ওয়ালটন বাংলাদেশের একটি মোবাইল প্রস্তুতকারী কোম্পানী। আর সম্প্রতি ব্যবহারকারীদের কথা চিন্তা করে তারা মোবাইল বাজারে একটি স্মার্টফোন নিয়ে আসতে চলেছে আর এই স্মার্টফোনটির বিশেষ ফিচার হিসেবে তারা জানিয়েছে যে, মোবাইল দিতে থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট। তবে এই মোবাইলটির দাম কত এ সম্পর্কে walton এখনো অফিশিয়ালি কোন তথ্য প্রকাশ করেননি।
ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট যেহেতু রয়েছে সেহেতু আপনি এই ফোনটিতে AMOLED এর ডিসপ্লে পাবেন। আর মোবাইলের ডিসপ্লের আকার ৬.৮ ইঞ্চি যা আকার একটি বড় ডিসপ্লের স্মার্টফোন। 1080×2460 পিক্সেল রেজুলেশন রয়েছে এই মোবাইলটির ডিসপ্লে তে এছাড়া মোবাইলটির ডিসপ্লে তে রয়েছে 120 হার্জের রিপ্লেস রেট। যা বিশেষ করে গেমিং ও মাল্টিটাস্কিং এর ক্ষেত্রে বেশ গুরুত্বপূর্ণ।
এছাড়া মোবাইলটির ক্যামেরা বেশ ভালো কারণ মোবাইলটির পিছনের ক্যামেরা রয়েছে ত্রিপল ক্যামেরা সেটআপ যা যথাক্রমে ৬৪ মেগাপিক্সেল+২ মেগাপিক্স+২ মেগাপিক্সেল। মোবাইলের সামনের ক্যামেরা সেলফি ক্যামেরা রয়েছে ৩২ মেগাপিক্সেলের একটি ক্যামেরা। মোবাইলের ক্যামেরা বেশ ভালো। মোবাইল থেকে ক্যামেরায় বেশকিছু ফিচার রয়েছে যা ব্যবহারকারীর অভিজ্ঞতাকে আরো উন্নত করে তুলতে সক্ষম।
আরো জানতে পারেন: AMOLED এর ডিসপ্লে থাকছে ইনফিনিক্স কম দামী ফোনে
(সব খবর প্রতি মুহূর্তে পেতে ফলো করুন আমাদের Google News পেজ)