Walton XANON X90 ৬৪ মেগাপিক্সেল ক্যামেরায় বাজারে সম্প্রতি লঞ্চ করেছে। আর মোবাইলটি বিশেষ করে গ্রাহকের পছন্দের তালিকায় রয়েছে মোবাইলটির ক্যামেরার কারণে। মোবাইলটি সম্পর্কে গত এপ্রিল মাসে অফিসিয়ালি তথ্য প্রকাশিত হলেও বর্তমান সময় এসে মোবাইলটির দাম কত হবে এ সম্পর্কে কোন তথ্য জানা যায়নি। মোবাইলটি ডুয়েল ক্যামেরা সেটআপে একটি অসাধারণ স্মার্টফোন। তাহলে আসুন এই মোবাইল দিয়ে ক্যামেরায় সম্পর্কে বিস্তারিত তথ্য আমরা জেনেনি।
Walton XANON X90 মোবাইলটি পেছনের ক্যামেরা ডুয়েল ক্যামেরা সেটআপের একটি অসাধারণ স্মার্টফোন। মোবাইলটির পেছনে ক্যামেরায় রয়েছে ৬৪ মেগাপিক্সেল + ২ মেগাপিক্সেলের ক্যামেরা। মোবাইলের পিছনের ক্যামেরায় রয়েছে অটো ফোকাস যা ছবির মানকে আরো ভালো করে তোলে। 8150 x 6150 পিক্সেল রেজুলেশন রয়েছে এই পিছনের ক্যামেরায় তোলা ছবিতে। এছাড়া 1920×1080 ফরমেটের ভিডিও ধারণ করতে পারবেন আপনি এই মোবাইলটি ব্যবহার করে। মোবাইলটির জুম হিসেবে থাকছে ডিজিটাল জুম। LED Flash সহ বিভিন্ন ধরনের ফিচার আপনি এই ফোনটিতে পাবেন।
অন্যদিকে মোবাইলটির সেলফি ক্যামেরা হিসেবে থাকতে 32 মেগাপিক্সেলের একটি ক্যামেরা যা সেলফি ক্যামেরায় বেশ ভালো ছবি ফুটিয়ে তুলে। আপনি মোবাইলটির সামনের ও পিছনের ক্যামেরা উভয় ক্যামেরায দিয়ে Video 1080p@30fps ফরমেটের ভিডিও ধারণ করতে পারবেন খুব অনায়াসে।
যদি মোবাইলের ছবির মানে কথা বলা হয় তাহলে মোবাইলটি দিয়ে বেশ ভালো মানের ছবি ক্যাপচার করা যায়।
আপনি আরো জানতে পারেন: Walton XANON X90 এর রিভিউ প্রকাশ
(সব খবর প্রতি মুহূর্তে পেতে ফলো করুন আমাদের Google News পেজ)