108 MP থাকছে Xiaomi Redmi 13 ফোনটিতে এমন একটি তথ্য সম্প্রতি শাওমির একটি অফিশিয়াল তথ্যে প্রকাশ হয়েছে। গত ৩ জুন ২০২৪ সালে মোবাইলটি আন্তর্জাতিক বাজারে অফিশিয়ালি লঞ্চ করে তবে মোবাইলটি এখনই আপনি মোবাইল বাজারে পাবেন না। তবে প্রত্যাশা করা যাচ্ছে খুব তারাতাড়ি বাংলাদেশ ও ভারতের মোবাইল বাজারে এই স্মার্টফোনটি লঞ্চ করবে।
Xiaomi Redmi 13 এর দাম কত হবে
Xiaomi Redmi 13 স্মার্টফোনটির দাম আন্তর্জাতিক বাজারে নির্ধারণ করা হয়েছে ১৮০ ইউরো। তবে মোবাইলটির দাম ভারতে ১৭,০০০ টাকা শুরু হতে পারে ও বাংলাদেশে ২২ হাজার টাকা থেকে ২৭ হাজার টাকায় শুরু হতে পারে। তবে মোবাইলটি অফিশিয়াল দাম এখনও বাংলাদেশে প্রকাশ হয়নি।
ক্যামেরার ক্ষেএে যে চমক রয়েছে
Xiaomi Redmi 13-এর ক্যামেরা সেটআপটি মন মুগ্ধকর একটি ক্যামেরা সেটাপ। ক্যামেরা সেটাপ যেমন ডিজাইনের ক্ষেত্রে বেস্ট তেমনি বেস্ট কোয়ালিটির ছবি তোলার জন্য ডিজাইন করা হয়েছে। মোবাইলটির প্রধান ক্যামেরা হিসেবে ডুয়াল ক্যামেরা রয়েছে: ১০৮ মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, যা PDAF সমর্থিত, এবং ২ মেগাপিক্সেল ডেপথ সেন্সর। এতে LED ফ্ল্যাশ এবং HDR ফিচার রয়েছে, যা ফটোগ্রাফির মান বৃদ্ধি করে ও ছবি খুব সুন্দর ভাবে ফুটিয়ে তোলে। স্মার্টফোনটির পিছনের ক্যামেরা ভিডিও রেকর্ডিং 1080p@30fps পর্যন্ত সাপোর্ট করে।
অন্যদিকে সেলফি ক্যামেরায় রয়েছে ১৩ মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল লেন্স বিশিষ্ট, যা 1080p@30fps এ ভিডিও ধারণ করতে সক্ষম। এই ক্যামেরা সেটআপটি ব্যবহারকারীদের অসাধারণ ফটোগ্রাফি ও সেলফি তুলতে সাহায্য করে।
মোবাইলটি কাদের জন্য সেরা হতে পারে
মোবাইলটি বিশেষ করে তাদের জন্য সেরা হবে যারা মূলত ফটোগ্রাফি করতে চান ও মিড রেন্জের মধ্যে স্মার্টফোন অনুসন্ধান করছেন তাদের জন্য এটি বেস্ট স্মার্টফোন।
আপনি নতুন আরো একটি ফোন সম্পর্কে জানতে পারেন: প্রকাশ পেল vivo S19 মডেলের নতুন স্মার্টফোন
(সব খবর প্রতি মুহূর্তে পেতে ফলো করুন আমাদের Google News পেজ)