হুয়াওয়ে আইফোনকে চ্যালেঞ্জ দিয়ে আনছে স্মার্টফোন এমন তথ্য সম্প্রতি জানা গিয়েছে। আন্তর্জাতিক বাজারে আসার পূর্বেই চীনের স্মার্টফোন নির্মাতা হুয়াওয়ে আইফোনকে চ্যালেঞ্জ জানিয়েছে। একই দিনে দুই প্রতিষ্ঠান তাদের নতুন ফোন বাজারে আনতে চলেছে।
২০ সেপ্টেম্বর, আইফোন ১৬ প্রো এবং আইফোন ১৬ প্রো ম্যাক্স উন্মোচিত হবে, অন্যদিকে হুয়াওয়ে একই দিনে তাদের মেটএক্সটি বাজারে ছাড়বে। মেটএক্সটি ফোনটি তিনপাশ থেকে ভাঁজ করা যাবে, এবং এই কারণে আগাম অর্ডারও শুরু হয়েছে।
তবে, হুয়াওয়ের মেটএক্সটি ফোনটির দাম আইফোনের তুলনায় অনেক বেশি। এই ফোনটির দাম শুরু হবে ২৮০০ মার্কিন ডলার থেকে, যা আইফোনের দ্বিগুণেরও বেশি। তবে এই ফোনটিতে দূরান্ত ফিচার উপলব্ধ থাকবে যা গ্রাহকের মন জয় করে নিবে এমন তথ্য জানা যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে গুন্জন শোনা যাচ্ছে যে, হুয়াওয়ে আইফোনকে টেক্কা দিতে ৩ পাটের ফ্লোডিং ফোন আনছে।
এছাড়া, অ্যাপল তাদের ভয়েস অ্যাসিস্ট্যান্ট ‘সিরি’ এবং ক্যামেরার উন্নতি করতে যাচ্ছে, যা অক্টোবর থেকে উপলব্ধ হবে বলে জানা গেছে। তবে, আপডেটের বিস্তারিত এখনও প্রকাশ করা হয়নি।
আরো জানতে পারেন: Apple iPhone 16 এর স্পেসিফিকেশন লিক
(সব খবর প্রতি মুহূর্তে পেতে ফলো করুন আমাদের Google News পেজ)
তথ্যসূএ: জুম বাংলা