Vivo Y18t শক্তিশালী স্পেসিফিকেশন ও চমৎকার ডিজাইন
অবশেষে বাংলাদেশের বাজারে লঞ্চ হলো Vivo Y18t। Vivo Y18t হলো একটি আকর্ষণীয় স্মার্টফোন যা শক্তিশালী স্পেসিফিকেশন এবং চমৎকার ডিজাইন নিয়ে এসেছে। বাজেট ফ্রেন্ডলি হলেও এ স্মার্টফোনটি ব্যবহারকারীদের অত্যাধুনিক ফিচার সরবরাহ করে।
ফোনটিতে 6.56 ইঞ্চির HD+ ডিসপ্লে রয়েছে, যা 1612 × 720 পিক্সেলের রেজোলিউশন এবং 90Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। 2.5D কার্ভড ওয়াটারড্রপ নচ ডিজাইন ফোনটির সৌন্দর্য বৃদ্ধি করেছে এবং 840nits ব্রাইটনেসের কারণে এটি দিনে ও রাতে ব্যবহার করা সুবিধাজনক।
Vivo Y18t স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড 13 ভিত্তিক ফ্যানটাচ ওএস 14-এ চলে এবং এতে রয়েছে ইউনিসোক T612 প্রসেসর, যা 1.8GHz স্পিডে কাজ করে। 12nm প্রযুক্তিতে তৈরি এই প্রসেসরটি অ্যাপ এবং গেমিংয়ে দুর্দান্ত পারফরম্যান্স প্রদান করতে সক্ষম।
ফোনটিতে 4GB RAM এবং 4GB এক্সটেন্ডেড RAM এর সাথে 128GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে। মেমোরি 1TB পর্যন্ত এক্সপেন্ড করা সম্ভব, যা ব্যবহারকারীদের জন্য পর্যাপ্ত জায়গা সরবরাহ করে।
ফোনটির প্রধান ক্যামেরা 50MP, যা উচ্চমানের ছবি ধারণ করতে সক্ষম। এছাড়াও একটি 0.08MP সেকেন্ডারি সেন্সর রয়েছে। সেলফির জন্য 8MP ফ্রন্ট ক্যামেরা থাকা ফলে, ফোনটি সেলফি তোলার ক্ষেত্রে অসাধারণ পারফরম্যান্স দেয়। এছাড়া HDR এবং এলইডি ফ্ল্যাশের মাধ্যমে কম আলোতেও সুন্দর ছবি তুলতে সক্ষম।
Vivo Y18t স্মার্টফোনটিতে রয়েছে 5000mAh ব্যাটারি, যা 15W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। ফলে ফোনটি দ্রুত চার্জ হয়ে দীর্ঘসময় ব্যবহার করা যায়।
ফোনটি IP54 রেটিংযুক্ত, ফলে এটি পানি ও ধুলো প্রতিরোধে সক্ষম। সিকিউরিটির জন্য সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট এবং ফেস আনলক সুবিধা রয়েছে। এছাড়া OTG এবং FM রেডিও ফিচারও অন্তর্ভুক্ত।
বাংলাদেশের বাজারে Vivo Y18t 4GB + 128GB মডেলটি প্রায় ১৫,০০০ টাকায় পাওয়া যাচ্ছে।
আরো জানতে পারেন: Samsung Galaxy S24 FE ফ্যানদের জন্য পারফরমেন্স ও ডিজাইনের এক অসাধারণ সমন্বয়
(সব খবর প্রতি মুহূর্তে পেতে ফলো করুন আমাদের Google News পেজ)