সম্প্রতি Samsung ২২ জানুয়ারি ২০২৫ তারিখে বাজারে Samsung S25 Ultra প্রকাশ করেছে। এরই মাঝে এবার আগামী আসন্ন এপ্রিল মাসে Samsung “Galaxy S25 Edge” নামের নতুন স্মার্টফোন নিয়ে আসতে চলেছে…..
Samsung শুধুমাত্র তার আনপ্যাকড ইভেন্টে আসন্ন Galaxy S25 Edge টিজ করেছে, কিন্তু আমরা ফোনটি সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য এখন পর্যন্ত প্রকাশিত হয়নি। তবে, চীনের 3C ডাটাবেসে একটি নতুন তালিকা ডিভাইসটির একটি দিক নিশ্চিত করেছে যে – এটি চার্জিং গতি। S25 Edge (SM-S9370) সর্বোচ্চ 25W চার্জিং স্পীড সাপোর্ট করবে।
চীনের 3C ডাটাবেসে Galaxy S25 Edge (SM-S9370) সম্প্রতি তালিকাভুক্ত হয়েছে। ফোনটি Galaxy S25-এর চার্জিং গতির সাথে সামঞ্জস্যপূর্ণ বলে ধারন করা হচ্ছে, তবে S25+ এবং S25 Ultra-এর তুলনায় কম, ঐ মোবাইলটি সর্বোচ্চ 45W গতিতে চার্জ করতে সক্ষম।
আমাদের কাছে এখনও ব্যাটারির সঠিক ক্ষমতা সম্পর্কে নিশ্চিতকরণ নেই, তবে লিক অনুযায়ী ধারনা করা যাচ্ছে 4,000mAh বা 5000mAh রেঞ্জের ব্যাটারি সেল থাকতে পারে ফোনটিতে।
Samsung Galaxy S25 Edge ডিভাইসটির কিছু গুরুত্বপূর্ণ ফিচার হল:
- 6.6-ইঞ্চি AMOLED ডিসপ্লে (FHD+, 120Hz রিফ্রেশ রেট)
- Snapdragon 8 Elite চিপসেট।
- 200MP প্রাইমারি ক্যামেরা।
- একটি 50MP সেকেন্ডারি ক্যামেরা।
এটি Samsung-এর অন্যতম আকর্ষণীয় ফোন হতে পারে 2025 সালের জন্য নতুন স্মার্টফোন হিসেবে।
আরো জানতে পারেন: iPhone SE 4/16e আসছে বাজারে দাম না জানলেই মিস
(সব খবর প্রতি মুহূর্তে পেতে ফলো করুন আমাদের Google News পেজ)