টেকনো বাংলাদেশ তাদের নতুন স্মার্টফোন “স্পার্ক গো ওয়ান” মডেলের স্মার্টফোন বাজারে এনেছে । এই ফোনটির ফিচার হিসেবে থাকছে পানি ও ধুলার প্রতি প্রতিরোধী, যা বৃষ্টিতে ভিজলেও সমস্যার সৃষ্টি করে না। ফোনটি দুইটি ভ্যারিয়েন্টে পাওয়া যাবে, যার মধ্যে ৪ গিগাবাইট র্যাম সহ ৬৪ ও ১২৮ গিগাবাইট স্টোরেজ অপশন রয়েছে। দাম শুরু হচ্ছে ১০,৯৯৯ টাকা থেকে।
টেকনো বাংলাদেশ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ৬.৬৭ ইঞ্চি আইপিএস এলসিডি স্ক্রীন যুক্ত এই ফোনটি অক্টাকোর টি৬১৫ প্রসেসর এবং ৪.৫জি লাইটিনিং নেটওয়ার্ক সাপোর্ট করে, যা একাধিক কাজ দ্রুত সম্পন্ন করতে সাহায্য করে। এতে ৫,০০০ এমএএইচ ব্যাটারি এবং ১৫ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা রয়েছে, ফলে দীর্ঘ সময় ধরে ব্যবহার করা সম্ভব এবং দ্রুত চার্জ করা যায়।
এই ফোনটি অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেমে চলে এবং পেছনে ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে ও ফ্ল্যাশ লাইট রয়েছে । সেলফি জন্য ৮ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে, যা কম আলোতে ভালো ছবি তোলার সক্ষমতা রাখে। এছাড়া, আইআর রিমোট কন্ট্রোল সুবিধার মাধ্যমে ফোনটি টেলিভিশন, এসি এবং অন্যান্য স্মার্ট ডিভাইসও নিয়ন্ত্রণ করতে পারে।
আরো জানতে পারেন: ১৭ সেপ্টেম্বর আসছে Realme P2 Pro অফিশিয়ালি,জেনে নিন স্পেসিফিকেশন
(সব খবর প্রতি মুহূর্তে পেতে ফলো করুন আমাদের Google News পেজ)
তথ্যসূএ: প্রথম আলো