Smartphones
Xiaomi 15 আনঅফিশিয়ালি পাওয়া যাবে বাংলাদেশে
Xiaomi 15 আনঅফিশিয়ালি পাওয়া যাবে বাংলাদেশে, Xiaomi 14 এর পর বাজারে এবার এসেছে Xiaomi 15। যদিও মোবাইলটি অফিশিয়ালি বাংলাদেশে পাওয়া যাবে না। তবে মোবাইলটির আনঅফিশিয়াল ভ্যারিয়ান্ট বাংলাদেশেপ পাওয়া যাবে। মোবাইলটিতে ব্যবহার করা হয়েছে Snapdragon 8 ELite চিপসেট যা বর্তমান সময়ের শক্তিশালী চিপসেট। তবে মোবাইলটিতে ৫৪০০ মিলি অ্যাম্পিয়ারের বড় ব্যাটারী রয়েছে। মোবাইলটি চার্জ করার জন্য ৯০ ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা ও ৫০ ওয়াটের ওয়ারলেস ফাস্ট চার্জিং সুবিধা রয়েছে।
বাংলাদেশের বাজারে মোবাইলটির একটি সংস্করণ পাওয়া যাচ্ছে। Xiaomi 15 মোবাইলটির দাম হল ১২ জিবি + ২৫৬ জিবি।
সুবিধা
- Snapdragon 8 Elite চিপসেট, 12/16GB RAM
- 50MP ট্রিপল রিয়ার ক্যামেরা, 32MP সেলফি
- 90W চার্জিং সহ 5400mAh ব্যাটারি
- LTPO OLED ডিসপ্লে, 120Hz রিফ্রেশ
অসুবিধা
- এফএম রেডিও নেই
- 3.5 মিমি অডিও জ্যাক নেই
Xiaomi 15 এর স্পেসিফিকেশন
- এই মোবাইলটি 5G স্মার্টফোন।
- মোবাইলটির প্রকৃত ওজন এখন পর্যন্ত জানা যায়নি তবে মোবাইলটির ওজন হতে পারে ১৮৯ গ্রাম/১৯১ গ্রাম/১৯২ গ্রাম।
- মোবাইলটি ১.৫ মিটার পানিতে ৩০ মিনিট ভালো থাকবে।
- মোবাইলটিতে ডিসপ্লে টাইপ হিসেবে ব্যবহার করা হয়েছে LTPO lED ও ডিসপ্লের রিফ্রেশ রেটের সক্ষমতা 120Hz। তবে মোবাইলটি 32000 nits উজ্জ্বলতা (ব্রাইটনেস) দিতে সক্ষম।
- ডিসপ্লের আকারের দিক থেকে মোবাইলটটি ৬.৩৬ ইঞ্চি। তবে ডিসপ্লের রেজুলেশন হিসেবে থাকছে 12000×2670 পিক্সেল।
- Qualcomm SM8750-AB Snapdragon 8 ELite (3nm) চিপসেট ব্যবহার করা হয়েছে মোবাইলটিতে।
- তবে মোবাইলটিতে অতিরিক্ত মেমোরিকার্ড ব্যবহার করার কোন ফিচার উপলব্ধ নেই। তবে মোবাইলটিতে যে পরিমান ইন্টারন্যাল স্টোরেজ রয়েছে, সেহেতু অতিরিক্ত মেমোরি কার্ড ব্যবহার করার কোন প্রয়োজন হয় না।
- বর্তমানে মোবাইলটি ৪টি সংস্করণে পাওয়া যাচ্ছে। এসকল সংস্করণ হলো; ২৫৬ জিবি+১২ জিবি,৫১২জিবি+১২জিবি,৫১২ জিবি+১৬ জিবি,১টেরাবাইট+১৬ জিবি।
- মোবাইলের পিছনের ক্যামেরা রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যা যথাক্রমে ৫০ মেগাপিক্সেল+৫০ মেগাপিক্সেল+৫০ মেগাপিক্সেল। তবে সেলফি ক্যামেরায় ৩২ মেগাপিক্সেল ক্যামেরা পাওয়া যাবে।
- ব্যাটারির দিক থেকে মোবাইলটিতে ৫৪০০ মিলি এম্পিয়ারের বড় ব্যাটারি ফোনটিতে পাওয়া যাবে। তবে মোবাইল দিয়ে চার্জ করার জন্য একাধিক সুবিধা রয়েছে; এ সকল সুবিধার মধ্যে রয়েছে : ৯০ ওয়াটের ফার্স্ট চার্জিং সুবিধা, ৫০ ওয়াটের ওয়ারলেস চার্জিং সুবিধা, ১০ ওয়াটের রিভার্স চার্জিং সুবিধা।
- বর্তমানে মোবাইলটি ৫টি রঙে বাজারে পাওয়া যাচ্ছে। এই পাঁচটি রং হলো: কালো, সাদা, সিলভার, সবুজ, লিলাক
আরো জানতে পারেন: Realme V60 Pro এখন মাত্র ৩০ হাজারে
(সব খবর প্রতি মুহূর্তে পেতে ফলো করুন আমাদের Google News পেজ)