Smartphones
Trending

Realme 13 Pro+ এর দাম ও স্পেসিফিকেশন জেনে নিন

গত ৩০ জুলাই একটি প্রকাশিত তথ্য অনুযায়ী বাজারে আসতে চলেছে Realme 13 Pro+ মডেলের নতুন একটি স্মার্টফোন। এই স্মার্ট ফোন কি বর্তমানে চলতি মাসে অর্থাৎ আগস্ট মাসে আন্তর্জাতিক বাজারে লঞ্চ হবে ও খুব দ্রুত বাংলাদেশে এই স্মার্টফোনটি পাওয়া যাবে। মোবাইলটি সম্পর্কে বেশ কিছু তথ্য প্রকাশিত হয়েছে আসুন আমরা এ সকল তথ্য এক নজরে দেখেনি।

Realme 13 Pro+ এর দাম বাংলাদেশে কত

ধারণা করাচ্ছে এই মোবাইলটির দাম বাংলাদেশে আনুমানিক 47 হাজার টাকা হতে পারে। তবে আন্তর্জাতিক বাজারে মোবাইলটির দাম নির্ধারণ করা হয়েছে 370 ইউরো।

Realme 13 Pro+ এর দাম ও স্পেসিফিকেশন জেনে নিন
Realme 13 Pro+

সুপার পারফরম্যান্স

Realme 13 Pro+ অ্যান্ড্রয়েড ১৪ এবং রিয়েলমি ইউআই ৫.০ দ্বারা চালিত একটি স্মার্টফোন। ডিভাইসটিতে ব্যবহৃত হয়েছে Qualcomm SM7435-AB Snapdragon 7s Gen 2 (4 nm)  চিপসেট, যা অক্টা-কোর প্রসেসরের সাথে যুক্ত। এতে রয়েছে Octa-core (4×2.40 GHz Cortex-A78 & 4×1.95 GHz Cortex-A55)। এর সাথে Adreno 710 জিপিইউ সংযুক্ত যা উন্নত গ্রাফিক্সের গেমিং এবং মাল্টিমিডিয়া অ্যাপ্লিকেশন পরিচালনা করতে সক্ষম। Realme 13 Pro+ এ মেমরি কার্ড স্লট নেই, কিন্তু ইন্টার্নাল স্টোরেজের ক্ষেত্রে তিনটি ভ্যারিয়্যান্টে পাওয়া যায়: ২৫৬জিবি+৮জিবি র‍্যাম, ২৫৬জিবি+১২জিবি র‍্যাম, এবং ৫১২জিবি+১২জিবি র‍্যাম। 

এই স্মার্টফোনটিতে শক্তিশালী চিপসেট ও বেশি র‍্যাম, রম থাকার কারণে এই মোবাইলটি দিয়ে খুব আনা হয়েছে ভারী গেমস ও ভারী অ্যাপস ব্যবহার করা যাবে। গেমিং এর ক্ষেত্রে এই মোবাইলটি দিয়ে খুবই স্মুতলি গেমিং করা যায়। যা এক কথায় অসাধারণ। 

অসাধারণ ফিচার সমৃদ্ধ ডিসপ্লে

Realme 13 Pro+ এ ব্যবহৃত হয়েছে ৬.৭ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে যা ১ বিলিয়ন রং সাপোর্ট করে এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট রয়েছে। ডিসপ্লের উজ্জ্বলতা ৬০০ নিটস (সাধারণ), ১২০০ নিটস (এইচবিএম), এবং সর্বোচ্চ ২০০০ নিটস যা খুব সহজেই রোদের আলোতেও স্পষ্ট দেখতে সাহায্য করে। ১০৮০ x ২৪১২ পিক্সেল রেজোলিউশন এবং কর্নিং গরিলা গ্লাস ৭আই প্রোটেকশন এটিকে স্ক্র্যাচ এবং অন্যান্য ক্ষতির হাত থেকে রক্ষা করে। এইচডিআর ইমেজ সাপোর্ট থাকায় ব্যবহারকারীরা উন্নত মানের ভিজ্যুয়াল অভিজ্ঞতা উপভোগ করতে পারেন।

মোবাইলের বডি

Realme 13 Pro+ এর ডাইমেনশন ১৬১.৩ x ৭৩.৯ x ৮.২ অথবা ৮.৪ মিমি এবং ওজন ১৮৫.৫ গ্রাম বা ১৯০ গ্রাম। এটি একটি ডুয়াল সিম (ন্যানো সিম, ডুয়াল স্ট্যান্ডবাই) সুবিধাযুক্ত ডিভাইস। এই স্মার্টফোনটিতে ধুলা ও পানির ছিটা সহজে প্রবেশ করতে পারে না। 

ক্যামেরা ও তার ফিচার

Realme 13 Pro+ এ রয়েছে ট্রিপল ক্যামেরা সিস্টেম। প্রাথমিক ক্যামেরা ৫০ মেগাপিক্সেল, এফ/১.৯, ২৪ মিমি (ওয়াইড) লেন্সের সাথে, যা মাল্টি-ডাইরেকশনাল পিডিএএফ এবং অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (ওআইএস) সাপোর্ট করে। দ্বিতীয় ক্যামেরাটি ৫০ মেগাপিক্সেল, এফ/২.৭, ৭৩ মিমি (পেরিস্কোপ টেলিফটো) লেন্সের সাথে, যা ৩x অপটিক্যাল জুম সাপোর্ট করে। তৃতীয় ক্যামেরা ৮ মেগাপিক্সেল, এফ/২.২, ১৬ মিমি (আল্ট্রাওয়াইড) লেন্সের সাথে। 

সেলফি ক্যামেরা ৩২ মেগাপিক্সেল, এফ/২.৫, ২২ মিমি (ওয়াইড)। 

সেন্সর এবং ব্যাটারি

এই স্মার্টফোনটিতে রয়েছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, অ্যাক্সেলেরোমিটার, প্রক্সিমিটি এবং কম্পাস সেন্সর। ব্যাটারি ক্ষমতা ৫২০০ মিলি এম্পিয়ার যা দীর্ঘ সময় ধরে ব্যাকআপ প্রদান করে। ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা আছে, যা ১৯ মিনিটে ৫০% এবং ৪৯ মিনিটে সম্পূর্ণ চার্জ  করতে সক্ষম।

কাদের জন্য এই স্মার্টফোন

যারা বিশেষ করে গেমিং ও ফটোগ্রাফির জন্য একটি সেরা স্মার্ট বহুদিন ধরে অনুসন্ধান করেছেন তাদের জন্য এই স্মার্টফোনটি বেশ ভালো একটি স্মার্টফোন হতে পারে। তবে মোবাইলটি ক্রয় করার আগে অবশ্যই এই বাজেটের বিকল্প স্মার্টফোনগুলি আপনি অবশ্যই দেখে নিবেন। 

আপনি আরো জানতে পারেন: টেকনো মোবাইল দাম বাংলাদেশ ২০২৪

(সব খবর প্রতি মুহূর্তে পেতে ফলো করুন আমাদের Google News পেজ)

5/5 - (1 vote)

Mobile Dokan Price

This profile publishes articles from the Mobile Dokan Price editorial team and its own correspondents All the details of the technology world are verified and published from here.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *