১০ হাজারে থাকছে টেকনোর নতুন ধামাকা
১০ হাজারে থাকছে টেকনোর নতুন ধামাকা Tecno Pop 9 4G,সম্প্রতি টেকনো মোবাইল বাংলাদেশের নতুন একটি মডেলের স্মার্টফোন সে চলেছে। ধারণা করা যাচ্ছে আগামী ২৬ নভেম্বর ২০২৪ সালে মোবাইলটি বাংলাদেশের বাজারে অফিসিয়ালি লঞ্চ হবে। এরই সাথে টেকনো মোবাইলের তথ্য অনুযায়ী, মাত্র ১০ হাজার টাকায় মিলবে এই স্মার্টফোনটি। এই স্মার্টফোনটির মডেল Tecno Pop 9 4G। তবে মোবাইলটির অফিসিয়াল দাম এখনও প্রকাশ করা হয়নি।
টেকনো মোবাইলের তথ্য অনুসারে, মোবাইলটিতে থাকছে লেটেস্ট অপারেটিং সিস্টেম এন্ড্রয়েড ১৪।ডিসপ্লেতে থাকছে 6.67 ইঞ্চি বড় ডিসপ্ল। ক্যামেরার ক্ষেত্রে ফোনটির পিছনের ক্যামেরায় ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা লক্ষ্য করা যাবে। বর্তমানে এই স্মার্টফোনটি বাজারে দুইটি ভেরিয়েন্ট এ পাওয়া যাবে RAM দিক থেকে। তাছাড়া ব্যাটারির দিক থেকে দুর্দান্ত ও অপেক্ষা পাওয়া যাবে কারণ এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে ৫০০০ মিলি এম্পিয়ারের বড় ব্যাটারি,১৫ ওয়াট ফার্স্ট চার্জিং সাপোর্ট করে।
সুবিধা
- 4G নেটওয়ার্ক
- 90/120Hz রিফ্রেশ সহ 6.67-ইঞ্চি IPS ডিসপ্লে
- 13MP প্রধান পিছনের ক্যামেরা
- ফিঙ্গারপ্রিন্ট আনলক
- 15W চার্জিং সহ 5000mAh ব্যাটারি
অসুবিধা
- 8MP সেলফি ক্যামেরা
Tecno Pop 9 4G এর দুর্দান্ত স্পেসিফিকেশন
- Tecno Pop 9 4G- 4G স্মার্টফোন।
- ডিসপ্লের টাইপ IPS LCD। ডিসপ্লের রিফ্রেশ রেট এর মধ্যে দুটি পার্থক্য লক্ষ্য করা যাচ্ছে, ভারতীয় ভার্সনে ডিসপ্লে দিয়ে রয়েছে 90Hz রিফ্রেশ রেট ও আন্তর্জাতিক ক্ষেত্রে 120Hz রিফ্রেশ রেট।
- মোবাইলটির ডিসপ্লের সাইজ ৬.৬৭ ইঞ্চি।
- মোবাইলটিতে রয়েছে অ্যান্ড্রয়েড ১৪ এর অপারেটিং সিস্টেম। তবে Go edition অপারেটিং সিস্টেম ফোনটিতে থাকবে।
- unisoc T615 (12nm) চিপসেট আন্তর্জাতিক ভার্শনে পাওয়া যাবে অন্যদিকে ভারতীয় ভার্সনে MediaTek Helio G50 থাকবে।
- মোবাইলটির সামনের ক্যামেরায় অর্থাৎ সেলফি ক্যামেরা হিসেবে পাওয়া যাবে ৮ মেগাপিক্সেল ক্যামেরা ও পেছনের ক্যামেরা রয়েছে সিঙ্গেল ক্যামেরা যা ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা।
- ব্যাটারি ক্ষেত্রে মোবাইলটিতে রয়েছে ৫০০০ মিলি এম্পিয়ারের বড় ব্যাটারি যা লম্বা সময় ধরে ব্যাকআপ প্রদান করতে বেশ কার্যকর। তবে ফোনটি ফার্স্ট চার্জিং সুবিধাও রয়েছে। মোবাইলটিতে ১৫ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধার লক্ষ করা গিয়েছে।
মোবাইলটি সম্পর্কে বিস্তারিত তথ্য অফিসিয়ালি এখনও জানা যায়নি তবে আগামী ২৬ শে নভেম্বর তারিখে প্রত্যাশা করা যাচ্ছে মোবাইলটি সম্পর্কে বিস্তারিত তথ্য আপনাকে জানাতে পারবো।
আরো জানতে পারেন: ১৩ হাজার টাকায় মিলবে Samsung Galaxy F14 4G, না কিনলেই মিস
(সব খবর প্রতি মুহূর্তে পেতে ফলো করুন আমাদের Google News পেজ)