আমরা বরাবরই কম দামের ভিতরে একটি ভালো স্মার্টফোন ক্রয় করতে চাই আবার আমাদের চাহিদা থাকে যে ফোনটির ক্যামেরা হবে অসাধারণ। সম্প্রতি vivo বাজারে নতুন একটি মডেলের স্মার্টফোন নিয়ে এসেছে। আজকের এই পোস্টটিতে আমরা মূলত Vivo T3 Pro 5G মোবাইলটির ক্যামেরায় রিভিউ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব।
Vivo T3 Pro 5G এর পিছনের ক্যামেরায় দুটি লেন্স রয়েছে। প্রধান লেন্সটি ৫০ মেগাপিক্সেল রেজোলিউশনের এবং f/1.8 অ্যাপারচার সহ, যা ভালো আলোকের শর্তে বিশদ ছবি তুলে ধরে। দ্বিতীয় লেন্সটি ৮ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড লেন্স, যার f/2.2 অ্যাপারচার এবং ১২০ ডিগ্রী পরিসর, যা বিস্তৃত দৃশ্যের জন্য আদর্শ। ক্যামেরাতে LED ফ্ল্যাশ, প্যানোরামা মোড এবং HDR ফিচার রয়েছে, যা বিভিন্ন ধরনের আলোকসজ্জায় ছবির গুণমান বাড়িয়ে তোলে। ভিডিও রেকর্ডিংয়ে ৪কে রেজোলিউশনে ৩০/৬০fps এবং ১০৮০পি রেজোলিউশনে জাইরো-ইআইএস সহ OIS সুবিধা প্রদান করে, যা ভিডিওগুলিকে আরো স্থিতিশীল এবং পরিষ্কার করে তোলে।
অন্যদিকে, সেলফি ক্যামেরা সেলফি ক্যামেরাটি একটি ১৬ মেগাপিক্সেল লেন্স নিয়ে গঠিত, যার f/2.5 অ্যাপারচার এবং এটি ১০৮০পি রেজোলিউশনে ভিডিও রেকর্ডিং করতে পারে। ভিডিও তৈরি করার জন্য একটি উত্তম সেলফি ক্যামেরা। এই ক্যামেরা সেটআপটি দৈনন্দিন ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফির জন্য একটি শক্তিশালী স্মার্ট ফোন।
আরো জানতে পারেন: ভারতীয় বাজারে স্ন্যাপড্রাগন 7 জেন 3 প্রসেসর এবং 5,500mAh ব্যাটারির সাথে Vivo T3 Pro 5G
(সব খবর প্রতি মুহূর্তে পেতে ফলো করুন আমাদের Google News পেজ)