Vivo V29 দাম কত বাংলাদেশে কত। latest Vivo smartphone in Bangladesh
Vivo V29 price in Bangladesh
প্রতিনিয়ত বাজারে আসছে নতুন নতুন ধরনের স্মার্টফোন আর এই প্রতিযোগিতা পূর্ণ বাজারে নিজেদের অবস্থান সঠিক জায়গায় ধরে রাখতে Vivo সম্প্রতি Vivo V29 মডেলের নতুন নতুন একটি স্মার্টফোন নিয়ে এসেছে বাজারে। আসুন Vivo V29 মোবাইলটি সম্পর্কে বিস্তারিত জানি।
Vivo V29 এর দাম কত বাংলাদেশে
প্রতিটি স্মার্টফোনের অফিশিয়াল ও আনঅফিসিয়াল দাম রয়েছে আমরা এই স্মার্টফোনটির অফিশিয়াল দাম সম্পর্কে সম্প্রতি জেনেছি। বর্তমানে Vivo V29 মোবাইলটির দাম ৫৬,৯৯৯ টাকা।
Network & connectivity
Vivo V29 মোবাইলটি থেকে আমরা কোন রকম নেটওয়ার্ক ইস্যু আমরা পায়নি এ পর্যন্ত। xiaomiVivo V29 একটি 5G ডিভাইস। প্রয়োজনে আপনি4G, 3G,2G সেটাপ করে ব্যবহার করতে পারবেন। আপনি Vivo V29 মোবাইলটিতে দুইটি ন্যানো সিম ব্যবহার করতে পারবেন ও ই-সিম কার্ড। WLAN হিসেবে আপনি dual-band, Wi-Fi direct, Wi-Fi hotspot পাবেন। এই মোবাইলে ব্যবহার করা হয়েছে v5.1, A2DP, LE, aptX HD, aptX Adaptive। মোবাইলটিতপ GPS হিসেবে আপনি পাবেন GLONASS, BDS, GALILEO, QZSS। মোবাইলটিতে রেডিও নেই। আপনাকে বলা হয়নি যে মোবাইলটিতে USB type -C ও NFC রয়েছে। এছাড়া মোবাইলটিতে USB v 2.0 ও OTG সুবিধা রয়েছে।
Body
আপনি যতটা ওজন ভাবছেন মোবাইলটির ততটা ওজন নয় মোবাইলটির ১৮৮ গ্রাম। যা ব্যবহারে আপনার খুব হাল্কা মনে হবে। Vivo V29 এর Style হলো Punch-hole, মোবাইলটি সম্পূর্ণ গ্লাস বডির তৈরি করা। ৫৭ হাজার টাকার মোবাইলে সাধারণত পানিতে ভিজলে ফোন ভালো থাকবে এমন ফিচার দেওয়া থাকে কিন্তু এই ফোনটিতে নেই। এ মোবাইলটিও এর ব্যতিক্রম । তবে Vivo V29 মোবাইলটিতে রয়েছে IP53, dust and splash protection,যা মোবাইল প্রেমীদের সন্তুষ্ট করবে। Dimensions রয়েছে মোবাইলটিত 164.2 x 74.4 x 7.5 millimeters
Display
যদি বাংলাদেশি টাকায় বিবেচনা করা হয় তাহলে প্রায় ৫০ হাজার টাকায় AMOLED ডিসপ্লে পাবেন না এমনটা হতে পারি না। আপনি মোবাইলটিতে রয়েছে AMOLED ডিসপ্লে। Vivo V29 মোবাইলটিতে রয়েছে 120Hz রিফ্রেশ মোবাইলটির ডিসপ্লে সাইজ ৬.৭৮ ইঞ্চি। মোবাইলটির Resolution হলো 1260 x 2800 pixels, (~453 ppi density)।
Performance
আপনি এই মোবাইলটিতে অপারেটিং সিস্টেম হিসেবে পাচ্ছেন লেটেস্ট Android 13, UI Funtouch 13 যা তাদের নিজস্ব Qualcomm Snapdragon 778G 5G। যা একটি শক্তিশালী Chipset। আপনি CPU হিসেবে পাচ্ছেন Octa-core UP to 2.4 GHz CPU। GPU হিসেবেও রয়েছে Adreno 642L।
সুবিধা
- ৬.৭৮ ইঞ্চি ডিসপ্লে
- 5G নেটওয়ার্ক ব্যবহার করা যাবে
- NFC আছে ও ই-সিম ব্যবহার করা যাবে
- Display: 120Hz refresh rate
- উন্নত চিপসেট ও প্রসেসর
- 80W Wired (1-50% in 17 minutes)
অসুবিধা
- 3.5mm Jack নেই
- MicroSD Slot নেই
- Wireless Charging নেই
- Water Resistance নেই
- Infrared নেই
- Radio নেই
Camera
মোবাইলটির পিছনের ক্যামেরায় তথা Back Camera থাকছে এিপল ক্যামেরা সেটআপে তৈরি ৫০+৮+২মেগাপিক্সেল। পিছনের ক্যামেরাটিতে ফিচারিস হিসেবে রয়েছে PDAF, OIS, f/1.9, Ring-LED flash, ultrawide, depth, HDRR ও অনান্য। আপনি মোবাইলটির পিছনের ক্যামেরা দিয়ে 4K@30fps, 1080p@30fps ভিডিও রেকর্ডিং করতে পারবেন।
মোবাইলটির সামনের তথা সেলফি ক্যামরাটি হলো ৫০ মেগাপিক্সেল ক্যামেরা। যা দিয়ে আপনি Full HD (1080p@30fps) ভিডিও রেকর্ড করতে পারবেন।
Memory
আপনি এই Samsung Galaxy A54 মোবাইলটিতে মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন না। মোবাইলটির মোবাইলের RAM ও ROM নিম্নরূপ:
RAM | ROM |
8 GB | 128 GB |
12 GB | 256 GB |
sound,battery and security
মোবাইলটি লাউড স্পিকার ভালো হলেও মোবাইল টি তে থাকছে না 3.5mm jack। মোবাইল সাউন্ড কোয়ালিটি বেশ ভালো।
মোবাইলটিতে Li-po 4600 mAh ব্যাটারি আপনি পাচ্ছেন। মোবাইলটি আপনি 80W এর চার্জার [80W Wired (1-50% in 17 minutes)]আপনি পাবেন। যা আপনি খুব দ্রুত এই মোবাইলটি চার্জ করতে পারবেন।
মোবাইলটিতে Fingerprint হিসেবে রয়েছে under display, optical ফিঙ্গারপ্রিন্ট।
মোবাইলটি কারা কিনবেন?
মোবাইলটি মূলত গেমিং ইউজারদের কাছে একটি সেরা একটি মোবাইল। এই মোবাইলটি ফটোগ্রাফি যারা করেন তাদের কাছে প্রিয়। এক কথায় মোবাইলটিকে সেরা সেরা মোবাইল বলা যায় বাজেট বিবেচনায় সেরা মোবাইল। তবে আমরা আশা করেছিলাম এই হাই বাজেটে সকল ফিচার থাকবে।
আরো পড়তে পারেন:
(সব খবর প্রতি মুহূর্তে পেতে ফলো করুন আমাদের Google News পেজ)