বর্তমান যুগে বাটন ফোন ব্যবহারের প্রবণতা যেমন কমেছে তেমনি টাচস্ক্রিন স্মার্টফোনই এখন অধিক জনপ্রিয়। সাধারণত স্মার্টফোনগুলোতে ভলিউম ও পাওয়ার বাটন থাকে। তবে চীনের প্রযুক্তি কোম্পানি শাওমি একটি নতুন উদ্ভাবনের মাধ্যমে স্মার্টফোনের পুরোনো ধারণাকে চ্যালেঞ্জ জানাতে যাচ্ছে সম্প্রতি প্রকাশিত একটি প্রতিবেদনের মাধ্যমে জানা যায়। তারা একটি সম্পূর্ণ বাটনবিহীন স্মার্টফোনের উপর কাজ করছে
শাওমি গত দেড় বছর ধরে ‘ওয়াংশু’ কোডনেমের একটি বাটনবিহীন ফোন নিয়ে কাজ করছিল, যা ছিল তাদের প্রথম বাটনবিহীন মডেল। যদিও এই মডেলটি বাজারে লঞ্চ হয়নি, শাওমি আবারও নতুন বাটনবিহীন ফোন নিয়ে আসছে
নতুন স্মার্টফোনটির কোডনেম ‘ঝুবে’, যা শাওমির মিক্স সিরিজের অংশ হতে পারে। ‘ঝুবে’ মডেলটি ‘ওয়াংশু’র তুলনায় আরও উন্নত প্রযুক্তি এবং বৈশিষ্ট্য নিয়ে আসবে। এতে থাকবে আধুনিক সেন্সর প্রযুক্তি, যা চোখের মুভমেন্ট এবং হাতের ইশারার মাধ্যমে ফোনের বিভিন্ন ফাংশন নিয়ন্ত্রণ করতে সক্ষম
এর আগে, ‘ওয়াংশু’ প্রোটোটাইপের একটি ছবি চীনের কুলএপিকে ফোরামে প্রকাশিত হয়েছিল। ছবিতে দেখা গেছে ফোনটি বাটনবিহীন এবং এতে স্ন্যাপড্রাগন ৮ জেন ২ চিপসেট ব্যবহার করা হয়েছে। এতে আন্ডার স্ক্রিন ক্যামেরা, ২কে ১২০ হার্টজ এলটিপিও ডিসপ্লে, ৪৫০০ এমএএইচ ব্যাটারি এবং ২০০ ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা রয়েছে
প্রযুক্তি বিশ্লেষকরা মনে করছেন, বাটনবিহীন এই ফোনটি ২০২৫ সালের এপ্রিল থেকে জুনের মধ্যে বাজারে আসতে পারে। বর্তমানে রিয়েলমি ও অ্যাপলও হাতের ইশারা এবং চোখের নড়াচড়ার মাধ্যমে কিছু ফিচার নিয়ন্ত্রণের প্রযুক্তি নিয়ে কাজ করছে, যদিও এই প্রযুক্তিগুলি এখনও পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে
যেহেতু শাওমি এখনো বাটনবিহীন ফোনের বিষয়ে অফিসিয়ালি কিছু ঘোষণা করেনি, তাই তথ্যগুলো সতর্কতার সাথে গ্রহণ করা উচিত। কিছু ছবি ফাঁস হলেও, এটি নিশ্চিত করা যাচ্ছে না যে এই ফোন বাজারে আসবে কিনা
তথ্যসূএ: আজকের পত্রিকা
আরো জানতে পারেন:স্মার্টফোনে জায়গা খালি করার ৭টি কার্যকরী উপায়
(সব খবর প্রতি মুহূর্তে পেতে ফলো করুন আমাদের Google News পেজ)