২০১৯ সালের ১৫ সেপ্টেম্বর সারাবিশ্বে লঞ্চ হওয়া মোবাইলটি নাম হচ্ছে Oppo A9 (2020)। বর্তমানে এই মোবাইলটির উপর 16.71% ডিসকাউন্ট চলছে। শুরুতে মোবাইলটির দাম ছিল ২৪ হাজার টাকা। কিন্তু বর্তমানে এই মোবাইলটি পাওয়া যাচ্ছে মাত্র ১৯,৯৯০ টাকায়। আপনি বাংলাদেশের যে কোন Oppu এর শোরুম ও বড় দোকানগুলোতে এই মোবাইলটি পাবেন।
Oppo A9 (2020) এর স্পেসিফিকেশন
- Qualcomm Snapdragon 665 এর 11 ন্যানোমিটার আকারের চিপসেট ব্যবহার করা হয়েছে এই ফোনটিতে। এরই সাথে প্রসেসর হিসেবে থাকবে 2 GHz, Quad core, Kryo 260 + 1.8 GHz, Quad core, Kryo 260। তবে মোবাইলটি ২০১৯ সালে বাজারে আসার কারণে আপনি এই মোবাইলটিতে এন্ড্রয়েড ভার্সন 9 পাবেন। Oppo এর ColorOS UI থাকবে এই ফোনে।
- ৬.৫ ইঞ্চি একটি বড় ডিসপ্লে থাকবে এই ফোনটিতে। IPS LCD হচ্ছে মোবাইলটির ডিসপ্লে টাইপ। 60 Hz হচ্ছে মোবাইলটির রিফ্রেশ রেট। যা বর্তমান সময়ে এই দামে প্রায় 120Hz পাওয়া যায়। মোবাইলটা ডিসপ্লের প্রটেকশন করছে Gorilla Glass v3 ও ডিসপ্লে রেজুলেশন হচ্ছে HD+ 720 x 1600। তবে ফোনটিতে উজ্জ্বলতা খুবই কম বললেই চলে কারণ 480 nits উজ্জ্বলতা রয়েছে।
- Quad ক্যামেরা সেটআপ রয়েছে মোবাইলটি পিছনের ক্যামেরায়। যা যথাক্রমে,
48 MP f/1.8, Primary Camera, 8 MP f/2.25, Ultra-Wide Angle Camera, 2 MP f/2.4, Macro Camera, 2 MP f/2.4, Depth Camera
মোবাইলটির সামনের ক্যামেরা অর্থাৎ সেলফি ক্যামেরায় রয়েছে ১৬ মেগাপিক্সেলের একটি ক্যামেরা।
- মোবাইলটিতে লিথিয়াম পলিমারের ৫০০০মিলি এম্পিয়ারের একটি বড় ব্যাটারী রয়েছে আর মোবাইলটি চার্জ করার জন্য 10W ফাস্ট চার্জিং সুবিধা থাকছে।
- মোবাইলটিতে ৮ জিবি RAM ও ১২৮ জিবি ROM রয়েছে। তবে আপনি প্রয়োজনের সুবিধার্থে ২৫৬ জিবি পর্যন্ত মেমোরি কার্ড ব্যবহার করতে পারবে না এই স্মার্টফোনে।
- Rear-mounted ফিঙ্গার প্রিন্ট রয়েছে ফোনটিতে।
- অন্যদিকে এই স্মার্টফোনটি একটি ফোরজি স্মার্টফোন।
সবশেষে আপনার যদি এই স্মার্টফোনটি ভালো লেগে থাকে তাহলে আপনি স্মার্টফোনটি কিনতে পারেন। তবে মোবাইলটি ক্রয় করার আগে বাজারের অন্য সকল মোবাইল সম্পর্কে আপনার জেনে নেওয়া খুবই গুরুত্বপূর্ণ।
আপনি আরো জানতে পারেন: এখনই সুযোগ ১৫০০ টাকা কমে Xiaomi Redmi A3
(সব খবর প্রতি মুহূর্তে পেতে ফলো করুন আমাদের Google News পেজ)