Smartphones

Google Tensor G4 চিপসেটে সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে লঞ্চ হচ্ছে Google Pixel 9 Pro 5G

Google Tensor G4 চিপসেটে সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে লঞ্চ হচ্ছে Google Pixel 9 Pro 5G। Google Tensor G4 বেশ শক্তিশালী একটি চিপসেট। আর Google Pixel 9 Pro এই ফোনটিতে 4 ন্যানোমিটার আকারের চিপসেট ব্যবহার করা হয়েছে যা খুবই শক্তিশালী ও কম চার্জ ক্ষয় করে। Google Pixel 9 Pro এর স্পেসিফিকেশন আসুন আমরা জেনে নি।

Google Tensor G4 চিপসেটে সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে লঞ্চ হচ্ছে Google Pixel 9 Pro 5G
Google Pixel 9 Pro 5G

Google Pixel 9 Pro এর স্পেসিফিকেশন

  • চার্জিং: Google Pixel 9 Pro-তে ৪৭০০ mAh এর লি-আয়ন ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা নন-রিমুভেবল। ডিভাইসটি ২৭ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট করে এবং ৩০ মিনিটে ৫৫% পর্যন্ত চার্জ প্রদান করতে সক্ষম। এছাড়া ২১ ওয়াট ওয়্যারলেস চার্জিং এবং রিভার্স ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে। তবে মোবাইলটির বাজেট অনুযায়ী মোবাইলটিতে আরো দুর্দান্ত ফাস্ট চার্জিং সুবিধা থাকা উচিত ছিল বলে আমরা মনে করি।
  • ক্যামেরা: Google Pixel 9 Pro-তে রয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। এর প্রধান ক্যামেরা ৫০ মেগাপিক্সেল যার f/1.7 অ্যাপারচার, ১/১.৩১ ইঞ্চি সেন্সর, এবং ডুয়াল পিক্সেল PDAF, OIS সুবিধা রয়েছে। এছাড়া ৪৮ মেগাপিক্সেল টেলিফটো এবং ৪৮ মেগাপিক্সেল আলট্রাওয়াইড ক্যামেরা যুক্ত আছে। এই ক্যামেরা সেটআপটি ব্যবহারকারীদের জন্য অসাধারণ ফটোগ্রাফি অভিজ্ঞতা প্রদান করবে। ভিডিও রেকর্ডিংয়ের জন্য, এটি 8K@30fps এবং 4K@60fps পর্যন্ত ভিডিও ধারণ করতে পারে। সেলফি ক্যামেরা  ক্যামেরা ৪২ মেগাপিক্সেল, যা প্রশস্ত অ্যাঙ্গেলে সেলফি তোলার সুবিধা দেয়।এই মোবাইলটির সামনের ক্যামেরা দিয়ে খুব সুন্দর ভিডিও বাড়ানো যাবে যা এক কথায় অসাধারণ।
  • বডি এবং ডিজাইন: Google Pixel 9 Pro এর বডির ডাইমেনশন হল 152.8 x 72 x 8.5 মিমি, যা একটি পাতলা এবং স্মার্টফোনটি স্মুথলি হাতের মধ্যে সহজে ধরার মতন ডিজাইন প্রদান করে। এর ওজন 199 গ্রাম, যা ডিভাইসটির শক্তি এবং প্রিমিয়াম অনুভূতি বৃদ্ধি করে। এই ফোনটির সামনের এবং পেছনের অংশে Gorilla Glass Victus 2 ব্যবহার করা হয়েছে, যা স্মার্টফোনটিকে আরও মজবুত করে তুলেছে। এছাড়া, ফোনটির ফ্রেম এলুমিনিয়াম দিয়ে তৈরি, যা এর দৃষ্টিনন্দন ডিজাইনকে আরও অসাধারণ করে গড়ে তোলে।
  • পারফরম্যান্স: Google Pixel 9 Pro পরিচালিত হচ্ছে Android 14 অপারেটিং সিস্টেমে, যা ভবিষ্যতে ৭টি মেজর আপগ্রেড সাপোর্ট করবে। ডিভাইসটির শক্তিশালী পারফরম্যান্সের জন্য এতে রয়েছে 4 ন্যানোমিটারের Google Tensor G4 চিপসেট। মেমরি অপশনের ক্ষেত্রে, Google Pixel 9 Pro-তে কোনো মেমরি কার্ড স্লট নেই তবে এটি 128GB/16GB RAM থেকে 1TB/16GB RAM পর্যন্ত ইন্টারনাল স্টোরেজের অপশনসহ পাওয়া যায়, যা ব্যবহারকারীর যাবতীয় ডাটা সংরক্ষণের জন্য পর্যাপ্ত।
  • ডিসপ্লে: Google Pixel 9 Pro-তে 6.3 ইঞ্চির একটি LTPO OLED ডিসপ্লে রয়েছে যা 120Hz রিফ্রেশ রেট, HDR10+ সাপোর্ট এবং সর্বোচ্চ 3000 নিট উজ্জ্বলতা প্রদান করে। এর 1280 x 2856 পিক্সেলের রেজোলিউশন এবং 495 পিপিআই ডেনসিটি অত্যন্ত সুস্পষ্ট এবং জীবন্ত রঙের প্রদর্শন নিশ্চিত করে। ডিসপ্লেটি Corning Gorilla Glass Victus 2 দ্বারা সুরক্ষিত এবং সবসময় অন ডিসপ্লে ফিচার সহ আসে, যা ব্যবহারকারীর জন্য সহজলভ্যতা এবং নিরাপত্তা উভয়ই বৃদ্ধি করে।
  • অন্যান্য: এতে Wi-Fi 7, Bluetooth 5.3, GPS, NFC এবং USB Type-C 3.2 রয়েছে। ডিভাইসটিতে আন্ডার-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, আলট্রা ওয়াইডব্যান্ড (UWB) সাপোর্ট, এবং স্যাটেলাইট SOS এর মতো আধুনিক সেন্সর এবং ফিচার অন্তর্ভুক্ত করা হয়েছে এই স্মার্টফোনে।

Google Pixel 9 Pro এর দাম বাংলাদেশে ও ভারতে

Google Pixel 9 Pro স্মার্টফোনটির দাম আন্তর্জাতিক বাজারে নির্ধারণ করা হয়েছে ৯৯৯ ডলারে। তবে আশা করা যাচ্ছে মোবাইলটির দাম বাংলাদেশে ১ লক্ষ ২৫ হাজার টাকার মধ্যে থাকতে পারে। অন্যদিকে মোবাইলটির দাম ভারতের ৯০ হাজার টাকার মধ্যে থাকতে পারে বলে প্রত্যাশা করা যাচ্ছে। তবে মোবাইলটির দাম ভারতে ও বাংলাদেশে কত হবে এটি অফিসিয়ালি ভারত ও বাংলাদেশ লঞ্চ হবার পরেই জানা যাবে।

Google Pixel 9 Pro মোবাইলটি জন্য কেমন  হবে

প্রথমত এই স্মার্টফোনটি মোবাইলে ব্যবহারিক কারীদের কাছে বেশ অসাধারণ হবে কারণ এই স্মার্টফোনটি গেমিং এর ক্ষেত্রে যেমন দুর্দান্ত পারফরম্যান্স করে তেমনি ফটোগ্রাফি ও গ্রাফিক্সের কাজের জন্য অসামান্য একটি স্মার্টফোন।

আপনি আরো একই স্মার্টফোন সম্পর্কে জানতে পারেন:22,999 টাকায় পাবেন সময়ের সেরা Xiaomi Redmi Note 13 4G

(সব খবর প্রতি মুহূর্তে পেতে ফলো করুন আমাদের Google News পেজ)

5/5 - (1 vote)

Mobile Dokan Price

This profile publishes articles from the Mobile Dokan Price editorial team and its own correspondents All the details of the technology world are verified and published from here.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *