Smartphones

মিলিটারি গ্রেড সার্টিফিকেশন সহ লঞ্চ হল Motorola Edge 50 Neo

প্রতিটি মোবাইলের এমন কিছু বিশেষ ফিচার থাকে যা অন্য মোবাইল থেকে ঐ মোবাইলটিকে করে তুলে আলাদা। ঠিক তেমনি বর্তমান সময়ে বাজারে লঞ্চ হওয়া জনপ্রিয় একটি মেবাইল হচ্ছে Motorola Edge 50 Neo। তাহলে দেরি না করে আজকের এই আর্টিকেল এর মাধ্যমে স্মার্টফোনটি সম্পর্কে লেটেস্ট আপডেট জেনে নেওয়া যাক

মিলিটারি গ্রেড সার্টিফিকেশন সহ লঞ্চ হল Motorola Edge 50 Neo
Motorola Edge 50 Neo

Motorola Edge 50 Neo ফোনের ফিচারসমূহ

ডিসপ্লে: Motorola Edge 50 Neo ফোনে রয়েছে 6.4 ইঞ্চির ওয়াইড Super HD LTPO ডিসপ্লে, যা 120Hz রিফ্রেশ রেট, 3000 নিট ব্রাইটনেস, 100% DCI-P3 কালার গামুট এবং 10-বিট কালার সাপোর্ট করে। স্ক্রিনের চারপাশে ন্যারো বেজেল ও পাঞ্চ হোল কাটআউট যুক্ত করা হয়েছে।

ক্যামেরা: ফটোগ্রাফির জন্য 50MP Sony LYTIA 700C আলট্রা পিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং 10MP টেলিফটো লেন্স সহ রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এআই ম্যাজিক ইরেজার, এআই ফটো আনব্লার এবং এআই ম্যাজিক এডিটর ফিচারসমূহ এতে অন্তর্ভুক্ত রয়েছে। সেলফির জন্য রয়েছে 32MP ফ্রন্ট ক্যামেরা, যা 4K ভিডিও রেকর্ডিং সক্ষমতা রাখে।

ব্যাটারি: 4310mAh ব্যাটারি যুক্ত এই ফোনে 68W টার্বো পাওয়ার ফাস্ট চার্জিং এবং 15W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট রয়েছে ।

ওএস: ফোনটি Android 14 অপারেটিং সিস্টেমে চলে এবং এতে ৫ বছরের সিকিউরিটি আপডেট এবং ৫টি ওএস আপডেট পাওয়া যাবে।

প্রসেসর: এই ডিভাইসটি চালিত হচ্ছে 4 ন্যানোমিটার প্রসেসে তৈরি MediaTek Dimensity 7300 অক্টা-কোর প্রসেসর দ্বারা, যার ক্লক স্পীড 2.5GHz।

স্টোরেজ: এতে 8GB LPDDR4X RAM ও 256GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে, এবং Virtual RAM সাপোর্ট করে, যা RAM আরও বাড়াতে সাহায্য করে।

অন্যান্য ফিচার: ফোনটি ডুয়েল সিম 5জি, ওয়াইফাই 6ই, ব্লুটুথ 5.3 সাপোর্ট করে। IP68 রেটিং যুক্ত থাকায় এটি জল এবং ধুলো প্রতিরোধ করতে সক্ষম। এছাড়াও এআই স্টাইল সিঙ্ক ও এআই ম্যাজিক ক্যানভাসের মতো ফিচারের মাধ্যমে ওয়ালপেপার ও ইমেজ ক্রিয়েট করা সম্ভব।

আরো জানতে পারেন: ইন্টারনেট ছাড়াই চলবে হোয়াটসঅ্যাপ অ্যাপ

(সব খবর প্রতি মুহূর্তে পেতে ফলো করুন আমাদের Google News পেজ)

Rate this post

Mobile Dokan Price

This profile publishes articles from the Mobile Dokan Price editorial team and its own correspondents All the details of the technology world are verified and published from here.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *