সম্প্রতি বাজারে শাওমির যপ স্মার্টফোনটি লঞ্চ হয়েছে তার মধ্যে Xiaomi Poco M6 বেশ গ্রাহকের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে বিশেষ করে কম দামে ও বেশ শক্তিশালী ফিচার থাকার কারনে। তবে মোবাইলটি ভারতে অফিশিয়ালি লঞ্চ হলেও বাংলাদেশে এখনও মোবাইলটি অফিশিয়ালি পাওয়া যাচ্ছে না ও আবার অনেকে অফিশিয়াল দামের তুলনায় কম দামে স্মার্টফোন ক্রেয় করতে চায় চাই তাদের আনঅফিশিয়াল দাম জানা প্রয়োজন। Xiaomi Poco M6 এর 6GB+128GB এর দাম বাংলাদেশে আনঅফিশিয়াল দাম ১৬,২০০ টাকা।
Xiaomi Poco M6 এর সংক্ষিপ্ত স্পেসিফিকেশন
- MediaTek Dimensity 6100 Plus এর চিপসেট রয়েছে। তবে স্মার্টফোনটি এন্ড্রয়েড ভার্সন ১৩ তে পরিচালিত একটি স্মার্টফোন।
- ১২৮ জিবি ROM রয়েছে।
- মোবাইলটি 5G স্মার্টফোন।
- ৬ জিবি মেমোরি রয়েছে।
- 6.74 ইঞ্চির IPS LCD টাইপের ডিসপ্লে রয়েছে।
- পিছনের কয়ামেরায় ডুয়েল ক্যামেরা সেটআপ রয়েছে । ৫০ মেগাপিক্সেল +০.০৮ মেগাপিক্সেল।
- ৫ মেগাপিক্সেল এর সেলফি ক্যামেরা।
- লিথিয়াম পলিমারের ৫০০ মিলি এম্পিয়ারের ব্যাটারি রয়েছে সঙ্গে মোবাইলটি চার্জ করার জন্য 18W wired ফার্স্ট চার্জিং সুবিধা রয়েছে।
- Side-Mounted ফিঙ্গারপ্রিন্ট সেন্সরসহ সকল প্রয়োজনীয় সেন্সর রয়েছে।
- ৩.৫ মিলিমিটার জ্যাক রয়েছে ও সাউন্ড কোয়ালিটি বেশ ভালো।
সব মিলিয়ে ফোনটি দাম অনুযায়ী ঠিক আছে। তবে মোবাইল থেকে ক্রয় করার আগে বাজারে এর বিকল্প স্মার্টফোনগুলি সম্পর্কে আপনার জেনে নেওয়া প্রয়োজন।
আপনি আরও একটি স্মার্ট ফোন সম্পর্কে জানতে পারেন: এখনই সুযোগ ১৫০০ টাকা কমে Xiaomi Redmi A3
(সব খবর প্রতি মুহূর্তে পেতে ফলো করুন আমাদের Google News পেজ)