Smartphones

Samsung Galaxy A16 না কিনলেই লস, মাত্র ২১ হাজার টাকায়

বর্তমান সময়ে বাজারে যেসকল ব্রান্ডের স্মার্টফোন রয়েছে তার মধ্যে Samsung এর স্মার্ট ফোনগুলি বেশ জনপ্রিয় তাদের গুরুত্বপূর্ণ ফিচার ও ব্র্যান্ডের জন্য। এরই মধ্যে samsung ২০ নভেম্বর ২০২৪ তারিখে নতুন একটি স্মার্টফোন স্মার্টফোনের বাজারে নিয়ে এসেছে যদিও মোবাইল দিয়ে বাংলাদেশ অফিশিয়ালি পাওয়া যাচ্ছে না তবে বাংলাদেশে আনঅফিশিয়ালি Samsung এর Samsung Galaxy A16 স্মার্টফোনটির দাম  ২১ হাজার টাকা।

Samsung Galaxy A16 না কিনলেই লস, মাত্র ২১ হাজার টাকায়
Samsung Galaxy A16

বর্তমানে বাংলাদেশের বাজারে আনঅফিশয়াল Samsung Galaxy A16 ভেরিয়েন্ট উপলব্ধ; ৬ জিবি + ১২৮ জিবির দাম মাত্র ২১ হাজার টাকা।

সুবিধা

  • 25W চার্জিং সহ 5000mAh ব্যাটারি।
  • ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং NFC।
  • 50MP, 13MP সেলফি সহ ট্রিপল প্রাইমারি ক্যামেরা৷
  • সুপার AMOLED এবং 90Hz ডিসপ্লে।

অসুবিধা

  • Helio G99 চিপসেট।
  • প্লাস্টিকের পিছনে এবং প্লাস্টিকের ফ্রেম।

Samsung Galaxy A16 এর স্পেসিফিকেশন

  • মোবাইলটি বাংলাদেশের বাজারে তিনটি রঙে পাওয়া যাবে। তিনটি রং: ধূসর, জল সবুজ, মধ্যরাতের নীল ।
  • মোবাইল টিতে রয়েছে ৫০০০ মিলি এম্পিয়ার এর বড় একটি ব্যাটারি ও সাথে ২৫ ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা।
  • এই মোবাইলটি 4G  স্মার্টফোন।
  • মোবাইলটিতে সাইট সাইড মাউন্টেন্ট ফিঙ্গার প্রিন্ট রয়েছে যা বেশ দ্রুত কাজ করে।
  • মোবাইলটির পিছনে ক্যামেরা ট্রিপল ক্যামেরা সেটআপ হয়েছে। যা যথাক্রমে: ৫০ মেগাপিক্সেল+৫ মেগাপিক্সেল+ ২ মেগাপিক্সেল। তবে মোবাইলটির সামনের ক্যামেরায় ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। তবে মোবাইলটির ক্যামেরা ব্যবহার করে সর্বোচ্চ 1080p@30fps ফরম্যাটের ভিডিও ধারণ করা যাবে।
  • অতিরিক্ত মেমোরি কার্ড ব্যবহার করার সুবিধা রয়েছে।
  • অপারেটিং সিস্টেম হিসেবে ব্যবহার করা হয়েছে লেটেস্ট অপারেটিং সিস্টেম android 14 ও samsung অপারেটিং সিস্টেম One UI 6.1। তবে মোবাইলটিতে চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে ৬ ন্যানোমিটার আকারের MediaTek Helio G99। CPU
    Octa-core (2×2.2 GHz Cortex-A76 & 6×2.0 GHz Cortex-A55) +
    GPU Mali-G57 MC2 ফোনটিতে থাকছে।
  • মোবাইলটি ডিসপ্লে তে ব্যবহার করা হয়েছে Super AMOLED এ ডিসপ্লে যার রিফ্রেস রেট 90Hz। মোবাইলটির ডিসপ্লের আকার ৬.৭ ইঞ্চি।

আরো জানতে পারেন: মাএ ৯৪৯০ টাকায় itel S23, না জানলেই মিস

(সব খবর প্রতি মুহূর্তে পেতে ফলো করুন আমাদের Google News পেজ)

5/5 - (1 vote)

Mobile Dokan Price

This profile publishes articles from the Mobile Dokan Price editorial team and its own correspondents All the details of the technology world are verified and published from here.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *