বর্তমান সময়ে আমরা সকলেই চাই যে আমাদের সাধ্যের মধ্যে এমন একটি স্মার্টফোন থাকুক আর সেই স্মার্টফোনে থাকুক দুর্দান্ত ফাস্ট চার্জিং ও লং টাইম ব্যাকআপ। এটি যদি আপনার চাওয়া হয় তাহলে vivo Y200 GT এই স্মার্টফোনটি আপনার জন্যই। কারন vivo Y200 GT মোবাইলটিতে হয়েছে ৮০ ওয়ার্ডের সুবিধা যা প্রায় ৫০ মিনিটের মধ্যে আপনার ফোনটিকে ফুল চার্জ করতে সক্ষম। তবে ৫০ মিনিট লাগবে কেন কাজ করতে ৮০ ওয়াট সত্বেও সেটি হচ্ছে এই স্মার্টফোনটিতে রয়েছে ৬০০০ মিলি এম্পিয়ারের একটি ব্যাটারি। শুধু এখানেই সীমাবদ্ধ নয় বরং 7.5W reverse wired এর ফার্স্ট চার্জিং সুবিধা রয়েছে এই ফোনটিতে। তবে ধারণা করা যাচ্ছে এই ফোন কি বাংলাদেশে ২৫ হাজার টাকার কিংবা ৩০,০০০ টাকার মধ্যে পাওয়া যাবে।
vivo Y200 GT স্মার্টফোনটি সম্পর্কে ২০ মে ২০২৪ সালে তথ্য প্রকাশিত হয় ও এটি দ্রুতই বাংলাদেশের মোবাইল বাজারে পাওয়া যাবে।
এছাড়া এই মোবাইলটিতে আপনি পাবেন ৬.৭৮ এর একটি বড় ডিসপ্লে। আর এই ডিসপ্লেতে পাচ্ছেন ১৪৪ হার্জের রিফ্রেশ রেট। তবে এখানেই যে সীমাবদ্ধতা নয় কারণেই ফোনটির ডিসপ্লে তে ব্যবহার করা হয়েছে ৪৫০০ নিটস উজ্জ্বলতা। এর আগে অন্য কোন ফোনে এত পরিমাণ উচ্চতা ব্যবহার করা হয়েছে কিনা আপনি হয়তো জানেনও না। তাহলে ফাস্ট চার্জিংয়ের পাশাপাশি মোবাইলির বিশাল চমক রয়েছে ডিসপ্লেতে।
এছাড়া পারফরম্যান্সের দিক থেকে মোবাইলটি বেশ শক্তিশালী কারন মোবাইলটিতে শক্তিশালী চিপসেট Qualcomm Snapdragon 7 Gen 3 ব্যবহার করা হয়েছে। মোবাইলটিতে ROM ও RAM হিসেবে রয়েছে 128G+ 8GB RAM, 256GB+8GB RAM, 256GB+12GB RAM, 512GB+12GB RAM।
ক্যামেরার দিক থেকে ডুয়েল ক্যামেরা সেটআপ করা ৫০ মেগাপিক্সেল + ২ মেগাপিক্সেলের একটি ক্যামেরা আপনি পাচ্ছেন এই ফোনটিতে। তবে সামনের ক্যামেরা অর্থাৎ সেলফি ক্যামেরা আপনি পাবেন ১৬ মেগাপিক্সেলের একটি ক্যামেরা। তবে পিছনে ক্যামেরাটি দিয়ে 4K@30fps ও সামনের ক্যামেরা দিয়ে 1080p@30fps ফরমেটের সর্বোচ্চ ভিডিও ধারণ করতে পারবেন আপনি।
সবশেষে আপনাকে জানিয়ে রাখি যে, এই স্মার্টফোনটি হচ্ছে একটি 5জি স্মার্টফোন আর একটিভিটি বেশ ভালো সকল ধরনের ফিচার এই ফোনটিতে রয়েছে। এছাড়া প্রয়োজনীয় সকল সেন্সর আপনি এই ফোনটিতে পাবেন। যারা মূলত একটু কমদাম অর্থাৎ ৩০ হাজার টাকার মধ্যে ফোন ক্রয় করতে চান তাদের জন্য এই ফোনটি একটি পারফেক্ট একটি ডিভাইস।
আপনি আরো জানতে পারেন: OnePlus Nord N30 SE এখন মাএ ১৬ হাজারের মধ্যে
(সব খবর প্রতি মুহূর্তে পেতে ফলো করুন আমাদের Google News পেজ)