Smartphones
Trending

AMOLED ডিসপ্লে সাথে 120Hz রিফ্রেশ রেট

আমরা সর্বদা চাই আমাদের কাছে এমন একটি স্মার্টফোন থাকুক সেই মোবাইলটির ডিসপ্রেতে আমরা ভালো পারফমেন্স যেন পাই। ডিসপ্লে AMOLED হলে আমাদের একপ্রকার চাহিদা মিটে যায়। তেমনি বাজারে শাওমি নতুন একটি স্মার্টফোন লঞ্চ করেছে। মোবাইলটির মডেল নাম্বার হচ্ছে Xiaomi 14 Civi। ডিসপ্লের ক্ষেত্রে তারা বেশি চমক রেখেছে। তাহলে আর দেরি না করে আসুন আমরা এই মোবাইলটি সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নি।

ডিসপ্লে টাইপ ও ফিচার

যদি মোবাইলটি ডিসপ্লের টাইপ বলা হয় তাহলে মোবাইলটিতে ব্যবহার করা হয়েছে AMOLED ডিসপ্লে। 68B রং ব্যবহার করা হয়েছে এই মোবাইলটির ডিসপ্লেতে যার কারনে মোবাইলটি বেশ ভালো রং ফুটিয়ে তুলতে পারে। অন্যদিকে আমরা যদি এই মোবাইলটির রিফ্রেশ রেটের দিকে তাকায় তাহলে আমরা দেখতে পাব মোবাইলটিতে ব্যবহার করা হয়েছে ১২০ হার্জের রিফ্রেশ রেট। এছাড়া মোবাইলটির উজ্জ্বলতার দিক থেকে তো বিশাল উন্নত বিচার আপনি পাচ্ছেন কারণ এই ডিসপ্লেতে ৩০০০ নিটস উজ্জ্বলতা বা ব্যালাইটনেস ব্যবহার করার সুবিধা। এছাড়া আর ডিসপ্লের ফিচার হিসেবে আরো আছে সকল বিচার রয়েছে তা হচ্ছে Dolby Vision, HDR10+।

AMOLED ডিসপ্লে সাথে 120Hz রিফ্রেশ রেট
Xiaomi 14 Civi

ডিসপ্লেটির সাইজ

ডিসপ্লের সাইজের কথা যদি বলা হয় তাহলে আপনি এই মোবাইলটিতে একটি বড় সর আকারের ডিসপ্লে পাচ্ছেন আপনি।মোবাইল থেকে ডিসপ্লে আকার হচ্ছে ৬.৫৫ ইঞ্চি। ~90.4% screen-to-body ratio হচ্ছে এই মোবাইলটির ডিসপ্লের।

ডিসপ্লে রেজুলেশন

1236 x 2750 পিক্সেল হচ্ছে এই মোবাইলটি ডিসপ্লে ও মোবাইলটির ডিসপ্লের ডেনসিটি ~460 ppi। তবে মোবাইলটিতে 20:9 ratio রয়েছে।

ডিসপ্লে প্রোটেকশন

এই সকল ধরনের ফিচার যে এই মোবাইলের ডিসপ্লে তে রয়েছে তবে মোবাইলটির প্রটেকশন হিসেবে কিছু থাকবে না এমনটি হতেই পারে না। এই মোবাইলটি ডিসপ্লে প্রটেকশন করছে Corning Gorilla Glass Victus 2। যা বর্তমান সময়ে একটি শক্তিশালী ডিসপ্লে প্রোটেকটর।

ডিসপ্লেটি কেমন পারফরমেন্স করে

সবশেষে আমাদের মনে একটি জিজ্ঞাসা যে,এই মোবাইলটির ডিসপ্লে ঠিক কেমন পারফরমেন্স করবে। মোবাইলটির ডিসপ্লেতে ১২০ হার্জের রিফ্রেশ রেট থাকায় মোবাইলটি খুব ভালো পারফরমেন্স প্রদান করবে। ডিসপ্লে বড় হওয়াতে যে কোন মোবাইল গ্রাহকের কাছে এই মোবাইলটি পছন্দের হবে ও স্মুথলি গেমিং করা যাবে এই ফোনটি ব্যবহার করে এবং যারা বিশেষ করে নাটক, মুভি না দেখতে চান তারা কিন্তু বেশ ভালো পারফরম্যান্স পাচ্ছেন এই ফোনটিতে। মোবাইলটি ডিসপ্লে তে কোন প্রকার হ্যাং বা ল্যাগ নেই।

আপনি এই মোবাইলটি সম্পর্কে আরো জানতে পারেন: Snapdragon 8s Gen 3 চিপসেটে xiaomi নতুন স্মার্টফোন

সব খবর প্রতি মুহূর্তে পেতে ফলো করুন আমাদের Google News পেজ)

5/5 - (1 vote)

Mobile Dokan Price

This profile publishes articles from the Mobile Dokan Price editorial team and its own correspondents All the details of the technology world are verified and published from here.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *