Smartphones
Trending

১৯ জুলাই বাজারে আসতে চলেছে Honor Magic V3

আগামী ১৯ শে জুলাই বাজারে আসতে চলেছে Honor Magic V3 মডেলের একটি স্মার্টফোন। বেশ কয়েকদিন যাবত এই মোবাইলটি সম্পর্কে বেশ আলোচনা চলছিল তবে Honor এই স্মার্টফোনটির স্পেসিফিকেশন প্রকাশ করেছে ও তার সাথে মোবাইল দিয়ে কবে নাগাদ প্রকাশ হবে এটিও তারা জানিয়েছে। যদি কোন ভাবে সময় পরিবর্তন না হয় তাহলে আগামী ১৯শে জুলাই তারিখে মোবাইলটি অফিসিয়ালি আন্তর্জাতিক বাজারে লঞ্চ হবে। তবে দেরি না করে আসুন আমরা এই মোবাইলটির স্পেসিফিকেশন জেনেনি।

Honor Magic V3 এর বডি

Honor Magic V3 মোবাইলটি মূলত ফোল্ডেবল স্মার্টফোন। মোবাইলটির বডির ডাইমেনশন ১৫৬.৬ x ৭৪.০ x ৯.২ মিলিমিটার ও ফোল্ডেবল খোলা অবস্থায় ১৫৬.৬ x ১৪৫.৩ x ৪.৩৫ মিলিমিটার। তবে মোবাইলটির ওজনের ক্ষেত্রে একটু দ্বিধা রয়েছে কারণ মোবাইলটির ওজন প্রায় ২২৬ গ্রাম বা ২৩০ গ্রাম হতে পারে। মোবাইলটির সামনে গ্লাস এবং ফ্রেম অ্যালুমিনিয়ামের তৈরি। তবে আপনাকে একটি বার্তা জানিয়ে রাখি যে এই মোবাইলটির বিশেষ ফিচার হিসেবে থাকতেছে ২.৫ মিটার পানির মধ্যে আপনি মোবাইলটি ৩০ মিনিট পর্যন্ত রাখতে পারবেন।

১৯ জুলাই বাজারে আসতে চলেছে Honor Magic V3
Honor Magic V3

ডিসপ্লেতে Honor Magic V3

মোবাইলটির ডিসপ্লে মূলত Foldable LTPO OLED।  তবে এই Foldable LTPO OLED ডিসপ্লের এর আকার ৭.৯২ ইঞ্চি, যা বড় একটি স্মার্টফোন বলা যায়। ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ১৮০০ নিটস সর্বোচ্চ উজ্জ্বলতা প্রদর্শন করতে সক্ষম Foldable LTPO OLED ডিসপ্লেটি। তবে ডিসপ্লেটির রেজোলিউশন ২১৫৬ x ২৩৪৪ পিক্সেল।  অন্যদিকে , এর কভার ডিসপ্লে ৬.৪৩ ইঞ্চি ১২০ হার্টজ রিফ্রেশ রেট, HDR10+ এবং ২৫০০ নিটস উজ্জ্বলতা সুবিধা রয়েছে।

ক্যামেরার ক্ষেত্রে যে চমক রয়েছে

ক্যামেরার ক্ষেত্রে যে ফোনটিতে চমক নেই এমনটা নয় কারণে এই ফোনটির ক্যামেরা রয়েছে দুর্দান্ত ফিচার যা যেকোন ব্যাপারকারীকে অবাক করবে। প্রধান ক্যামেরা ট্রিপল লেন্স এর মাধ্যমে গঠিত যা, ৫০ মেগাপিক্সেল ওয়াইড, ৫০ মেগাপিক্সেল টেলিফটো (৩.৫x অপটিক্যাল জুম), এবং ৪০ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স।  তবে সেলফি ক্যামেরায় ২০ মেগাপিক্সেল ওয়াইড লেন্স। কভার ক্যামেরাও ২০ মেগাপিক্সেল ওয়াইড লেন্স রয়েছে। উভয় ক্যামেরা এইচডিআর এবং 4K ভিডিও রেকর্ডিং সাপোর্ট করে। যারা বিশেষ করে ফটোগ্রাফি করতে চান ও মোবাইল ফোন ব্যবহার করে ভ্লগিং করতে চান তাদের জন্য এই স্মার্টফোনটি দুর্দান্ত হবে। এছাড়া রিলসের ভিডিও তৈরি করার জন্য এই স্মার্টফোনটির ক্যামেরা একদম পারফেক্ট।

পারফরম্যান্সে কি থাকছে ফোনটিতে

শুরুতে বলে রাখি মোবাইলটিতে চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে Qualcomm SM8650-AB Snapdragon 8 Gen 3 যা 4 ন্যানোমিটার আকারে চিপসেট। মোবাইলটিতে অপারেটিং সিস্টেম ও UI হিসেবে থাকছে Android 14 ও MagicOS 8.0.1। মোবাইলটির চিপসেট ও প্রসেস ভালো হওয়ার কারণে মোবাইলটি দুর্দান্ত পারফরমেন্স প্রদান করে। মোবাইল দিতে ইন্টারনাল মেমোরি হিসেবে থাকছে তিনটি ভ্যারিয়েন্ট যা ২৫৬জিবি,৫১২ জিবি ও ১ টেরাবাইট এবং RAM হিসেবে ১২ জিবি ও ১৬ জিবি থাকছে। মোবাইলটি দিয়ে খুব ভালোভাবে গেমিং করা যাবে এ ছাড়া সকল ধরনের ভারী অ্যাপস ব্যবহার করা যাবে এই ফোন দিয়ে। এক কথায় পারফরমেন্সের দিক দিয়ে এই ফোনটি সেরা একটি স্মার্টফোন।

মোবাইলটির ব্যাটারি ব্যাকআপ ও ফাস্ট চার্জিং সুবিধা

মোবাইলটিতে রয়েছে 5150 মিলি এম্পিয়ারের একটি বড় ব্যাটারি যা দীর্ঘ সময় ধরে মোবাইলটির ব্যাটারি ব্যাকআপ প্রদান করবে। তবে মোবাইলটির চিপসেট ছোট হবার কারণে মোবাইলটি অতীত সময় ধরে ব্যবহার করা যাবে। ফাস্ট চার্জিং এক্ষেত্রে মোবাইলটিতে আপনি যদি তার যুক্ত অর্থাৎ USB Type-C দিয়ে চার্জ করতে চান সে ক্ষেত্রে মোবাইলটিতে ৬৬ ওয়াটের চার্জিং সুবিধা রয়েছে। তবে আপনি যদি ওয়ারলেস চার্জিং করতে চান এক্ষেত্রে ৫০ ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা এই ফোনে লক্ষ্য করা যায়। তবে একটি আরও সুবিধা রয়েছে যা রিভার্স চার্জিং সুবিধা যা মূলত ৫ ওয়াটের চার্জিং সুবিধা।

ফিঙ্গারপ্রিন্ট হিসেবে কি থাকছে

যারা ভেবেছিলেন এই ফোনটিতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট থাকবে তাদেরকে বলছি যে এই ফোনটিতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সুবিধা নেই বরং এই ফোনটিতে রয়েছে সাইট মান্টটেন্ড ফিঙ্গারপ্রিন্ট সুবিধা।

আর কি আছে এই স্মার্টফোনে

এই মোবাইলটি একটি 5g স্মার্টফোন ও এর সাথে সকল ধরনের কানেক্টিভিটির ফিচার এই ফোনটিতে উপলব্ধ হয়েছে।

ফোনটি কাজের জন্য ভালো হবে

যারা মূলত দুর্দান্ত গেমিং করেন, ফটোগ্রাফি ও ভিডিও তৈরি করার জন্য একটি স্মার্টফোন খুঁজছেন তাদের জন্য এই স্মার্টফোনটি বেশ ভালো হবে।

আপনি আরও জানতে পারেন: OnePlus Nord 4 নামে অসাধারণ স্মার্টফোন আনছে Oneplus

(সব খবর প্রতি মুহূর্তে পেতে ফলো করুন আমাদের Google News পেজ)

5/5 - (2 votes)

Mobile Dokan Price

This profile publishes articles from the Mobile Dokan Price editorial team and its own correspondents All the details of the technology world are verified and published from here.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *