সর্বশেষ তথ্য অনুযায়ী এবার গুগল প্লে স্টোরে নতুন সুবিধা যোগ করতে কাজ করছে গুগল। এর অংশ হিসেবে খুব তারাতাড়ি তারা প্লে স্টোরে ‘কনটিনিউ প্লেয়িং’ নামে একটি নতুন বিভাগ বা সেকশন চালু করতে যাচ্ছে। এই সেকশনের মাধ্যমে ব্যবহারকারীরা প্লে স্টোরে ডাউনলোড করা গেমগুলো কখন শেষবার খেলা হয়েছে, এ সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারবেন।
অনেক মোবাইল ব্যবহারকারী রয়েছেন যার প্লে স্টোর থেকে গেম ডাউনলোড করেন, তবে পরে সেগুলি খেলার বিষয়টি ভুলে যান। এই সমস্যার সমাধান হিসেবে ‘কনটিনিউ প্লেয়িং’ সেকশনটি আসছে। এর ফলে, যেসব গেম খেলতে ইচ্ছা হয় না, সেগুলো সহজেই মুছে ফেলা যাবে যাবে ও যেসব গেমস খেলতে ইচ্ছে করবে সেগুলো রাখা যাবে স্মার্টফোনে। প্রথমদিকে, গুগল প্লে স্টোরের ৪৩.৪.২৩-৩১ সংস্করণের ব্যবহারকারীরা এই সুবিধা পাবেন।
আরো জানুন: পারফরম্যান্সের কিং Vivo 40 Lite
(সব খবর প্রতি মুহূর্তে পেতে ফলো করুন আমাদের Google News পেজ)