Smartphones

Google Pixel 9 Pro XL দাম না জানলেই মিস

Google Pixel এর স্মার্টফোনগুলি বর্তমান সময়ে বেশ জনপ্রিয় স্মার্টফোন। বিশেষ করে এই স্মার্টফোনগুলিতে Google নতুন বেশ কিছু ফিচার সংযোজন করে থাকে। তবে এবার বাজারে নিয়ে এসেছে গুগল Google Pixel 9 Pro XL মডেলের নতুন একটি স্মার্টফোন। এই স্মার্টফোনটি ২২ আগষ্ট ২০২৪ তারিখে আন্তর্জাতিক  বাজারে লঞ্চ হলেও বর্তমানে মোবাইলটি বাংলাদেশের বাজারে আনঅফিশিয়াল ভাবে পাওয়া যাবে।

Google Pixel 9 Pro XL দাম না জানলেই মিস
Google Pixel 9 Pro XL

Google Pixel 9 Pro XL মোবাইলটির ১৬ জিবি+১২৮ জিবি আনঅফিশিয়াল ভ্যারিয়ান্টের দাম বাংলাদেশে ১ লক্ষ টাকা।

সুবিধা

  • অ্যালুমিনিয়াম ফ্রেম, IP68 ধুলো/জল প্রতিরোধী
  • ট্রিপল রিয়ার ক্যামেরা 50MP, 48MP এবং 48MP
  • 6.8-ইঞ্চি LTPO OLED, 120Hz এবং HDR10+
  • 37W চার্জিং সহ 5000mAh ব্যাটারি

অসুবিধা

  • এফএম সমর্থিত নয়

Google Pixel 9 Pro XL এর স্পেসিফিকেশন

  • মোবাইলটি Android 14 এর মাধ্যমে পরিচালিত হবে ও ৭টি মেজর আপডেট মোবাইলটি প্রদান করবে।
  • ৬.৮ ইঞ্চি বড় ডিসপ্লে পাওয়া যাবে মোবাইলটিতে। মোবাইলটির ডিসপ্লের রেজুলেশন ১৩৩৪ x ২৯৩২ পিক্সেল।
  • 5G স্মার্টফোন।
  • মোবাইলটির ওজন মাত্র ২২১ গ্রাম।
  • মোবাইলটির ডিসপ্লের টাইপ LTPO OLED ও ডিসপ্লের রিফ্রেশ রেট 120Hz।
  • Google Tensor G4 চিপসেট এর ৪ ন্যানোমিটার চিপসেট মোবাইলটিতে পাওয়া যাবে।
  • ১৬ জিবি RAM মোবাইলটিতে থাকছে।
  • মোবাইলটির  পিছনের ক্যামেরায় ট্রিপল ক্যামেরা সেটাপ রয়েছে যা যথাক্রমে ৫০ মেগাপিক্সেল+৪৮ মেগাপিক্সেল + ৪৮ মেগাপিক্সেল। অন্যদিকে মোবাইলটির সেলফি ক্যামেরা ৪২ মেগাপিক্সেলের ক্যামেরা থাকছে।
  • মোবাইলটির ইন্টারনাল স্টোরেজ এর উপর ভিত্তি করে বিভিন্ন ভ্যারিয়্যান্টে মোবাইলটি পাওয়া যাবে। এর মধ্যে রয়েছে: ১৬জিবি+১২৮ জিবি, ১৬ জিবি + ২৫৬ জিবি,১৬ জিবি+৫১২ জিবি,১৬ জিবি+১ টিবি।
  • মোবাইলটি বর্তমানে তিনটি রঙে বাজারে পাওয়া যাচ্ছে।

ডিভাইসটির ব্যাটারি অসাধারণ কিছু বৈশিষ্ট্য নিয়ে গঠিত। এটি একটি নন-রিমুভেবল লি-পো ব্যাটারি, যার ক্ষমতা ৫০৬০ এমএএইচ। চার্জিংয়ের ক্ষেত্রে, এটি ৩৭ ওয়াটের ওয়্যার্ড চার্জিং সমর্থন করে, যা পিডি ৩.০ এবং পিপিএস প্রযুক্তির সাথে সামঞ্জস্যপূর্ণ। এই চার্জারের মাধ্যমে মাত্র ৩০ মিনিটের মধ্যে ৭০% পর্যন্ত চার্জ করা সম্ভব। তাছাড়া, ২৩ ওয়াটের ওয়্যারলেস চার্জিং পিক্সেল স্ট্যান্ডের মাধ্যমে এবং ১২ ওয়াটের কিউআই কমপ্যাটিবল চার্জারের সাহায্যে ও চার্জ করা যায়। বিশেষভাবে, রিভার্স ওয়্যারলেস চার্জিং সুবিধা থাকায়, এটি অন্যান্য ডিভাইসকেও চার্জ করার জন্য ব্যবহার করা যেতে পারে।

আরো জানতে পারেন: মাএ ৯৪৯০ টাকায় itel S23, না জানলেই মিস

(সব খবর প্রতি মুহূর্তে পেতে ফলো করুন আমাদের Google News পেজ)

5/5 - (1 vote)

Mobile Dokan Price

This profile publishes articles from the Mobile Dokan Price editorial team and its own correspondents All the details of the technology world are verified and published from here.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *