Smartphones
Trending

5 আগস্ট ভারতে লঞ্চ হবে 108 মেগাপিক্সেল ক্যামেরার নতুন 5G স্মার্টফোন

5 আগস্ট ভারতে লঞ্চ হবে 108 মেগাপিক্সেল ক্যামেরার নতুন 5G স্মার্টফোন। সম্প্রতি Infinix কোম্পানি তাদের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে ঘোষণা করেছে যে, তাদের নতুন Infinix Note 40X 5G স্মার্টফোনটি ৫ আগস্ট ২০২৪ সালে ভারতে লঞ্চ হবে। এই তারিখে ফোনটির মূল্য এবং অন্যান্য স্পেসিফিকেশন সম্পর্কেও বিস্তারিত জানা যাবে। কোম্পানির ভারতীয় ওয়েবসাইট, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে ফোনটির লঞ্চ ইভেন্ট লাইভ দেখা যাবে।

Infinix Note 40X 5G এর স্পেসিফিকেশন

Infinix Note 40X 5G এর স্পেসিফিকেশ প্রকাশিত তথ্য অনুযায়ী যা থাকছে:

5 আগস্ট ভারতে লঞ্চ হবে 108 মেগাপিক্সেল ক্যামেরার নতুন 5G স্মার্টফোন আসছে
Infinix Note 40X 5G
  •  Infinix Note 40X 5G স্মার্টফোনে থাকবে ১০৮০ x ২৪৬০ পিক্সেল রেজোলিউশন সহ ৬.৭৮ ইঞ্চির FHD+ ডিসপ্লে এবং ১২০Hz রিফ্রেশ রেট। এক কথায় বাজেটের সেরা স্মার্টফোনের ডিসপ্লে ও ফিচার এখানেই পাবেন।
  • এই স্মার্টফোনে ১০৮ মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা সিস্টেম থাকবে, যেখানে ২ মেগাপিক্সেলের সেকেন্ডারি লেন্স এবং থার্ড লাইট সেন্সর থাকবে। ফ্রন্ট ক্যামেরা হিসেবে থাকতে পারে ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা।
  • এই  স্মার্টফোনে অ্যান্ড্রয়েড ১৪ এবং XOS ১৪ অপরারেটিং সিস্টেম রয়েছে ও চিপসেট MediaTek Dimensity 6300  এবং অক্টাকোর প্রসেসর দেওয়া হবে।
  • Infinix Note 40X 5G স্মার্টফোনে থাকবে ১২জিবি র‍্যাম এবং ৮জিবি র‍্যাম সংস্করণে পাওয়া যাবে। ভার্চুয়াল র‍্যাম ফিচারের মাধ্যমে ১২জিবি র‍্যামে অতিরিক্ত ১২জিবি এবং ৮জিবি র‍্যামে অতিরিক্ত ৮জিবি ভার্চুয়াল র‍্যাম যোগ করা যাবে।
  • ব্যাটারি পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে থাকতে পারে ৫,০০০mAh ব্যাটারি।

তবে মোবাইলটি সম্পর্কে বেশি কোন তথ্য এখনো প্রকাশ হয়নি মোবাইলটি বাজারে অফিশিয়ালি প্রকাশের সাথে যাতে মোবাইলটির দাম সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যাবে।

আপনি আরো জানতে পারেন: Realme C61 এর দাম বাংলাদেশে কত জানুন

(সব খবর প্রতি মুহূর্তে পেতে ফলো করুন আমাদের Google News পেজ)

5/5 - (3 votes)

Mobile Dokan Price

This profile publishes articles from the Mobile Dokan Price editorial team and its own correspondents All the details of the technology world are verified and published from here.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *