Smartphones

Oneplus Nord CE 2 Lite 5G এখন ২ হাজার কমে

Oneplus এর স্মার্টফোন মানেই স্মার্টফোনের বাজার নতুন এক ধামাকা। ২০২২ সালের এপ্রিল মাসে Oneplus Nord CE 2 Lite 5G স্মার্টফোনটি অফিসিয়ালি বাংলাদেশের বাজারে লঞ্চ হয়। 2022 সালের সময় অনুসারে মোবাইলটি বাজারে ব্যাপকভাবে গ্রাহকের কাছে সাড়া ফেলে। তবে বর্তমান সময়ে পুনরায় মোবাইলটি গ্রাহকের কাছে সেরা স্মার্টফোনের  এর তালিকায় উঠে এসেছে।

Oneplus এ লেটেস্ট তথ্য অনুসারে,Oneplus Nord CE 2 Lite 5G ২০০০ টাকা কমে মাত্র ২৯ হাজার ৯০০ টাকায় ওয়ানপ্লাসের আউটলেট থেকে বা বড় দোকান থেকে মোবাইলটি সংগ্রহ করা যাবে।

Oneplus Nord CE 2 Lite 5G এখন ২ হাজার কমে
Oneplus Nord CE 2 Lite 5G

বর্তমানে Oneplus Nord CE 2 Lite 5G মোবাইলটির আনঅফিসিয়াল মূল্য; ৬ জিবি+১২৮ জিবি ২৫ হাজার টাকা ও ৮ জিবি+১২৮ জিবি ২৭ হাজার টাকা।

ফোনটিতে রয়েছে এন্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেম তবে Oneplus নিজস্ব OxygenOS12.1 UI এ এই স্মার্টফোনটি পরিচালিত হচ্ছে। ৬ ন্যানোমিটার Qualcomm SM6375 Snapdragon 695 5G চিপসেট এই ফোনটিতে পাওয়া যাবে।

ডিসপ্লের ক্ষেত্রে ফোনটির ডিসপ্লে বেশ বড়। ৬.৫৯ ইঞ্চি বড় ডিসপ্লে রয়েছে ফোনটিতে। তবে মোবাইলটির ডিসপ্লে প্যানেলে ব্যবহার করা হয়েছে IPS LCD এর ডিসপ্লে। তবে ডিসপ্লেতে ১২০ হার্জের রিফ্রেশ রেট রয়েছে।

সুবিধা

  • সুন্দর ডিজাইনের স্মার্টফোন
  • 5G স্মার্টফোন
  • সুপার ব্যাটারি ক্ষমতা

অসুবিধা

  • NFC নেই
  • IPS LCD ডিসপেনের প্যানেল ব্যবহার করা হয়েছে এই ফোনটিতে।

পিছনের ক্যামেরায় ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে যা যথাক্রমে ৬৪মেগাপিক্সেল +২ মেগাপিক্সেল +২ মেগাপিক্সেল ও সেলফি ক্যামেরা হিসেবে রয়েছে ১৬ মেগাপিক্সেল ক্যামেরা।

৫০০০ মিলি এম্পিয়ার এর বড় ব্যাটারি ফোনটিতে লক্ষ্য করা যাচ্ছে। তবে ভাষা চেঞ্জ সুবিধা রয়েছে তবে ভাষার যেখানে খেতে ফোন দিতে ৩৩ ওয়াটের ফার্স্ট চার্জিং সুবিধা আছে।

মোবাইলটিতে ১২৮ জিবি ইন্টারনাল মেমোরি রয়েছে ও র্যাম হিসেবে থাকছে 6 জিবি ও ৮ জিবি আলাদা আলাদা ভেরিয়ান্ট।

যারা ওয়ান প্লাস মোবাইল প্রেমী তাদের জন্য এই মোবাইলটির হতে পারে সবচেয়ে চাহিদা সম্পন্ন একটি স্মার্টফোন।

আরো জানতে পারেন: ১০ হাজারে থাকছে টেকনোর নতুন ধামাকা Tecno Pop 9 4G

(সব খবর প্রতি মুহূর্তে পেতে ফলো করুন আমাদের Google News পেজ)

5/5 - (1 vote)

Mobile Dokan Price

This profile publishes articles from the Mobile Dokan Price editorial team and its own correspondents All the details of the technology world are verified and published from here.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *