Smartphones

vivo iQOO Z9 Lite এর লঞ্চের আগেই স্পেসিফিকেশন জেনে নিন

সম্প্রতি বাজারে আসতে চলেছে ভিভো কোম্পানির নতুন একটি স্মার্টফোন। আর মোবাইলটি বাজারে আসার আগে মোবাইলটি সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ হয়েছে। তবে আসুন আমরা  মোবাইলটির স্পেসিফিকেশন সম্পর্কে জেনেনি।

vivo iQOO Z9 Lite এর স্পেসিফিকেশন

নিন্মে vivo iQOO Z9 Lite মোবাইলের স্পেসিফিকেশন উপস্থাপন করা হয়েছে:

  • মোবাইলটির ডিসপ্লের টাইপ হচ্ছে IPS LCD। তবে বাজেট বিবেচনা করলে মোবাইলটি ঠিক ডিসপ্লে প্রদান করছে। মোবাইলটির ডিসপ্লেতে 90Hz রিফ্রেশ রেট বিদ্যমান রয়েছে। 840 nits উজ্জ্বলতা ডিসপ্লেতে। তবে মোবাইলটির ডিসপ্লে এর রেজুলেশন 720 x 1612 পিক্সেল।
  • 5G স্মার্টফোন।
  • মোবাইলটির বডি প্লাস্টিক বডি দিয়ে তৈরি তবে মোবাইলটি ধরে আপনি প্রিমিয়াম লুক পাবেন।মোবাইলটি ডিসপ্লের ডাইমেনশন হচ্ছে 163.6 x 75.6 x 8.4 মিলিমিটার। তবে মোবাইলটির ওজন মাত্র 185 গ্রাম। মোবাইলটি ও মূলত কম বাজেটে হবার কারণে সকল ধরনের পিকচার যেমন পানিতে পড়লে ফোনটি ভালো থাকবে এ সকল সুবিধা এই স্মার্টফোন নেই। তবে মোবাইলটি হালকা পানি ও ধুলা প্রতিরোধ করে।
  • এই মোবাইলটিতে থাকছে লেটেস্ট অপারেটিং সিস্টেম। Android 14 ও Funtouch 14 দ্বারা পরিচালিত হচ্ছে এই ফোনটি। তবে চিপসেট হিসেবে থাকছে এই ফোনটিতে Mediatek Dimensity 6300 যার আকার মাত্র ৬ ন্যানোমিটার। Octa-core এর প্রসেসর এই ফোনটিতে থাকবে ও Mali-G57 MC2 GPU থাকছে এই ফোনটিতে।
vivo iQOO Z9 Lite এর লঞ্চের আগেই স্পেসিফিকেশন জেনে নিন
vivo iQOO Z9 Lite এর লঞ্চের আগেই স্পেসিফিকেশন জেনে নিন
  • স্টোরেজদের ক্ষেত্রে এই ফোনটিতে ইন্টার্নাল মেমরি হিসেবে থাকবে ১২৮ জিবি এর মেমোরি ও স্মার্টফোনটিতে RAM হিসেবে থাকবে ৬ জিবি RAM।
  • মোবাইলটি মূলত ডুয়াল ক্যামেরা সেটাপের একটি ক্যামেরা মোবাইলের পিছনের ক্যামেরা রয়েছে ৫০ মেগাপিক্সেলের একটি ক্যামেরা ও ২ মেগাপিক্সেলের ক্যামেরা। অন্যদিকে মোবাইলটির সেলফি ক্যামেরা অর্থাৎ সামনের ক্যামেরা রয়েছে ৮ মেগাপিক্সেলের একটি সিঙ্গেল ক্যামেরা। মোবাইলটির উভয় ক্যামেরা দিয়ে আপনি 1080p@30fps ফরমেটের ভিডিও ধারণ করতে পারবেন খুব ভালোভাবে।
  • এই মোবাইলটিতে ফিঙ্গারপ্রিন্ট হিসেবে থাকছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট। তবে এই মোবাইলটিতে প্রয়োজনীয় সকল ধরনের সেন্সর রয়েছে।
  • মোবাইলটিতে ১৫ ওয়াটের ফাস্ট  চার্জিং সুবিধা রয়েছে। তবে 5000 mAh এর বড় ব্যাটারি এই ফোনে থাকছে। মোবাইলটি আপনি দীর্ঘক্ষণ ধরে ব্যবহার করতে পারবেন খুব ভালোভাবে। Reverse wired সুবিধা রয়েছে এই ফোনটিতে।

এছাড়া মোবাইলটিতে লাউড স্পিকার অতিরিক্ত মেমোরি কার্ডের সুবিধা, এ সকল ফিচার রয়েছে। তবে মোবাইলটিতে NFC,Radio সুবিধা ও থাকছে।

আপনি যদি কম বাজেটের মধ্যে একটি অসাধারণ ফোন খুজে থাকেন। তাহলে এই ফোনটি আপনার জন্যই। মোবাইলটির অফিশিয়াল দাম প্রকাশের সাথে সাথে আমরা আপনাকে আমাদের ওয়েবসাইটের মাধ্যমে জানাবো। সেহেতু আমাদের ওয়েবসাইটের সাথেই থাকুন।

আরো জানতে পারেন: ৪৯৯০ টাকায় মিলবে যে স্মার্টফোন

(সব খবর প্রতি মুহূর্তে পেতে ফলো করুন আমাদের Google News পেজ)

Rate this post

Mobile Dokan Price

This profile publishes articles from the Mobile Dokan Price editorial team and its own correspondents All the details of the technology world are verified and published from here.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *