Smart BrandsSmart ProductSmartphones
Trending

Snapdragon 8 Gen 3 এর চিপসেটে বাজারে এলো Realme GT5 Pro

Realme GT5 Pro price in Bangladesh

সম্প্রতি বাজারে আসতে চলেছে Qualcomm SM8650-AB Snapdragon 8 Gen 3 চিপসেট ব্যবহার করে তৈরি করা নতুন স্মার্টফোন Realme GT5 Pro। মোবাইলের তথ্য অনলাইনে প্রকাশের পর থেকে মোবাইল ব্যবহারকারীরা অবাক হয়ে আছেন। আসুন এই মোবইলটি সম্পর্কে জেনে নি…

Display: ডিস্পলের ক্ষেএে ভালো ফলাফল প্রতিয়মান হচ্ছে। মোবাইলটিতে রয়েছে ৬.৭৮ ইঞ্চি ডিসপ্লে আকার হিসেবে। তবে মোবাইলটিতে ব্যবহার করা হয়েছে AMOLED এর ডিস্পলে, যার রেজুলেশন 1264 x 2780 পিক্সেল। তবে মোবাইলটিতে ১৪৪ হার্জের রিফ্রেশ রেট রয়েছে।

Camera: ক্যামেরায় ক্ষেত্রেও ফোনটি বর্তমানে বেশ ভালো আলোচনায় রয়েছে। মোবাইলটিতে 50MP+50MP+8MP এর ত্রিপল ক্যামেরা সেটাপ রয়েছে মোবাইলের পিছনের ক্যামেরায় ও সামনের ক্যামেরায় রয়েছে ৩২ মেগাপিক্সেল ক্যামেরা। মোবাইলের ক্যামেরাতে রয়েছে অনেক ফিচার যা বেশ আকর্ষণীয় ছবি তুলতে সাহায্য করবে। আর হ্যাঁ মোবাইলটি দিয়ে 4K@30/60fps আকারে বা ফরম্যাটে সর্বোচ্চ ভিডিও ধারণ করতে পারবেন।

Snapdragon 8 Gen 3 এর চিপসেটে বাজারে
Realme GT5 Pro

Performance: এবার রিয়েলমির নতুন স্মার্টফোনে Realme  তাদের এই ফোনটিতে অসাধারণ পারফরম্যান্স নিয়ে এসেছে, যা ব্যবহারকারীদের কাছে অতি প্রিয় হয়ে উঠেছে। চিপসেট হিসেবে থাকছে Qualcomm SM8650-AB Snapdragon 8 Gen 3। তবে  চিফসেটটি ৪ ন্যানোমিটার হওয়ার হওয়ার কারণে বেশ কম চার্জ ক্ষয় হবে ও বেশ ভালো পারফরম্যান্স প্রদান করবে। Octa-core এর  3.3 GHz CPU প্রদান করছে এই মোবাইলটিতে। আর এই মোবাইলটিতে রয়েছে ১৬ জিবি RAM ও ১০০০জিবি ROM।

Body: যদি মোবাইলটির ডিজাইনের কথা বলা হয় তাহলে মোবাইল দিয়ে ডিজাইন অসাধারণ। মোবাইলটির ওজন মাত্র ২২০ গ্রাম।

Network and connectivity: মোবাইলটি মূলত একটি 5G ডিভাইস। খুব ভালো নেটওয়ার্ক স্পীড প্রদান করে থাকে। এই মোবাইলটিতে দুইটি সিম কার্ড ব্যবহার করতে পারবেন। মোবাইলটির connectivity বেশ ভালো শুধুমাত্র FM সুবিধাটি নেই এটি জানা যায়। NFC রয়েছে এই মোবাইলটিতে।

Battery: প্রথমে বলে রাখি যে Realme এর নতুন স্মার্টফোনে ব্যাটারির হিসেবে রয়েছে 5260mAh ব্যাটারি। দীর্ঘ সময় ব্যবহার করা যাবে কারন ফোনটিতে 4nm চিপসেট ব্যবহার করা হয়েছে এ জন্য।

সেন্সর: মোবাইলটিতে প্রয়োজনীয় সকল সেন্সর রয়েছে ও ফিঙ্গারপ্রিন্ট সেন্সর হিসেবে পাবেন under display, optical ফিঙ্গার প্রিন্ট।

Realme GT5 Pro এর ফুল স্পেসিফিকেশন দেখুন

শেষ কথা

যদি আপনার এই মোবাইলটি ক্রয় করার বাজেট থাকে তাহলে আপনি এই মোবাইলটি ক্রয় করুন বেশ ভালো পারফরম্যান্স প্রদান করবে মোবাইলটি।

(সব খবর প্রতি মুহূর্তে পেতে ফলো করুন আমাদের Google News পেজ)

5/5 - (1 vote)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *