দীর্ঘ সময় ধরে ব্যবহারে চোখের ক্ষতি হবে না যে ফোনে
সম্প্রতি রিয়েলমি বাংলাদেশের নতুন স্মার্টফোন ‘নোট ৬০’ মডেলটি বাজারে এসেছে, যার অন্যতম বিশেষত্ব হলো এর ৯০ হার্টজের আই কমফোর্ট ডিসপ্লে প্রযুক্তি। দীর্ঘ সময় ব্যবহার করলেও এই ডিসপ্লে চোখের ওপর কোনো নেতিবাচক প্রভাব ফেলে না, ফলে চোখে অস্বস্তি, ব্যথা বা জ্বালাপোড়া অনুভূত হয় না। ফোনটির শক্তিশালী ডাইকাস্ট অ্যালুমিনিয়াম ফ্রেম ও মজবুত ডিসপ্লে থাকায় এটি হাত থেকে পড়ে গেলেও সহজে ক্ষতিগ্রস্ত হয় না বা দাগ পড়ে না। এছাড়া, রেইনওয়াটার স্মার্ট টাচ প্রযুক্তির মাধ্যমে ভেজা হাতেও এটি ব্যবহার করা যায়।
ফোনটির ডিসপ্লে ৬.৭৪ ইঞ্চি, এবং পেছনে রয়েছে এলইডি ফ্ল্যাশসহ ৩২ মেগাপিক্সেলের ক্যামেরা, যা কম আলোতেও উন্নত মানের ছবি ও ভিডিও ধারণ করতে সক্ষম। সামনে রয়েছে ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ফোনটিতে ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি রয়েছে এবং ৪ গিগাবাইট র্যাম, যা ১২ গিগাবাইট পর্যন্ত বাড়ানো সম্ভব। ফোনটি ৬৪ গিগাবাইট ও ১২৮ গিগাবাইটের দুটি ভ্যারিয়ান্টে পাওয়া যাচ্ছে, যার মূল্য যথাক্রমে ১১,৯৯৯ টাকা ও ১২,৯৯৯ টাকা।
আরো জানতে পারেন: না জানলেই মিস করবেন Samsung Galaxy S25 Ultra সম্পর্কে অবাক করা তথ্য
(সব খবর প্রতি মুহূর্তে পেতে ফলো করুন আমাদের Google News পেজ)