সম্প্রতি কিছু দিন ধরে গুন্জন শুনতে পাওয়া যাচ্ছিল যে বাজারে Vivo এর নতুন একটি স্মার্টফোন আসতে চলেছে। অবশেষে অপেক্ষার শেষে আগামীকাল অর্থাৎ ২০ জুন ২০২৪ সালে মোবাইলটি লঞ্চ করবে। মোবাইলটির মডেল হচ্ছে Vivo Y58 5G।
Vivo Y58 5G এর দাম কত
smartprix এর মতে মোবাইলটির দাম ভারতে ২২,৯৯০ রুপিতে পাওয়া যেতে পারে। তবে মোবাইলটির অফিশিয়াল দাম প্রকাশ্যে এলে আমরা দ্রুত আপডেট করে জানাবো।
Vivo Y58 5G এর স্পেসিফিকেশন
- Vivo Y58 5G স্মার্টফোনে থাকতে পারে Snapdragon 4 Gen 3 octa-core প্রসেসর। এই ফোনটিতে 6 ন্যানোমিটার প্রযুক্তিতে নির্মিত Qualcomm-এর চিপসেট থাকবে, যা 2.3GHz ক্লক স্পিডে চলবে। যা পারফরম্যান্স এর দিক থেকে বলা যায় একদম পারফেক্ট একটি স্মার্টফোন। মোবাইলটি দিয়ে খুব ভালো ভাবে বড় বড় ভারী গেমস খুব স্মুথলি খেলা যাবে।
- Vivo Y58 5G ফোনটি 8 GB RAM মেমরির সাথে আসবে। এছাড়া ফোনটিতে 8GB এক্সটেন্ডেড RAM থাকবে, যা ফিজিক্যাল RAM এর সাথে মিলিয়ে ফোনটিকে 16GB RAM-এর ক্ষমতা দেবে। এই মোবাইলটিতে 128GB ইন্টারনাল স্টোরেজ এবং 1TB মেমরি কার্ড সাপোর্ট করবে। তাহলে আপনি বুজতেই পেরেছেন যে এখানে তারা কমতি রাখেনি।
- Vivo Y58 5G ফোনটি 6.72 ইঞ্চি Full HD ডিসপ্লে নিয়ে বাজারে আসবে। এই ডিভাইসের স্ক্রিনে 120Hz রিফ্রেশরেট এবং 1024 নিটস ব্রাইটনেস থাকবে বলে জানা গেছে। তবে মোবাইলটির ডিসপ্লের টাইপ হিসেবে কি থাকছে এ সম্পর্কে এখনও কোন তথ্য জানা যায়নি।
- Vivo Y58 5G ফোনটি ফটোগ্রাফির জন্য ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ সমর্থন করবে। এর পিছনের প্যানেলে থাকবে 50MP AI পোর্ট্রেট লেন্স এবং 2MP সেকেন্ডারি সেন্সর। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য থাকবে 8MP ফ্রন্ট ক্যামেরা। তবে মোবাইলটির সম্পর্কে বিস্তারিত প্রকাশ পেলে আমরা আপনাকে ক্যামেরা সম্পর্কে রিভিউ প্রকাশ করে আপডেট জানাবো।
- Vivo Y58 5G ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য থাকবে 6,000mAh ব্যাটারি, যা 44W ফাস্ট চার্জিং প্রযুক্তি সমর্থন করবে। তাহলে বুজতেই পারছেন মোবাইলটি যেমন ফাস্ট চার্জিং সুবিধা দেয় ও তেমন লং টাইম ব্যাকআপ প্রদান করে।
আপনি আরো জানতে পারেন: Mediatek Dimensity 6080 থাকছে Tecno Spark 20 Pro 5G স্মার্টফোনে
(সব খবর প্রতি মুহূর্তে পেতে ফলো করুন আমাদের Google News পেজ)