Smartphones

১৯,৯৯৯ টাকায় অফিশিয়ালি বাংলাদেশে Realme C55

১৯,৯৯৯ টাকায় অফিশিয়ালি বাংলাদেশে Realme C55 বর্তমানে পাওয়া যাচ্ছে বিগত কয়েকমাস আগে আন্তর্জাতিক বাজারে লঞ্চ হলেও এখন অফিশিয়ালি বাংলাদেশের যে কোন Realme এর আউটলেট থেকে মোবাইল প্রেমীরা Realme C55  মোবাইলটি সংগ্রহ করতে পারবেন।

Realme C55 মোবাইলটিতে ৫০০০ মিলি এম্পিয়ার ব্যাটারি থাকার পাশাপাশি ৪৫ ওয়াটার ফাস্ট চার্জিং সুবিধা হয়েছে যা মোবাইলটি দ্রুত চার্জ করতে সক্ষম সক্ষম। এছাড়া পন্ডিতে রয়েছে লেটেস্ট অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ১৪ ও রিয়েলমির এর UI 5.0। ডিসপ্লের ক্ষেত্রে ফোনটিতে ৬.৭৬ ইঞ্চি বড় ডিসপ্লে পাওয়া যাবে। তবে RAM এর উপর ভিত্তি করে বাজারে দুইটি ভেরিয়েন্টে মোবাইলটি পাওয়া যাচ্ছে।

সুবিধা

  • লেটেস্ট অপারেটিং সিস্টেম রয়েছে
  • 45W চার্জিং সহ 5000mAh ব্যাটারি
  • 90Hz ডিসপ্লে সহ 6.67-ইঞ্চি IPS LCD
  • NFC-সক্ষম ডিভাইস

অসুবিধা

  • 5G নেটওয়ার্ক নেই
  • Mediatek Helio G85 চিপসেট
  • 720×1604 পিক্সেল ডিসপ্লে রেজোলিউশন

Realme C55 এর দাম বাংলাদেশের কত টাকা

বর্তমানে ৮ জিবি+১২৮ জিবি ভেরিয়েন্টের দাম ১৯,৯৯৯ টাকা ও ৮জিবি+২৫৬জিবি ভেরিয়েন্টের Realme C55 এর দাম ২৩,৯৯৯ টাকা।

Realme C55 এর  স্পেসিফিকেশন

  • মোবাইলটি ফোরজি স্মার্টফোন।
  • মোবাইলটির ওজন মাত্র ১৮৫ গ্রাম। মোবাইলটি ধুলা ও পানির ছিটা প্রতিরোধী একটি স্মার্টফোন।
  • মোবাইলটিতে ডিসপ্লে টাইপ হিসেবে ব্যবহার করা হয়েছে IPS LCD ডিসপ্লে, তবে ডিসপ্লেতে 90Hz রিফ্রেশ রেট ও ৫০০ নিটস উজ্জ্বলতা থাকছে। মোবাইলটির ডিসপ্লের রেজুলেশন 720×1604।
  • MediaTek Helio G85 চিপসেট ফোনটিতে রয়েছে ও লেটেস্ট অপারেটিভ সিস্টেম এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে।
  • বর্তমানে এই স্মার্টফোনটির তিনটি ভেরিয়েন্ট রয়েছে; ৬ জিবি +১২৮ জিবি /৮জিবি+১২৮ জিবি/৮ জিবি+২৫৬ জিবি। তবে এই মোবাইলটিতে অতিরিক্ত মেমোরি কার্ড ব্যবহার করার সুবিধা রয়েছে।
  • মোবাইলটির পেছনে ক্যামেরায় রয়েছে ডুয়াল ক্যামেরা সেটআপ। পিছনের ক্যামেরা যথাক্রমে ৫০ মেগাপিক্সেল+২ মেগাপিক্সেল। তবে মোবাইলটির সেলফি ক্যামেরা ৮ মেগাপিক্সেল।
  • মোবাইলটিতে ৩.৫ মিলিমিটার হেডফোন জ্যাক ব্যবহার করার সুবিধা হয়েছে।
  • মোবাইলটি চার্জ করার জন্য আর ৪৫ ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা রয়েছে ও মোবাইলটিতে ৫০০০ মিলিএম্পিয়ারের বড় ব্যাটারি থাকছে।
  • বর্তমানে এই মোবাইলটি দুইটি রং এ বাজারে পাওয়া যাচ্ছে।

আরো জানতে পারেন: ১০০০ টাকা কমে মিলবে vivo এর নতুন স্মার্টফোন Vivo Y28 4G

(সব খবর প্রতি মুহূর্তে পেতে ফলো করুন আমাদের Google News পেজ)

Rate this post

Mobile Dokan Price

This profile publishes articles from the Mobile Dokan Price editorial team and its own correspondents All the details of the technology world are verified and published from here.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *