Smartphones
Realme V60 Pro এখন মাত্র ৩০ হাজারে
রিয়েলমি বাজারে নিয়ে আসতে চলছে নতুন একটি স্মার্টফোন। রিয়েলমির একটি তথ্যে জানা যায় Realme V60 Pro মডেলের নতুন একটি স্মার্টফোন বাজারে আসতে চলেছে ও মোবাইলটির দাম আনুমানিক ৩০,০০০ টাকা হতে পারে। Realme V60 Pro মোবাইলটিতে রয়েছে ৫৬০০ মিলি এম্পিয়ারের বড় ব্যাটারি ও 45W এর ফাস্ট চার্জিং সুবিধা রয়েছে।
সুবিধা
- ডিসপ্লে 120Hz রিফ্রেশ রেট
- 12GB RAM এবং 256/512GB
- 45W চার্জিং সহ 5600mAh ব্যাটারি
- IP68/IP69 ধুলো/জল প্রতিরোধী (30 মিনিটের জন্য 2m পর্যন্ত)
অসুবিধা
- 5G নেটওয়ার্ক নেই
- NFC নেই
- Dimensity 6300 চিপসেট
- IPS LCD ডিসপ্লে
Realme C55 এর স্পেসিফিকেশন
- মোবাইলটি একটি 4G স্মার্টফোন।
- মোবাইলটির ওজন মাএ ১৯৭ গ্রাম।
- Realme V60 Pro মোবাইলটি ধুলা ও পানি প্রতিরোধী। তবে একটি তথ্য থেকে জানা যায় যে মোবাইলটি ২ মিটার পানিতে ৩০ মিনিট পর্যন্ত ভালো থাকতে পারে।
- IPS LCD ডিসপ্লে থাকছে মোবাইলটিতে। তবে মোবাইলটির ডিসপ্লে লর আকার ৬.৬৭ ইঞ্চি।
- মোবাইলটিতে ব্যবহার করা হয়েছে লেটেস্ট অপারেটিং সিস্টেম Android 14 ও Realme UI 5.0। তবে মোবাইলটিতে চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে ৬ ন্যানোমওটার আকারের MidiaTeh Dimensity 6300 । Octa Core 2×2.4GHz Cortex-A76 & 6x Cortex-A55 মোবাইলটিতে পাওয়া যাবে CPU হিসেবে।
- মোবাইলটির ২টি ভ্যারিয়েন্ট বাংলাদেশের মেবাইলের বাজারে আসতে পারে যা যথাক্রমে; ১২জিবি+২৫৬ জিবি ও ১২ জিবি+৫১২ জিবি।
- ক্যামেরার দিক থেকে মোবাইলটিতে পাওয়া যাবপ 50 MP ডুয়াল ক্যামেরা সেটআপ পিছনের ক্যামপরাও সেলফি ক্যামপরায় ৮ মেগাপিক্সেল ক্যামেরা।
- মোবাইল আনলক করার ক্ষেএে মোবাইলটিতে সাইড মাউন্টেন্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে।
- তবে মোবাইলটিতে বড় ব্যাটারি পাওয়া যাবে তা ৫৬০০ মিলি এম্পিয়ার ও মোবাইলটি চার্জ করতে ৪৫ ওয়াট ফার্স্ট চার্জিং সুবিধা রয়েছে।
- মোবাইলটি তিনটি কালারের বাজারে পাওয়া যাবে।যথাক্রমে; কালো, লাল, সোনালি
আরো জানতে পারেন: ১৯,৯৯৯ টাকায় অফিশিয়ালি বাংলাদেশে Realme C55
(সব খবর প্রতি মুহূর্তে পেতে ফলো করুন আমাদের Google News পেজ)