ইনফিমিক্স ১৮ সেপ্টেম্বর Infinix Zero 40 5G স্মার্টফোন লঞ্চ করবে বলে একটি নিউজ প্রকাশ করে। ইনফিনিক্স কোম্পানির তাদের পক্ষ থেকে অফিসিয়াল টিজারের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এবার Infinix তাদের এই ফোনে ৫টি বিশেষ ফিচার রাখবে বলে তারা জানিয়েছে। তাহলে দেরি না আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন। আলোচনাটি শুরু করা যাক।
Infinix Zero 40 5G এর ৫টি বিশেষ ফিচার
- ডিসপ্লে: Infinix Zero 40 5G ফোনে ৬.৭৮ ইঞ্চির 3D কার্ভ AMOLED ডিসপ্লে থাকতে পারে। এই স্ক্রিনে থাকবে ইন্ডাস্ট্রির সেরা ১৪৪Hz রিফ্রেশ রেট এবং ১৩০০ নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট। সুরক্ষার জন্য কর্নিং গোরিলা গ্লাস প্রোটেকশন এবং TÜV রাইনল্যান্ড আই-কেয়ার মোড সার্টিফিকেশনও থাকছে।
- AI ফিচার: কোম্পানির টিজার অনুযায়ী, Infinix Zero 40 5G ফোনে উন্নত AI ফিচার যুক্ত করা হবে যা ব্যবহারকারীর অভিজ্ঞতা আরো বৃদ্ধি করবে । স্মার্ট ইনহ্যান্স ফিচারের সঙ্গে AI পাওয়ার সুট অন্তর্ভুক্ত থাকবে, যার মধ্যে AI ওয়ালপেপার,AI ইরেজার,AI কাট-আউট স্টিকার, AI Vlog, AI ইমেজ জেনারেটর, AI ট্রান্সলেটর এবং কনটেন্ট ক্রিয়েট করার জন্য AI টেক্সট জেনারেটরের মতো বেশ কয়েকটি বিশেষ সুবিধা থাকবে।
- প্রসেসর: গ্লোবাল ভার্সনে Infinix Zero 40 5G ফোনে MediaTek Dimensity 8200 প্রসেসর ব্যবহার করা হয়েছে, এবং ধারণা করা হচ্ছে যে, ভারতীয় বাজারেও একই চিপসেট সহ ফোনটি লঞ্চ করা হবে।
- ক্যামেরা: ফটোগ্রাফির জন্য Infinix Zero 40 5G ফোনে এলইডি ফ্ল্যাশ সহ রিয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। এই সেটআপে ১০৮ মেগাপিক্সেলের OIS সমর্থিত প্রাইমারি ক্যামেরা এবং ৫০ মেগাপিক্সেলের আলট্রা-ওয়াইড ক্যামেরা অন্তর্ভুক্ত থাকবে।
- স্টোরেজ: Infinix Zero 40 5G মডেলটিতে ১২GB পর্যন্ত RAM এবং ৫১২GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ থাকতে পারে। এ ছাড়াও, এক্সটেন্ডেড RAM ফিচারের সুবিধা থাকবে, যা ফিজিক্যাল স্টোরেজকে ভার্চুয়াল RAM হিসেবে ব্যবহার করতে দেবে।
Infinix Zero 40 5G মোবাইলটি তাদের জন্য ভালো যারা মোবাইলকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের ক্রেয়েটিভ কাজ করে থাকেন। তবে মোবাইলটি বেশ উপকারী হবে ব্যবহারকারীদের জন্য।
আরো জানতে পারেন: Realme P2 Pro এর ক্যামেরা রিভিউ লিক
(সব খবর প্রতি মুহূর্তে পেতে ফলো করুন আমাদের Google News পেজ)