এবং স্প্ল্যাশ প্রতিরোধী।
- 3.5 মিমি ইয়ারফোন জ্যাক নেই।
আরো জানতে পারেন: দেরি নয় ২২ জানুয়ারিতে হবে Samsung Galaxy s25 লাইভ উন্মোচন
(সব খবর প্রতি মুহূর্তে পেতে ফলো করুন আমাদের Google News পেজ)