20GB পর্যন্ত র্যাম থাকছে এবং শক্তিশালী স্পেসিফিকেশন এটি জেনেই হয়তো আপনি এই পোস্টটিতে এসেছেন। তবে এই পোস্টটি আপনার জন্য কারন আজকের আলোচনায় আমরা দুর্দান্ত একটি স্মার্টফোন সম্পর্কে আপনাকে জানাবো। নাথিং স্মার্টফোন কোম্পানি বরাবরই তাদের ব্যবহারকারীদের জন্য নতুন কিছু নিয়ে আসার চেষ্টা করে ও সেটি দ্রুত প্রকাশও করে থাকে।
সম্প্রতি নাথিং কোম্পানি জানিয়েছে যে আগামী 31 জুলাই Nothing Phone (2a) Plus স্মার্টফোন লঞ্চ করা হবে। কোম্পানির পক্ষ থেকে এই আপকামিং ফোনের চিপসেট এবং র্যাম সম্পর্কে তথ্য প্রকাশ করা হয়েছে। এই ফোনে বুস্টার ফিচারসহ 20জিবি স্টোরেজ অপশন থাকবে। তাহলে দেরি না করে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই আপকামিং ফোন সম্পর্কে কি থাকছে এই স্মার্টফোনে।
Nothing Phone (2a) Plus স্মার্টফোনটি সম্পর্কে কোম্পানি তাদের ওয়েবসাইট এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X-এ তথ্য শেয়ার করেছে। MediaTek Dimensity 7350 Pro চিপসেট থাকবে এই স্মার্টফোনে। কোম্পানির শেয়ার করা তথ্য অনুযায়ী অনুযায়ী এই চিপসেট সর্বমোট 8 কোর সহ 3.0 গিগাহার্টজ ক্লক স্পিড সাপোর্ট করে। এটি নাথিং ফোন (2a) থেকে 10 শতাংশ বেশি শক্তিশালী। এই নতুন চিপসেটে 1.3 গিগাহার্টজ সহ মালী-জি610 এমসি4 জিপিইউ যোগ করেছে। তবে Nothing Phone (2a) Plus স্মার্টফোনে দুর্দান্ত স্পিড এবং স্মুথ অভিজ্ঞতার জন্য ১২ জিবি র্যাম থাকবে বলে জানা গেছে। এই ফোনে ৮ জিবি র্যাম বুস্টার ফিচারের সাহায্যে 20জিবি পর্যন্ত স্টোরেজ ক্ষমতা পাওয়া যাবে।
মোবাইলটির দাম কেমন হবে সম্পর্কে অফিসিয়াল কোন তথ্য এখনো প্রকাশ হয়নি।আগামী ৩১ জুলাই ফোনটি অফিশিয়ালি প্রকাশের পরে মোবাইলটির অফিশিয়াল দাম অ্যাঁ প্রকাশ্যে আসবে। এর সাথে এই স্মার্টফোনটিতে আর কি কি ফিচার থাকছে ডিসপ্লে,ক্যামেরা ও অন্যান্য ক্ষেত্রে সেটি আমরা আপনাকে আপডেট জানাবো।
আপনি আরো জানতে পারেন: 5 আগস্ট ভারতে লঞ্চ হবে 108 মেগাপিক্সেল ক্যামেরার নতুন 5G স্মার্টফোন
(সব খবর প্রতি মুহূর্তে পেতে ফলো করুন আমাদের Google News পেজ)