Smartphones
Trending

OnePlus Nord 4 নামে অসাধারণ স্মার্টফোন আনছে Oneplus

OnePlus Nord 4 নামে অসাধারণ স্মার্টফোন আনছে Oneplus। সম্প্রতি স্মার্টফোনের বাজারে এই মোবাইলটির আলোচনা শুরু হয়ে গিয়েছে। তবে মোবাইলটির ফুল স্পেসিফিকেশন এখন পর্যন্ত প্রকাশিত হয়নি যার ফলে আমরা আপনাকে সম্পূর্ণ তথ্য ও জানাতে পারব না তবে অধিকাংশই তথ্য ও জানা গিয়েছে তাহলে আসুন আমরা মোবাইলটি সম্পর্কে বিস্তারিত জেনেনি।

OnePlus Nord 4 সম্পর্কে বিস্তারিত

OnePlus Nord 4 বর্তমান সময়ের একটি উন্নত প্রযুক্তিতে তৈরি স্মার্টফোন  মোবাইলটর Fluid AMOLED ডিসপ্লে 1 বিলিয়ন রঙ সাপোর্ট করে ও ডিসপ্লের120Hz রিফ্রেশ রেট এবং HDR10+ সাপোর্টের মাধ্যমে একটি দুর্দান্ত ভিজ্যুয়াল অভিজ্ঞতা প্রদান করে। 6.74 ইঞ্চির বিশাল স্ক্রিন এবং 1240 x 2772 পিক্সেলের রেজুলেশন (প্রায় 451 পিপিআই) ব্যবহারকারীদের আরও স্পষ্ট ছবি দেখার সুবিধা প্রদান করে। 

অপারেটিং সিস্টেম হিসেবে OnePlus Nord 4 অ্যান্ড্রয়েড 14 এবং OxygenOS 14.1 ব্যবহার করে। এটি Qualcomm SM7675 Snapdragon 7+ Gen 3 চিপসেট দ্বারা চালিত, যা 4nm প্রযুক্তিতে নির্মিত। অক্টা-কোর CPU এবং Adreno 732 GPU এর সাথে, এই ফোনটি অত্যন্ত দ্রুত এবং সুরক্ষিত পারফরম্যান্স প্রদান করে। ফোনটির মেমরি বিকল্পগুলির মধ্যে রয়েছে 256GB 12GB RAM, 512GB 12GB RAM, এবং 512GB 16GB RAM, যা UFS 4.0 প্রযুক্তি সাপোর্ট করে স্মার্টফোনটি।

OnePlus Nord 4 নামে অসাধারণ স্মার্টফোন আনছে Oneplus
OnePlus Nord 4

ক্যামেরা সেগমেন্টে দেখা যায় OnePlus Nord 4 এর প্রধান ডুয়াল ক্যামেরা সেটআপ রয়েছে। প্রধান ক্যামেরাটি 50MP ফ/1.8 অ্যাপারচার সহ এবং 8MP আলট্রাওয়াইড ক্যামেরা 112˚ ফিল্ড অব ভিউ সহ রয়েছে। LED ফ্ল্যাশ, HDR এবং প্যানোরামা  সহ, এই ক্যামেরা সেটআপ 4K@30/60fps এবং 1080p@30/60/120fps ভিডিও রেকর্ড করতে সক্ষম, যার মধ্যে রয়েছে gyro-EIS। সেলফি ক্যামেরাটি 16MP ফ/2.4 অ্যাপারচার সহ এবং HDR সাপোর্ট করে, যা 1080p@30fps ভিডিও রেকর্ড করতে সক্ষম।

সাউন্ড কোয়ালিটি এই দিক থেকে  ক্ষেত্রে, OnePlus Nord 4 স্টেরিও স্পিকার সহ রয়েছে, কিন্তু 3.5mm হেডফোন জ্যাক নেই এই স্মার্টফোনে। 

OnePlus Nord 4 এর ব্যাটারি ক্যাপাসিটি 5500mAh, যা নন-রিমুভেবল। এটি 100W ওয়্যার্ড চার্জিং সমর্থন করে, যা বিজ্ঞাপিত সময় অনুযায়ী ২৬ মিনিটে ১-১০০% চার্জ করতে সক্ষম। 

তবে এই মোবাইলটিতে, ফিঙ্গারপ্রিন্ট হিসেবে থাকছে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সুবিধা। এই ফিঙ্গারপ্রিন্ট সুবিধাটি ব্যবহারকারীদের কাছে বেশ প্রিয়।

মোবাইল থেকে কেমন হবে

মোবাইলটির দাম ধারণা করা হচ্ছে বাংলাদেশে ৪৫ হাজার টাকার মতো হতে পারে। বাজেট বিবেচনা করলে এ বাজেটে এই মোবাইল ভালোই পারফরমেন্স প্রদান করে থাকে। তবে এ মোবাইল দিয়ে ক্রয় করার আগে অবশ্যই এ বাজেটে থাকা বিকল্প স্মার্টফোনগুলি আপনার অবশ্যই দেখে নেয়া উচিত।

আপনি আরো জানতে পারেন: জেনে নিন সময়ের সেরা ১০টি স্মার্টফোনের নাম

(সব খবর প্রতি মুহূর্তে পেতে ফলো করুন আমাদের Google News পেজ)

Rate this post

Mobile Dokan Price

This profile publishes articles from the Mobile Dokan Price editorial team and its own correspondents All the details of the technology world are verified and published from here.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *