বিগত দিন গুলোতে আমরা ১৫ হাজার টাকার আশেপাশে বেশ কয়েকটি স্মার্টফোন দেখছি আগে আমরা অর্থাৎ গত বছরের Realme Narzo সিরিজের স্মার্টফোনের ন্যায় এবারও Realme Narzo সিরিজের স্মার্টফোন বাজারে আনতে চলেছে রিয়েলমি। আর মোবাইলটির পারফরম্যান্সের ক্ষেএে মোবাইল কোম্পানি বেশ চমক রেখেছেন। আসুন তাহলে কয়েকটি ধাপে Realme Narzo N65 মোবাইলটি সম্পর্কে বিস্তারিত তথ্য।
Realme Narzo N65 শক্তিশালী পারফরম্যান্স সমৃদ্ধ একটি স্মার্টফোন। এই স্মার্টফোনটি Android 14 অপারেটিং সিস্টেম এর দ্বারা পরিচালিত৷ যা মোবাইলটির OS ও UI হিসেবে থাকছে রিয়েলমির অফিশিয়াল UI 5.0 । মোবাইলটিতে MediaTek Dimensity 6300 চিপসেট রয়েছে, যা ৬ ন্যানোমিটার প্রসেসে তৈরি করা হয়েছে, যা দ্রুত কাজ করে এবং কম চার্জ ক্ষয় ও শক্তিশালি পারফরম্যান্স প্রদান করতে সাহায্য করে।
অন্যদিকে, ২.৪ জিগাহার্ট্জ বেগে চলমান অক্টা-কোর সি.পি.ইউ (CPU) রয়েছে এই স্মার্টফোন। যা বিশেষ করে ব্যবহারকারীদের নতুন প্রয়োজনীয়তার ওপর ভিত্তি করে CPU টি ব্যবহার করা হয়েছে।Mali-G57 MC2 জিপিইউ (GPU) গ্রাফিক্স রেন্ডারিং উন্নত করে, যা গেমিং করার পারফরম্যান্স ও অভিজ্ঞতাকে আরো বৃদ্ধি করে।
১২৮জিবি ইন্টারন্যাল স্টোরেজ রয়েছে এই স্মার্টফোনে। তবে মোবাইলটির বিশেষ একটি সুবিধা হলো আপনি মাইক্রোএসডিএক্সসি কার্ড স্লটের মাধ্যমে স্থান বাড়াতে সুযোগ দেওয়া হয়েছে।আপনি প্রয়োজনের উপর ভিওি করে এই ইন্টারন্যাল স্টোরেজ বৃদ্ধি করতে পারবেন। ৪ জিবি বা ৬ জিবি র্যামের সমন্বয়ে স্মুথ মাল্টিটাস্কিং দায়িত্ব প্রদান করে।মোবাইলটির ৪ জিবি RAM এর তুলনায় 6GB RAM এর ভ্যারিয়ান্টের পারফরম্যান্স বেশ ভালো।
আপনি যদি মোবাইলটি ব্যবহার করে মোটামুটি গেমিং ও সকল ধরনের কাজ করতে চান তাহলে এটি আপনার জন্য একটি ভালো মোবাইল হতে চলেছে।
আরো জানতে পারেন: কম দামে মিলছে ডিসপ্লেতে 120Hz রিফ্রেশ রেট
(সব খবর প্রতি মুহূর্তে পেতে ফলো করুন আমাদের Google News পেজ)