হুয়াওয়ে নিয়ে এলো নতুন তিন ভাঁজের ফোন।নতুন আইফোনের ঘোষণা আসার পরপরই, চীনা টেলিকম প্রতিষ্ঠান হুয়াওয়ে প্রযুক্তির দুনিয়ায় এক চমক সৃষ্টি করেছে তাদের প্রথম তিন ভাঁজের স্মার্টফোনটি নিয়ে। মেট এক্সটি মডেলের এই ফোনটির মূল পর্দার আকার ৬.৪ ইঞ্চি হলেও ভাঁজ খুললে এটি ১০.২ ইঞ্চি পর্যন্ত প্রসারিত হতে পারে, যা ট্যাবলেট হিসেবেও ব্যবহৃত হতে পারে।
হুয়াওয়ের তথ্য অনুযায়ী, হারমনি ৪.২ অপারেটিং সিস্টেমে চলা এই ২৯৮ গ্রাম ওজনের ফোনের পুরুত্ব ৩.৬ মিলিমিটার। এটি বাজারে থাকা অন্যান্য ফোনের তুলনায় অনেক পাতলা। ফোনটি ১৬ গিগাবাইট র্যাম সহ ২৫৬, ৫১২ গিগাবাইট এবং ১ টেরাবাইট স্টোরেজের বিকল্পে পাওয়া যায়। কিরিন ৯০১০ প্রসেসরে চালিত ফোনটির পিছনে ৫০, ১২ এবং ১২ মেগাপিক্সেলের তিনটি ক্যামেরা রয়েছে, আর সেলফি ক্যামেরা ৮ মেগাপিক্সেলের। সংস্করণভেদে ফোনটির শুরু মূল্য ২ হাজার ৮০০ ডলার বা প্রায় ৩ লাখ ৩৬ হাজার টাকা (প্রতি ডলারের বিনিময় মূল্য ১২০ টাকা ধরে)।
প্রচলিত ভাঁজযোগ্য ফোনের মতো সাধারণত দুটি পর্দা থাকে—প্রাইমারি এবং কভার ডিসপ্লে। তবে হুয়াওয়ের মেট এক্সটি মডেলে একটি মাত্র ওএলইডি পর্দা রয়েছে, যা সহজেই ভাঁজ করে বা খুলে ব্যবহার করা যায়। এতে ৫ হাজার ৬০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি এবং ৬৬ ওয়াটের ফাস্ট চার্জিং প্রযুক্তি রয়েছে, যা দ্রুত চার্জ দেয়। বর্তমানে, এই ফোনটি শুধুমাত্র চীনের বাজারেই পাওয়া যাবে।
আরো জানতে পারেন: iPhone 15 নাকি iPhone 16 সেরা
(সব খবর প্রতি মুহূর্তে পেতে ফলো করুন আমাদের Google News পেজ)
তথ্য সূএ: প্রথম আলো