Nothing স্মার্টফোন কোম্পানি সম্প্রতি তাদের সাব-ব্র্যান্ড CMF ঘোষণা করেছে ও তারা ভারতে তাদের প্রথম স্মার্টফোন লঞ্চ করতে চলেছে, যা CMF Phone 1 নামে পরিচিত হবে। তবে কোম্পানিটি CMF Phone 1 ফোনটির টিজার ইমেজ শেয়ার করে ফোনটির লুক সম্পর্কে বিভিন্ন তথ্য জানালেও লঞ্চের তারিখ সম্পর্কে কিছু তথ্য প্রকায়শ করেনি। তবে CMF Phone 1 স্মার্টফোনের স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক তবে।
CMF Phone 1 এর স্পেসিফিকেশন
- এই ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা (পিছনের ক্যামেরা)থাকবে। ব্যাক প্যানেলে একটি 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর থাকবে। সেলফি এবং ভিডিও কলের জন্য ফোনটিতে একটি 16MP ফ্রন্ট ক্যামেরা (সেলফি ক্যামেরা) থাকবে।
- CMF Phone 1 একটি 6.67-ইঞ্চি FHD+ ডিসপ্লে সহ আসতে পারে। এটি একটি ওয়াটারড্রপ নচ স্ক্রিন হতে পারে এবং লিক রিপোর্ট অনুযায়ী এই স্ক্রিনটি OLED প্যানেল দ্বারা নির্মিত হবে, যা 120Hz রিফ্রেশরেটে কাজ করবে।
- CMF Phone 1 অ্যান্ড্রয়েড 14 এর সাথে লঞ্চ হবে এবং এটি Nothing OS 2.6 এ রান করবে। প্রসেসিং এর জন্য ফোনটিতে থাকবে MediaTek Dimensity 7300 অক্টা-কোর প্রসেসর, যা 4 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে নির্মিত এবং 2.5GHz ক্লক স্পিডে রান করবে।
- CMF Phone 1 দুটি স্টোরেজ ভেরিয়েন্টে আসবে বলে ধারণা করা হচ্ছে। লিক অনুসারে, ফোনটিতে 6GB র্যাম থাকবে এবং দুটি স্টোরেজ অপশন থাকবে: 128GB এবং 256GB। এটি LPDDR4x RAM এবং UFS 2.2 স্টোরেজ প্রযুক্তিতে কাজ করবে।
এছাড়া মোবাইলটির পাওয়ার ব্যাকআপের জন্য, CMF Phone 1 স্মার্টফোনে 5,000mAh ব্যাটারি থাকবে, যা 33W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।
CMF Phone 1 এর দাম বাংলাদেশে কত
যদিও মোবাইলটি বাংলাদেশের পরবর্তীতে আসবে তবে মোবাইলটির দাম ধারণা করা যাচ্ছে 6GB RAM + 128GB স্টোরেজ প্রায় ৩২,০০০ টাকা ও 6GB RAM + 256GB স্টোরেজ প্রায় ৩৫০০০ টাকা হতে পারে।
আপনি আরো জানতে পারেন: শীঘ্রই মার্কেটে লঞ্চ হবে OPPO Reno 12F
(সব খবর প্রতি মুহূর্তে পেতে ফলো করুন আমাদের Google News পেজ)