Infinix কে দামে কম মানে ভালো হিসেবে সকলেই সম্মোধন করে থাকেন ও এটা আসলেই একটি সত্য বাক্য। আর Infinix ব্যবহারীরদের আবার অবাক করতে বাজারে আনতে চলেছে নতুন এক স্মার্টফোন। আর এই স্মার্টফোনটি Note সিরিজের একটি স্মার্টফোন। বাজারে ফোনটির দাম ২৫ হাজারের মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে এমন একটি আশা করা যাচ্ছে। তবে আসুন এই Infinix Note 40 5G এর ক্যামেরা সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নি।
Infinix Note 40 5G একটি শক্তিশালী ও দুর্দান্ত একটি স স্মার্টফোন যা চমৎকার ফিচারের সহ ক্যামেরা বাজারে লঞ্চ হবে । মোবাইলটির প্রধান ক্যামেরা তিনটি লেন্স এর দ্বারা গঠিত। প্রধান লেন্সটি হলো 108 মেগাপিক্সেল, যার অ্যাপারচার f/1.8 এবং এটি 24mm (wide) সহ আসে। এই লেন্সটি PDAF (Phase Detection Autofocus) প্রযুক্তি ব্যবহার করে, যা দ্রুত এবং সঠিক ফোকাস করতে সাহায্য করে। এছাড়াও রয়েছে 2 মেগাপিক্সেলের দুটি অতিরিক্ত লেন্স, যেগুলির অ্যাপারচার f/2.4।
এছাড়া প্রধান ক্যামেরায় Quad-LED ফ্ল্যাশ, HDR এবং প্যানোরামা এসকল ফিচার রয়েছে । Infinix Note 40 5G মোবাইলির ভিডিও রেকর্ডিং ক্ষমতাও চমৎকার বলা যায় কারন মোাবাইলটিতেটি 1440p রেজুলেশনে 30fps এবং 1080p রেজুলেশনে 30/60fps এ ভিডিও রেকর্ড করতে সক্ষম।
Infinix Note 40 5G এর সেলফি ক্যামেরাটিও বলতে গেলে অসাধারণ। কারন সেলফি ক্যামেরা হিসেবে রয়েছে ৩২ মেগাপিক্সেলের একটি লেন্স, যার অ্যাপারচার f/2.2 এবং এটি ওয়াইড এঙ্গেল শট নেয়ার জন্য বেশ কার্যকরী। সেলফি ক্যামেরায় ডুয়াল-LED ফ্ল্যাশ রয়েছে, যা কম আলোতেও চমৎকার ছবি তোলার সুযোগ দেয়। এই ফিচারটি আমরা Infinix এর সকল ফোনে দেখতে পাই। এই ক্যামেরাটিও 1080p রেজুলেশনে 30fps এ ভিডিও রেকর্ড করতে সক্ষম।
এই মোবাইলটির অর্থাৎ Infinix Note 40 5G কে একটি ফটোগ্রাফির জন্য সেরা একটি স্মার্টফোন বলা যায় কারন। যারা ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফিতে আগ্রহী, তাদের জন্য এটি একটি আদর্শ স্মার্টফোন হতে পারে। প্রধান এবং সেলফি ক্যামেরার উচ্চ রেজুলেশন এবং উন্নত ফ্ল্যাশ প্রযুক্তি নিশ্চিত করে যে ব্যবহারকারীরা যে কোন পরিবেশে সুন্দর এবং স্পষ্ট ছবি এবং ভিডিও ধারণ করতে পারবেন।
মোটামুটি ভাবে যদি বলা হয় তাহলে Infinix Note 40 5G স্মার্টফোনের ক্যামেরার দিকে কমতি দেখা যায়নি তবে একটি বিষয় লক্ষনীয় যে, এ বাজেটে মোবাইলটি যদি 4K ফরমেটের ভিডিও ধারন করতে পারতো তাহলে মোবাইলটি আরো বেশ ভালো হতো। তবে যারা এ বাজেটে একটি ভালো স্মার্টফোন খুজছেন ফোটোগ্রাফীর জন্য তাদের জন্য মোবাইলটি সেরা একটি স্মার্টফোন হবে।
আপনি আরো জানতে পারেন: ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টে কম টাকায় দিচ্ছে ভিভো
(সব খবর প্রতি মুহূর্তে পেতে ফলো করুন আমাদের Google News পেজ)