Smartphones

Snapdragon 7+ Gen 3 চিপসেটে কাপ্পাচ্ছে OnePlus Nord 4

Snapdragon 7+ Gen 3 চিপসেটে কাপ্পাচ্ছে OnePlus Nord 4। গত ৮ আগষ্ট ২০২৪ সালে মোবাইলটি বাজারে এসেছে। মোবাইলটিতে রয়েছে 6.74 ইঞ্চি ডিসপ্লে রয়েছে। ৫০ মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা সেটআপ রয়েছে এই ফোনটিতে। এছাড়া ফোন দিতে পাওয়া যাবে ৫৫০০ মিলি আম্পিয়ার এর একটি বড় ব্যাটারি ও মোবাইলটি চার্জ করার জন্য ১০০ ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা রয়েছে।

বর্তমানে মোবাইলটি বাংলাদেশের বাজারে ৪১,০০০ টাকায় পাওয়া যাবে। OnePlus Nord 4 এর দামটি আনঅফিশিয়াল দাম ৪১,০০০ হলেও কিছুদিনের মধ্যে মোবাইলটির অফিশিয়াল দাম জানা যাবে। তবে প্রত্যাশা করা যাবে যে যাচ্ছে যে, মোবাইলের দাম আনুমানিক ৩৯ হাজার টাকার কমে পাওয়া যাবে।

Snapdragon 7+ Gen 3 চিপসেটে কাপ্পাচ্ছে OnePlus Nord 4
OnePlus Nord 4

OnePlus Nord 4 সম্পর্কে লিক হওয়া স্পেসিফিকেশন

  • মোবাইলটি একটি 5G স্মার্টফোন।
  • মোবাইলটির ওজন মাএ ১৯৫.৫ গ্রাম।
  • Fluid AMOLED ডিসপ্লে ব্যবহার করা হয়েছে ফোনটিতে , 1B colors ও 120Hz রিফ্রেশ রোট থাকছে ফোনটিতে , HDR10+ সুবিধা ফোনটিকে আকর্ষণীয় করে তুলেছে। এছাড়া  2150 nits (peak) উজ্জ্বলতা যেকোনো পরিস্থিতিতে মোবাইলটি ব্যবহার করতে সাহায্য করে।
  • IP65, waterproof and dustproof সুবিধা রয়েছে ফোনটিতে।
  • Qualcomm SM7675 Snapdragon 7+ Gen 3 (4 nm) চিপসেট ব্যবহার করা হয়েছে ফোনটিতে। এছাড়া ফোনটি পরিচালিত হচ্ছে Android 14, OxygenOS 14.1 সিস্টেমে যা  4 major Android upgrades প্রদান করবে।
  • মোবাইলের ৪টি ভেরিয়্যান্টে বর্তমানে বাজারে পাওয়া যাচ্ছে। এই ৪টি ভেরিয়্যান্ট হচ্ছে 8GB+128GB / 8GB+256GB, 8GB / 12GB+256GB / 16GB+512GB।
  • মোবাইলটির পিছনের ক্যামেরা রয়েছে ডুয়াল ক্যামেরা সেটআপ যা যথাক্রমে, ৫০ মেগাপিক্সেল + ৮ মেগাপিক্সেল। মোবাইলটির সামনে ক্যামেরা রয়েছে 16 মেগা পিক্সেলের একটি ক্যামেরা। মোবাইলকে ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 4K ফরম্যাটের ভিডিও ধারণ করা যাবে।
  • মোবাইলটিতে রয়েছে ৫৫০০মিলিএম্পিয়ারের একটি বড় ব্যাটারি এবং ব্যাটারিটি ফুল চার্জ করার জন্য ১০০ ওয়াটের ফার্স্ট চার্জিং সুবিধা পাওয়া যাবে।

মোবাইলটি সম্পর্কে অফিসিয়াল তথ্য প্রকাশের পরপরই আমরা আমাদের এই ওয়েবসাইটে মোবাইলটির অফিসিয়াল দাম ও স্পেসিফিকেশন জানাব সে তো আমাদের ওয়েবসাইটের সাথেই থাকুন।

আরো জানতে পারেন: প্রিবুকিং শুরু হবে 5 জানুয়ারি থেকে Samsung Galaxy S25 series এর

(সব খবর প্রতি মুহূর্তে পেতে ফলো করুন আমাদের Google News পেজ)

Rate this post

Mobile Dokan Price

This profile publishes articles from the Mobile Dokan Price editorial team and its own correspondents All the details of the technology world are verified and published from here.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *