Infinix নিয়ে আসছে Note 40 সিরিজের রেসিং এডিশন বাজারে আসছে খুব দ্রুত। সম্প্রতি কিছু মাস আগে Infinix তাদের Note 40 সিরিজের ফোনগুলি লঞ্চ করেছিল ও স্মার্টফোন গুলি বেশ ভালো পারফরমেন্স প্রদান করেছিল।তবে এবার এই সিরিজের স্মার্ট ফোনে পরিবর্তন আসতে চলেছে। এই সিরিজের এবার এই ফোনগুলির রঙ পরিবর্তন করা হবে এবং Infinix Note 40 সিরিজের রেসিং এডিশন লঞ্চ করা হবে সম্প্রতি টুইটারে একটি বার্তা infinix প্রকাশ করেছে। এই সিরিজে Note 40, Note 40 Pro এবং Note 40 Pro+ মডেল রয়েছে। এবার রেসিং এডিশন লঞ্চের টিজার শেয়ার করা হয়েছে। তবে এবার আসুন আমরা এই সিরিজের স্মার্ট ফোনগুলিতে কি কি পরিবর্তন আসছে এ সম্পর্কে বিস্তারিত তথ্য জেনেনি
Infinix Note 40 Series Racing Edition ফোনের টিজার এবং ডিজাইন পরিবর্তন এর সম্পর্কে
Infinix সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টুইটারে বর্তমান Xএ তাদের গ্লোবাল হ্যান্ডেল থেকে Note 40 Racing Edition-এর টিজার প্রকাশ করেছে। প্রকাশকৃত ভিডিওতে দেখা যায় যে ডিভাইসটিতে BMW লোগো এবং আইকনিক ট্রাই কালার স্ট্রিপ থাকছে। মোবাইলের ব্যাক প্যানেলে স্ট্রিপ ডিজাইনও দেখা যাবে। এ সকল তথ্য প্রকাশের পরেও বর্তমানের ইনফিনিক্স এই সিরিজের স্মার্টফোনের যে পরিবর্তন এরপর আর কবে বাজারে আসবে সে সম্পর্কে কোন তথ্যপ্রকাশ করেনি। নিম্মে টুইটার প্রকাশিত তথ্য উপস্থাপন করা হয়েছে:
The countdown begins, we’re about to launch the all-new Infinix NOTE 40 Series Racing Edition. Stay tuned! 🔥 #Infinix #NOTE40Series #RacingEdition #ComingSoon pic.twitter.com/RE4LGJugRG
— Infinix Mobile (@Infinix_Mobile) June 3, 2024
Infinix নিয়ে আসছে Note 40 সিরিজের রেসিং এডিশন মোবাইল বাজারে অর্থাৎ ভারত ও বাংলাদেশের স্মার্টফোনের বাজারে লঞ্চ করার সাথে সাথে আমরা মোবাইলটি সম্পর্কে বিস্তারিত তথ্য আপনাদের মাঝে উপস্থাপন করব। এই স্মার্টফোনটি সম্পর্কে লেটেস্ট আপডেট পেতে আপনি আমাদের ওয়েবসাইটের সাথে থাকুন।
আপনি আরো স্মার্টফোন সম্পর্কে জানতে পারেন:লিক হল Xiaomi 14 Civi স্মার্টফোন,14 Civi স্মার্টফোনের বক্স, লঞ্চের আগেই প্রকাশ্যে এল সকল তথ্য
(সব খবর প্রতি মুহূর্তে পেতে ফলো করুন আমাদের Google News পেজ)