Motorola Moto G85 নামের একটি স্মার্টফোন আসতে চলছে খুব তাড়াতাড়ি স্মার্টফোনের বাজারে। মোবাইলটি সম্পর্কে তেমন কোনো তথ্য প্রকাশিত না হলেও Motorola Moto G85 ডিসপ্লের ও মোবাইলের বডির স্পেসিফিকেশন ফাঁস হয়েছে।
এই স্মার্টফোনে একটি P-OLED ডিসপ্লে রয়েছে যা ১ বিলিয়ন রঙ প্রদর্শন করতে সক্ষম হবে জানা গিয়েছে ও এছাড়া মোবাইলটিতে ১২০ হার্টজ রিফ্রেশ রেট থাকবে, যার ফলস্বরূপ মোবাইল ব্যবহারকরীরা খুব ভালোভাবে স্মুথলি ব্যবহার করতে পারবে। স্মার্টফোনটির স্ক্রিনের আকার ৬.৬৭ ইঞ্চি, যা মোটামুটি ১০৭.৪ বর্গ সেন্টিমিটার এবং এটি প্রায় ৯০.৯% স্ক্রিন-টু-বডি অনুপাত প্রদান করে। ডিসপ্লের রেজুলেশন ১০৮০ x ২৪০০ পিক্সেল এবং ২০:৯ অনুপাতের সাথে আসে, যার ফলে পিক্সেল ঘনত্ব প্রায় ৩৯৫ পিপিআই হয়। সব মিলিয়ে মোবাইলটির ডিসপ্লে ঠিকই আছে যদি এই স্পেসিফিকেশন লঞ্চ হয়।
অন্যদিকে মোবাইল ফোনটির বডি ডিজাইন বেশ আকর্ষণীয় এবং স্মুথ। স্মার্টফোনটির বডির এর মাত্রা ১৬১.৯ x ৭৩ x ৭.৫ মিলিমিটার। ফোনটির ওজন ১৭১ গ্রাম যা বেশ হালকা,যারা বিশেষ করে হাল্কা স্মার্টফোন খুজছেন তারা মোবাইলটি পছন্দের তালিকায় তালিকাভুক্ত করতে পারেন । বডির সামনের অংশ কাচ দিয়ে তৈরি, কিন্তু ফ্রেম এবং পিছনের অংশ প্লাস্টিক বা ইকো লেদার ব্যবহার করা হয়েছে।
এই স্মার্টফোনটি হাইব্রিড ডুয়াল সিম সাপোর্ট করবে বলে জানা গিয়েছে, যার মধ্যে ন্যানো-সিম কার্ড ব্যবহার করা যাবে যা মূলত ডুয়াল স্ট্যান্ড-বাই মোডে থাকে। তাছাড়া, ফোনটি IP54 রেটিং সহ ধূলা এবং পানির ছিটা থেকে প্রতিরোধী একটি স্মার্টফোন। তবে মোবাইলটি পানিতে থাকলে সমস্যা হবে না এমন ফিচার নেই।
মোবাইলটির দাম প্রকাশ না হওয়া পর্যন্ত বলা যাবে না মোবাইলটি বাজেট অনুযায়ী কেমন হবে। তবে এই মোবাইল সম্পর্কে আপডেট পেতে আমাদের ওয়েবসাইটে চোখ রাখুন।
আরো জানতে পারেন: HTC U24 Pro এর ক্যামেরার তথ্য ফাঁস
(সব খবর প্রতি মুহূর্তে পেতে ফলো করুন আমাদের Google News পেজ)